43669
Points
Questions
95
Answers
4273
-
Asked on May 13, 2021 in Education.
তারা যেহেতু একদিন আগে চাঁদ দেখে বাংলাদেশের চেয়ে একদিন আগেই রোজা শুরু করে। ঠিক তেমনিভাবে বাংলাদেশের চেয়ে একদিন আগেই চাঁদ দেখে ঈদ পালন করে। তবে এটা অসম্ভব নয় বাংলাদেশ এবং সৌদি আরব একই দিনে ঈদ হবে। তবে যেহেতু সৌদি আরব বাংলাদেশ থেকে পশ্চিমে চার হাজার কিলোমিটার। সেই হিসেবে চাঁদ পশ্চিম দিক থেকে ওঠে সুতরাং সৌদি আরবে চাঁদ এর উপর ভিত্তি করে একদিন আগে ঈদ হয়।
- 848 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 14, 2021 in Computer.
If your computer doesn’t have a CD or DVD drive, you may want to learn how to run the installation from a “bootable USB” to quickly set up your operating system.
Benefits of installing Windows with a bootable USB
When planning to reinstall or install a new Windows OS on your PC, you need to be ready with the system itself beforehand.
In most settings, you’ll be able to create an installation media using either your own device before you start the installation or a second device near you.
With CD and DVD disks becoming obsolete, many modern computers and laptops no longer come with a drive to read and write physical disks. This makes it impossible for you to create an installation media unless you use a USB drive.
The incredible accessibility — given the fact that almost every computer has a USB port that you can use to connect external devices, — makes it the easiest, fastest, and most streamlined method of installing Windows. You can create a bootable USB to install Windows 10, Windows 8.1, or even Windows 7.
How to create a Windows bootable USB with the Media Creation Tool
To boot from a USB, you first need to create the USB itself which will be read by your computer and used to boot up. You can find the guidelines on how to create a bootable USB using the Media Creation Tool issued by Microsoft.
- Open the Microsoft Download Windows page in your web browser and click on the Download tool now button.
- Save the tool to your computer. When the download is finished, launch the media creation tool and click Accept when prompted to agree to the launch.
- Select Create installation media (USB flash drive, DVD, or ISO file) for another PC and click the Next button.
- Set your preferred Language, Windows 10 Edition, and System Architecture.
- If you can’t change the settings, place a checkmark next to the Use the recommended options for this PC option and proceed.
- Choose the USB flash drive, then hit the Next button and select your USB drive from the list. The Windows installation files will start to download to your USB drive.
- The download may take a long time depending on your internet speed. Make sure not to disrupt the process until the creation tool has been created.
How to change your computer’s boot order
Before you can boot your computer from your USB, you first need to change your computer’s boot order to list USB first. This will prompt your computer to read the USB first before it reads the internal harddrive, during startup.
You can change the boot order from your computer’s BIOS setup utility. To find out how to do this, just check our guide on changing your computer’s boot order here.
How to Install Windows using Bootable USB
With your computer’s boot order successfully changed to load up from a USB device first, you can now crack on with installing Windows using your USB’s installation file.
Note: Make sure you’ve backed up all your files before doing the installation to make sure you don’t lose any valuable data.
How to install Windows 10 using bootable USB
- Plug your USB device into your computer’s USB port, and start up the computer. You may be asked to press a key to boot from the USB.
- Choose your preferred language, timezone, currency, and keyboard settings. Once you’re happy with customizing these settings, click Next. Don’t worry if you’ve made a mistake, you can change any of these in the future.
- Click Install Now and select the Windows 10 edition you’ve purchased. Now click Next to start the installation process.
- Choose your installation type. You can either choose Upgrade, which will allow keeping your current files, settings, and apps; or do a fresh clean installation by picking Custom. In this example, we’ll be choosing custom to do a fresh Windows installation.
- To install Windows, you need a partition on your hard drive for storing system files. Your computer’s hard drive is a physical storage device, while partitions divide up that storage space into separate parts.
- Note: If you haven’t yet backed up your hard drive, you may want to stop now, back everything up and start again. Once you’ve deleted the partitions you won’t be able to recover the data stored on these drives.
You can either use one of the existing partitions on your hard drive by formatting it or you can delete the ones there and create new ones from fresh instead: - To use one of the existing partitions, select it, and click Format.
- To delete the existing partitions, select each one and click Delete, then OK.
- Note: If you haven’t yet backed up your hard drive, you may want to stop now, back everything up and start again. Once you’ve deleted the partitions you won’t be able to recover the data stored on these drives.
- If you’ve deleted all the existing partitions, your harddrive’s space will be unallocated, and you’ll need to create new partitions. If you just formatted an existing partition, then skip to Step 7 now. To create new partitions:
- Click Drive options (advanced).
- Now click New and choose the size for your new partition, then click Next.
- Windows will now create a new partition for storing system files. Click OK to accept.
- Repeat this process if you wish to create more partitions.
Once you’ve finished creating all the partitions you want, format each one except for the partition you want to store your Windows system files on. Select the partitions one by one and click Format, then OK when prompted.
- Click Drive options (advanced).
- Now select the partition where you want to install Windows and click Next. The Windows 10 installation will begin. Your computer may reboot a few times during the process. This is normal.
- After the installation is complete, your computer will automatically restart one last time. When it starts up again for the first time, you’ll be able to choose more of your settings, or you use express settings recommended by Microsoft.
- Finally, sign in to your Microsoft account to use some of the new features with Windows 10 such as password recovery, and to access One Drive. If you don’t want to sign in with your Microsoft account, click Skip this step and follow the instructions to create a local user account instead.
You are done.
- 357 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 14, 2021 in YouTube.
নিজের ইউটিউব চ্যানেলের সর্বনাশ করার আগে এই কয়েকটা লাইন অবশ্যই পড়ে নেবেন।
আমি আমার বক্তব্য এবং আমার অভিজ্ঞতাকে খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছি।
ইউটিউবে সাধারণত তিন ধরনের মানুষ থাকেন।
১) ভিডিও ক্রিয়েটর
২) বিজ্ঞাপন দাতা
৩) সাধারণ দর্শক
যখন কোনও ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ক্রমাগত ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন তখন তিনি একজন ভিডিও ক্রিয়েটর। ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম সেই ক্রিয়েটরকে নিজের মত সহায়তা করে থাকে যদি সেই ব্যাক্তি খুব ভালো ভিডিও বানান তাহলে। ভিডিওতে ভালো ওয়াচ টাইম এলে তবে গিয়ে ইউটিউব সাপোর্ট করে।
এবার ধরুন কোন একজন ক্রিয়েটর ভিডিও ক্রমাগত আপলোড করছেন কিন্তু তেমন ভিউ এবং সাবস্ক্রাইবার পাচ্ছেন না। সেই ক্ষেত্রে ক্রিয়েটর ভাবতেই পারেন আমি বিজ্ঞাপন চালিয়ে ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই কিনে নিতে পারি।
ইউটিউবে প্রধানত দুই ধরনের বিজ্ঞাপন চালানো যায় ১) সার্চেবেল ২) স্কিপেবেল।
তবে আপনি যে বিজ্ঞাপনেই চালান, বিজ্ঞাপনে চালানো ভিডিওর বিজ্ঞাপন থেকে পাওয়া ওয়াচটাইম কাউন্ট হবে না। কিন্তু বিজ্ঞাপন বন্ধ হওয়ার পরেও সেই ভিডিও যদি কোয়ালিটির হয় তাহলে ভিউ আসতে থাকে, লাভ সেখানে অবশ্যই হয়।
এর পরেই শুরু হবে ইউটিউব এর আসল খেলা। আপনি এতদিন পর্যন্ত ইউটিউবে একজন ক্রিয়েটর ছিলেন, এখন আর তা রইলেন না। ইউটিউবে বিজ্ঞাপন চালিয়ে আপনি একজন বিজ্ঞাপনদাতায় পরিণত হলেন। (একই সমস্যা ফেসবুকেও হয়। ফেসবুকে এই সমস্যা কয়েকমাস পরে কাটতে শুরু করে।)
এই বিজ্ঞাপনদাতারাই হচ্ছেন ইউটিউবের সম্পদ। আপনি যেদিন বিজ্ঞাপন দিলেন সেইদিন থেকে আপনি একজন বিজ্ঞাপনদাতা হিসেবেই ইউটিউবে পরিচিতি পেয়ে গেলেন। আপনি আর ক্রিয়েটর রইলেন না।
এরপর আপনার ভিডিওকে ভাল ভিউ আনতে হলে বিজ্ঞাপন বারবার চালাতে হবে। আপনার লাখ সাবস্ক্রাইবার থাকলেও ইউটিউব আপনার ভিডিও খুব একটা শেয়ার করবে না। আপনার সাবস্ক্রাইবাররা নোটিফিকেশন পাবেন না। আপনার রাস্তা কাঁটায় ভরে যাবে।
ইউটিউব একটি রোবোট পরিচালিত মানুষ নির্দেশিত ওয়েবসাইট। ইউটিউব সিস্টেম অনুসারে বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনে প্রচুর সাহায্য করা হয়, কিন্তু বিজ্ঞাপন না চালালে বিজ্ঞাপন দাতাদেরকে ইউটিউব একবিন্দুও সাহায্য করে না। কারণ বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন না দিলে ইউটিউবের ভাত জুটবে না।
তাই নিজের কাজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য্য ধরুন আপনিও একদিন সেই আসন পাবেন যেটা পাবার আপনি দাবিদার।
দয়াকরে নিজেকে বিজ্ঞাপন দাতা ঘোষণা করে নিজের সর্বনাশ নিজেই করে নেবেন না। আমি চাই না আমার মতো ভুল আর একজনও করুক।
আমার ধব্যবাদ নেবেন। আর এই লেখায় আপনি সহমত না হলে দয়াকরে ইউটিউব ভিডিও তুলে আনবেন না। ওরা ভিউ আনার জন্য স্ববিরোধী ভিডিও বানায়। তাই নিজের অভিজ্ঞতা শোনাবেন, কোনও ইউটিউবারের নয় 🙏
- 886 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 13, 2021 in Computer.
The speed of the clock on the fastest currently available CPU core is around 5 GHz…but most CPU’s have been sitting around 3GHz
We’re running into Moore’s Law limits on the size of a transistor – so shrinking the circuitry (which has historically allowed for higher clock speeds) is reaching the edge of becoming impossible.
A 5GHz clock means that over the course of one clock cycle – a beam of light can cross about 6 centimeters in a vacuum. But the speed of light in silicon is four times slower – so when the 5GHz clock ticks, components just a few millimeters away aren’t going to know it until the next clock tick has started.
The wiring inside a complex chip is far from a straight line path – so without super-careful design, even components just one millimeter apart will run into problems.
Life gets very hard for chip designers under those circumstances.
Sure, you could maybe push the clock rate higher – but if it’s going to take multiple clocks for the data to get to where it’s going and the answers coming back…then you start to see diminishing returns.
This chart:
…clearly shows that although the number of transistors in a CPU has climbed fairly consistently, the clock speed and the available power consumption pretty much leveled off at around 3GHz all the way back in 2002. Over nearly 20 years, to 2021, the clock speed of the fastest processors hasn’t even doubled.
So Moore’s Law for clock speeds has been pretty much over for 20 years.
The only way we can still make significantly faster chips is to use more transistors – which we have PLENTY of…but that doesn’t translate into raw speed.
To use more transistors, all you can really do is to add more cores – add more cache memory – or try to build a more sophisticated way to run machine code.
- Adding more cores doesn’t buy you much if your software can’t use them all (and most software cannot).
- Increasing the amount of cache produces an incidental speed up for some algorithms and for badly written code – but for well-written programs, it can often have little to no effect on performance.
- So we’re left with using more transistors to get smarter at running instructions.
Efforts to do that have included things like branch prediction, parallel execution at the micro-code level, speculative evaluation, all sorts of devious tricks.
But the trouble with these things is that they keep on resulting in things like fundamental CPU bugs and security issues.
Speculative evaluation (for example) was the cause of the Spectre, Meltdown, SPOILER and Foreshadow malware attacks – which were essentially impossible to defend against because the bug was hard-wired into the CPU core.
It’s extremely hard to implement fancier CPU features without inadvertently opening a new security hole or some other horrific bug.
We truly are seeing the end of CPU speed improvements.
SO WHAT IS THE FUTURE?
The future seems to be in more specialized processors:
- The GPU architecture – originally intended for graphics processing – has proven to be immensely powerful. Instead of having a handful of entirely unrelated and highly sophisticated CPU cores – you build hundreds of much simpler GPU “cores” which operate more or less together in lockstep. By sharply limiting the functionality – but radically increasing their numbers – we can write specialized “shader” software that runs at speeds that CPU software can only dream of. Hence GPU cores are now used for things that have nothing to do with graphics. Everything from artificial intelligence to bitcoin mining. They don’t help with every algorithm, but in areas where they DO help – you can get two orders of magnitude speedup with a relatively cheap chip.
- Specialized AI processors – the Tesla AI chip for example – take that even further. Performing *JUST* the neural networking algorithm at the heart of all AI – but doing so with VAST numbers of even simpler processors (not much more than multiply-accumulators). This means that they can run AI processing hundreds of times faster than even a GPU chip. But that’s ALL it can do. In order to run conventional programs, the Telsa chip has to have several conventional CPU cores on the same chip to feed and generally manage the AI system.
- Quantum computers – which are truly insanely fast – but are only capable of running VERY specialized algorithms that require extreme parallelism.
By finding tasks which (although not universal) are fairly common – and automating those in a way that isn’t a general purpose computer (and maybe isn’t even “Turing Complete”) – you can still make vast improvements.
But speeding up a conventional CPU core to any significant degree – is rapidly becoming essentially impossible.
- 317 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 7, 2021 in Internet.
সিকিওর বলতে আপনি কী চাচ্ছেন সেটা আগে বোঝা দরকার। সব অনলাইন প্ল্যাটফর্মে নিজের প্রাইভেট তথ্য প্রোভাইড করে ব্রাউজার সিকিওর খুঁজলে তো লাভ নেই। কমবেশি সবাই আপনার ব্যক্তিগত তথ্য জানিয়ে/না জানিয়ে চুরি করে, আর কে কীভাবে করে তা অধিকাংশ সময়েই আপনি জানবেন না।
- 920 views
- 1 answers
- 0 votes
-
Asked on March 2, 2021 in Mobile.
ঠিক উল্টোটি।
দাম অনুযায়ী শাওমি এর ফোনগুলো খুব ভাল মানের।
আমি নিজেও ৭ মাসের বেশি সময় ধরে শাওমির একটি মডেল ব্যাবহার করছি। ব্যাটারি ব্যাকআপ, ডিভাইস পারফরমেন্স নিয়ে কোনো অভিযোগ এর সুযোগ নেই।
তাছাড়া এই প্রাইস range এর যেকোনো স্যামসাং এর ডিভাইস থেকে অনেক ভালো পারফরম্যান্স পাচ্ছি।
আর গ্লোবাল রাঙ্কিং এ স্মার্টফোন বাজার এর সামসাং এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে শাওমী।
- 939 views
- 1 answers
- 0 votes
-
Asked on February 24, 2021 in Technology.
মেগা-পিক্সেল হলো এক মিলিয়ন পিক্সেল এর সংক্ষিপ্ত নাম। এক মিলিয়ন পিক্সেল মানে ১০ লাখ পিক্সেল। অর্থাৎ ১ মেগা-পিক্সেল ক্যামেরাতে ১০ লাখ পিক্সেল থাকে। এখন প্রশ্ন এই পিক্সেল কি? দেখুন একটি ক্যামেরা সম্পূর্ণ হতে অনেক গুলো যন্ত্রাংশের প্রয়োজন পরে। যেমনঃ লেন্স, সেন্সর, কয়েক প্রকার দর্পণ, গ্লাস ইত্যাদি।
ক্যামেরার সবচেয়ে নিচের দিকে থাকে সেন্সর। এখন এই ইমেজ সেন্সরে অনেক ছোট ছোট পিক্সেল অনুভূমিক এবং খাঁড়া ভাবে সাজানো থাকে। ক্যামেরা দিয়ে যখন কোনো ছবি ক্যাপচার করা হয় তখন সেই ছবিটি একটি খণ্ডে না উঠে, লাখ লাখ খণ্ড আকারে উঠে থাকে। এই লাখ লাখ খণ্ড একত্রিত হয়ে একটি পুরো ছবি সম্পূর্ণ করে।
আর এই লাখ লাখ খণ্ডের এক একটি হলো একটি করে পিক্সেল। প্রতিটি পিক্সেল নিজে থেকে ছবিটির বিশেষ অংশের তথ্য ধারণ করতে সক্ষম। এক একটি পিক্সেল ছবিটির আলো, কালার, এবং বিশেষ অংশের তথ্য ধারণ করে। এবং ক্যামেরা প্রসেসর সেই ধারণকৃত তথ্যগুলোকে রেনডার করে ছবিতে পরিনত করে, যেটা কিনা ফোনের গ্যালারীতে দেখতে পাওয়া যায়।
আমরা ১ মেগা-পিক্সেল ক্যামেরার রেজুলেসন কে ১১৫২ x ৮৬৪ দিয়ে মেপে থাকি। অর্থাৎ ১ মেগা-পিক্সেল ক্যামেরার সেন্সরে ১১৫২ পিক্সেল থাকে অনুভূমিক ভাবে এবং ৮৬৪ পিক্সেল থাকে খাঁড়া ভাবে। যখন আপনি সব পিক্সেল গুলোকে গুন করবেন তখন গড়ে ১০ লাখ পিক্সেল হবে। এই জন্যই এই ক্যামেরাকে ১ মেগা-পিক্সেল বলা হয়। অনুরুপ ভাবে ২ মেগা-পিক্সেল ক্যামেরার রেজুলেসন হয় ১৬০০ x ১২০০!
- 931 views
- 1 answers
- 0 votes
-
Asked on February 23, 2021 in Website.
ফেসবুক আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি যেহুতু ফেসবুক একটি ওয়েবসাইট, তাই উদাহরণসরূপ আমরা ফেসবুক কে ধরতে পারি।
ফ্রন্ট এন্ড : ফেসবুক.কম লেখার পর আমরা চোখের সামনে যা দেখতে পাই তাই হলো ফ্রন্ট এন্ড। ফেসবুকে গেলে আমরা কি দেখতে পাই? সুন্দর সুন্দর ডিজাইন,রিয়াক্ট বাটন,কমেন্ট করার অপশন আরো কত কি। আবার মোবাইলে ফেসবুক এক রকম, ট্যাবে আরেক রকম, কম্পিউটারে অন্যরকম ডিজাইন, এই সব কিছুই ফ্রন্ট এন্ড ডিজাইন। এক কথায় যদি বলি, ইউজার কোন ওয়েব সাইটে প্রবেশ করার পর যা যা দেখতে পায় তার সব কিছুই ফ্রন্ট এন্ড।
ফ্রন্ট এন্ডের জন্য:
- এইচটিএমএল
- সিএসএস
- বুটস্ট্রাপ
- জাভাস্ক্রিপ্ট
- ফটোশপ
ব্যাক এন্ড: ব্যাক এন্ডের কাজ চলে মূলত ইউজারের দৃষ্টির আড়ালে। একজন নরমাল ইউজার কখনোই ধরতে পারবে না ব্যাক এন্ডে কি চলছে, তাঁরা শুধু ফ্রন্ট এন্ড পার্ট টুকুই দেখতে পারে। কারো পোস্টে লাইক দিচ্ছেন আপনার একটিভিটিতে জমা হয়ে থাকছে, ৫ বছর আগে ছবি আপলোড করেছিলেন সেটা আজকে মেমোরিতে শো করছে, কয়েক মিনিট পর পর নটিফিকেশন আসছে, আপনে নওগাঁতে আপনার গার্লফ্রেন্ড নোয়াখালীতে ম্যাসেজ করছেন মুহূর্তের মধ্যে চলে চাচ্ছে এইসব কিছুই ব্যাক এন্ডের কাজ। বিহাইন দ্যা সিন সব কিছু ঘটছে।
ব্যাক এন্ডের জন্য :
- এইচটিএমএল
- সিএসএস
- জাভাস্ক্রিপ্ট
- যে কোন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ + ফ্রেমওয়ার্ক
- ডেটাবেজ ম্যানেজমেন্ট
- 951 views
- 1 answers
- 0 votes
-
Asked on February 15, 2021 in Health.
হঠাৎ মাংস পেশি বা শিরায় টান লাগা সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত এক সমস্যা বলা যায়! চা য়ের আড্ডা বা যে কোন গল্পের আসরে আপনি একবার বলেন কেবল যে অমুক দিন আমার পায়ের পেশি এমন টান শুরু হয়েছিলো যে পা বেঁকে পিছনের দিকে চলে যাচ্ছিল! আর ব্যাঁথায় যেন আমি বেহুঁশ হয়ে যাচ্ছিলাম! ব্যাস্! দেখবেন গল্পের সাথীরা একজন একজন পড়িমড়ি করে বলা শুরু করেছে তাদের এমন অভিজ্ঞতার কথা!
পা বা হাতের পেশিতে বা রগে টান ধরে কয়েকটি সম্ভাব্য কারণে।
১. পানিশূন্যতা ও রক্ত চলাচলে ব্যাঘাত!
২. রক্তে সোডিয়াম বা পটাশিয়াম আয়নের অভাব
৩. অতিরিক্ত পরিশ্রম
৪. ব্যায়ামের আগে বা পরে বিশ্রামের স্বল্পতা
৫. ভিটামিন এ/ বি এর ঘাটতি
দৌড়বিদ, খেলোয়াড়দের পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ তাদেরও কিন্তু সমস্যাটি মাঝে মধ্যে হয়। আমার বার পাঁচেক হয়েছে। তার মধ্যে দু বার ঘুম ভাঙার পূর্বমুহূর্তে!
করণীয়:
পা বা হাত যেদিকে বেঁকে যেতে চাইছে তার বিপরীত অর্থাৎ যেমনটি পূর্বে ছিলো চেপে ধরে তেমন অবস্থায় নিয়ে গিয়ে পেশি শিথিল করতে হবে।
এই হলো তাৎক্ষণিক প্রচেষ্টা। এর পর গরম বা ঠাণ্ডা সেঁক দেওয়া।
স্যালাইন জাতীয় পানীয় বিশেষ করে ডাবের জল এই সমস্যা প্রতিকার ও প্রতিরোধে অত্যন্ত ফলদায়ী।
ভিটামিন এ এবং বি কম্প্লেক্স গ্রহণ করেও এই সমস্যার প্রভাব কাটাও এবং প্রতিরোধ সম্ভব।
আর হ্যাঁ, প্রচুর পানি পান করা প্রয়োজন। শরীরে যেন পানির ঘাটতি না হয়।
গ্রামের বাড়িতে বাবা ও মায়ের কয়েকবার হয়েছে। তাদের কে ভিটামিন বি কম্প্লেক্স ও ডাবের পানি পান করার জন্য বলেছি। অনেকদিন কোন সমস্যা নাই।
- 1013 views
- 1 answers
- 0 votes
-
Asked on February 13, 2021 in Logo Design.
We can design any kind of Logo. Please visit our website.
Get inspired by beautiful designs from Design Gallery:
https://www.5dollargraphics.com/design-gallery/Our Reviews:
https://www.5dollargraphics.com/author/platinumdesignteam/Our FB Page:
https://www.facebook.com/5dollargraphics- 416 views
- 1 answers
- 0 votes