rohan007's Profile

921
Points

Questions
37

Answers
55

  • Asked on January 13, 2021 in Education.

    আইয়েল্টস করার আগে ভাল ইংরেজি জানা উচিত । তা না হলে আইয়েল্টসে ভালো করতে পারবেন না । আইয়েল্টস সম্পর্কে কতগুলো ভুল (মিথ) ধারনা :

    ১. মাত্র ৩ টা টিপস , ট্রিক্স, হ্যাক দিয়ে ৫ থেকে ৮ স্কোর করা সম্ভব ।
    আপনি ৫ থেকে ৮ পেতে পারেন, তার জন্য ব্যান্ড ৮ লেভেল ইংরজি জানার সাথে সাথে আইয়েল্টসের জন্য ভাল প্রস্তুতি নেওয়া জরুরি । এটার জন্য কোন ম্যাজিক বা শর্টকাট নাই ।

    ২. যত বেশী জটিল করে লেখা যায়, তত বেশী স্কোর পাওয়া যায় ।
    হ্যাঁ এবং না । জটিল বলতে আপনি কি বোঝাচ্ছেন ? জটিল বাক্য লিখতে
    পারেন । কিন্তু আপনার লেখা যদি বোধগম্য না হয়, তাহলে হিতে বিপরীত হওয়ার
    সম্ভাবনাই বেশী ।

    ৩. প্যাসেজ না পড়েই উত্তর দেওয়া যায় ।
    রিডিং অংশে প্যাসেজ না পড়ে উত্তর দেওয়া যায় না । আপনি স্কিমিং এবং
    স্ক্যানিং করতে পারেন বা নিজের মত করে রিডিং নিয়ে ডিল করতে পারেন ।
    আইয়েল্টস রিডিং অংশ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা রিডারদের
    প্যাসেজ পড়ার জন্য ফোরস করে থাকে । দ্রুত পড়ে বুঝতে পারাটাই এখানে
    প্রধান ব্যাপার ।

    ৪. যত বেশী লিংকিং করা যায় তত ই ভাল ।
    অতিরিক্ত ব্যবহার বা প্রয়োজনের চেয়ে কম ব্যবহার করা দুটোই খারাপ ।

    ৫. কোন শব্দ রিপিট করা যাবে না । আইয়েল্টসে কোন শব্দ রিপিট না করাই ভাল । অবশ্যই আপনি রিপিট করতে পারবেন, তবে সেটা ৩-৪ বার করা উচিত নয় । অনেক সময় একটা শব্দ দু
    বার ব্যবহার না করে উপায় থাকে না ।

    ৬. আইয়েল্টস হচ্ছে একটা ট্রিক.
    আইয়েল্টস এক্সাম কোন ট্রিক না ।

    • 1093 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 27, 2020 in Mobile.
    আপনি আপনার ফোন টি বন্ধ করে আবার চালু করুন। আশা করছি ঠিক হয়ে যাবে।
    • 1182 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 26, 2020 in Education.
    এক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হওয়া যায় না।
    • 1133 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 24, 2020 in Education.

    সম্রাট আকবর।

    • 1131 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 23, 2020 in Education.

    শেখ মুজিবুর রহমান রাজনৈতিক অঙ্গনে পা রাখেন মাওঃ ভাষানী (রহঃ) এর হাত ধরে।

    • 1122 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 22, 2020 in Education.

    হাসানুল বান্না জীবনে কারাবন্দী হয়েছেন কিনা এ নিয়ে কোনো ইতিহাস নেই । তবে তার কর্মীদের কারাবন্দী করা হয়েছিল।

    শায়খ বান্না ফিলিস্তিনে ইহুদীদের উপর বিজয় লাভ ও তাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মিশর থেকে দশ হাজার যুবক পাঠানোর ইচ্ছা করলেন। এর ফলে আরবের রাজা ও স্বৈরচারীদের সিংহাসনগুলো একের পর এক পতন হত। কিন্তু তিনি ভুলবশত আরব লীগের শীর্ষ বৈঠকে এ মর্মে টেলিগ্রাম পাঠান যে, “আমি দশ হাজার যোদ্ধা নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করতে চাই। অতএব, আমাকে অনুমতি দেন।”এরপর থেকে তার বিরুদ্ধে অবিরাম ষড়যন্ত্র শুরু হয়ে যায় ।আমেরিকান প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূতেরা তার বিরুদ্ধে একত্রিত হয়ে ১৯৪৮ সালে ৬ডিসেম্বর ইখওয়ানের ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করে। অতঃপর ইখওয়ান কর্মীদেরকে কারাগারে নিক্ষেপ শুরু করে।তবে শায়খ বান্নাকে বাইরে রাখা হয়।কিন্তু, দুইমাস পর তাকেও হত্যা করা হয়।

    • 1099 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 21, 2020 in Health.

    ধন্যবাদ প্রশ্ন করার জন্য।আসলে লিঙ্গের পরিবর্তন হয় মুলত হস্তমৈথুন করলে, অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুন করলে লিঙ্গ বাক হয় বা আগা মোটা গোড়া চিকন বা গোড়া মোটা আগা চিকন হয়, তবে হস্তমৈথুন ছাড়লে ৭/৮ মাসের মধ্যই ঠিক হয়ে যায় তবে লিঙ্গ বাকা থেকেই যায় যা হালকা তবে বাকা লিঙ্গ কোন সমস্যা হয় না। আপনি যদি বিবাহিতা হোন তাহলে লিঙ্গে কালোজিরা তেল মালিস করতে পারেন তবে অবিবাহিতা হলে লিঙ্গে কোন কিছুই মালিস করবেন না। স্বাভাবিক ভাবেই জীবন যাপন করুন ও পুষ্টিকর খাবার খান।

    • 1162 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 20, 2020 in Health.

    ধন্যবাদ প্রশ্ন করার জন্য। না হস্তমৈথুন করলে শুক্রাণূ তৈরিতে বাধাগ্রস্ত হবে না।তবে বীর্যে থাকা শুক্রানু পরিমান কমে যেতে পারে অর্থাৎ পর্যাপ্ত শুক্রানু উপস্থিতি হওয়ার আগেই হস্তমৈথুন এ বীর্যপাত করলে সেই বীর্যের পর্যাপ্ত শুক্রানু থাকবে না। আর হ্যা আমাদের দৈনন্দিন জীবনে বেচে থাকার জন্য যে সব খাবার খেয়ে থাকি এবং পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাবার ও ফলমূলাদি   খাবারের মাধ্যমেই আমাদের দেহে বীর্যরস ও বীর্যে থাকা শুক্রানু উপাদান হয়। সুতারং হস্তমৈথুন বন্ধ করে এসব খাবার খেতে থাকুন। আশা করি যৌন জীবন সুস্থ্য থাকবে।

    • 1142 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 19, 2020 in Education.

    মরহুম শেখ মুজিবুর রহমান রাজনৈতিক অঙ্গনে পা রাখেন মাওলানা ভাষানী এর হাত ধরে। মাওঃ ভাষানী, মাওঃ শামসুল হক ফরিদপুরী (রহঃ) এর পরামর্শ তে শেখ মুজিবুর রহমান সবকিছু করতেন।

    যখন নির্বাচনে বিপুল ভোটে আওয়ামিলীগ বিজয় হয়েছিল,তার ঠিক আগে শেখ মুজিব পার্লামেন্টে যাওয়ার সময় মাওঃ শামসুল হক ফরিদপুরী (রহঃ) এর কাছে গিয়ে ছিলেন দোয়া চাওয়ার জন্য।

    তখন শেখ মুজিব ফরিদপুরী (রহঃ) গায়ে কোট দেখে বলেছিল যে, হুজুর কোটটি আপনাকে অনেক মানিয়েছে, তখন খুশি হয়ে ফরিদপুরী (রহঃ) কোটটি দিয়ে বলেছিলেন, যাও এটা তুই গায়ে দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে যাও, এটাই আমার দোয়া। ফরিদপুরী (রহঃ)ই শেখ মুজিবুর রহমানকে দোয়া হিসেবে একটি কোট দিয়েছিলেন।

    শেখ মুজিবর রহমান খুশি মনে তখন পাকিস্তানের পার্লামেন্টে গিয়েছিলেন আজকের মুজিবকোট বলে আখ্যায়িত কোটটি গায়ে দিয়ে ।

    • 1065 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on December 18, 2020 in Branding.

    বুদ্ধু যুগের প্রাচীন সামৃদ্ধ নগরী।

    • 1163 views
    • 1 answers
    • 0 votes