rudra's Profile

641
Points

Questions
26

Answers
38

  • Asked on June 9, 2024 in Computer.

    A computer network is a set of computers sharing resources located on or provided by network nodes. Computers use common communication protocols over digital interconnections to communicate with each other

    • 107 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on November 7, 2023 in Graphic Design.

    ফাইবার, আপওয়ার্ক-এ সফল ক্যারিয়ার গড়তে গেলে কী করতে হবে?

    এটা ফ্রিল্যান্সিং জগৎ এর সবচেয়ে পরিচিত প্রশ্ন, এটার উত্তর হিসাবে অনেকেই অনেক মতামত পেশ করেন। আমি খুব কাজ থেকে দেখা & শিখা, তাই জীবন থেকে নেওয়া কিছু পরামর্শ দিতে পারি, আশা করি কাজে দিবে।

    প্রথমত আপনাকে সিধান্ত নিতে হবে যে আপনি কি হিসাবে ফ্রিল্যান্সিং জগৎ এ কাজ করবেন?

    অল্প দিনের জন্য নাকি পুরো বাকি সময় জুড়ে?

    যদি আপনি অল্প সময়ের জন্য সিধান্ত নেন, তাহলে আমার পরামর্শ হলো ” আপনার সময় নষ্ট করার কোন দরকার নাই, তার চেয়ে বরং চাকরির জন্য প্রস্তুতি নিন, কাজে দিবে, আর যদি ফুল টাইম কাজ করার সিধান্ত নেন তাহলে নিচের পরামর্শ গুলো শুধু আপনার জন্যই।

    নিজের মন থেকে আপনার বিষয় পছন্দ করুন:

    আপনি কোন বিষয়ে কাজ করবেন তা আপনার মন থেকে আসতে হবে, কারো কথায় ভুলেও সিধান্ত নিবেন না, কারো কথায় যদি সিধান্ত গ্রহণ করেন তাহলে কিছুদিন পরেই তার প্রতি অনিহা চলে আসতে পারে, আর যদি নিজের ইচ্ছায় পছন্দ করেন তাহলে তার প্রতি কাজ করার আগ্রহ বেড়ে যাবে।

    সঠিক ভাবে কাজটা শিখায় মনোযোগ দিন:

    আপনার পছন্দের বিষয়ে যখন শেখা শুরু করবেন, তা সঠিক পদ্ধতিতে শিখুন কোন শর্টকাট পদ্ধতিতে শিখতে যাওয়া চলবে না, এতে বড় ধরণের বিপদে পরার সম্ভাবনা থেকে যায়।

    টাকা উপার্জনের করতে হবে, এর বিপরীতে আমার দক্ষতা বাড়াতে হবে, এটা মাথায় সেট করুন:

    ফ্রিল্যান্সিং এর একটা বড় সমস্যা হচ্ছে, মানুষ খুব আগ্রহ সহকারে শুরুটা করে, নিজের দক্ষতা না বাড়িয়েই টাকা উপার্জনের দিকে ধাবিত হয় ফলসৃতিতে বিপরীত ফলাফল দেখা যায়। তাই রিকুয়েষ্ট থাকবে, টাকার জায়গায় দক্ষতার দিকে মনোযোগী হন, তাহলে টাকা আপনার দিকে ছুটে আসবে।

    অবশ্যই ধৈর্য্যশীল হতে হবে:

    আপনি যদি হুট করে রাগান্বিত হয়ে পরেন তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্স করা সম্ভব নই, সাধারণ মানুষের চেয়ে একটু বেশি ধৈর্য্য ধারণ শিখতে হবে।

    অন্য মানুষের সাথে কিভাবে যোগাযোগ কিভাবে করতে হয় তা জানতে হবে:

    আপনার ক্রেতার সাথে যদি ভালোভাবে যোগাযোগই আপনি করতে না পারেন তাহলে আপনার কাজের দক্ষতা থাকলেও তা প্রকাশ করতে পারবেন না, কারণ আপনার ক্রেতার মনোভাবই তো আপনি বুঝতে পারতেছেন না, তাই যোগাযোগ কিভাবে করতে হবে তার দিকে বিশেষ নজর রাখতে হবে।

    প্রোর্টফলিও তৈরি:

    আপনার যখন ভালো ভাবে কাজটা শেখা হয়ে যাবে। তারপরে আপনার কাজের ধরণগুলোর আলাদা আলাদা প্রোর্টফলিও তৈরী করুন, যখন আপনার ক্রেতার সাথে কথা হবে তখন যাতে আপনি আপনার কাজের ধরণ প্রদশর্ন করতে পারেন। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অনেক ক্রেতা আপনার প্রোর্টফলিও দেখার পরেই আপনাকে স্বরণ করতে পারেন।

    কাজ শেখার শুরুর দিকে আপওর্য়াক & ফাইভারে একাউন্ট না খোলা:

    আপনি যখন কাজ টা শিখতে শুরু করেছেন, ঠিক কৌতূহল বসত একাউন্ট খুলবেন না, এতে আপনি & আপনার আইডির সমস্যা হতে পারে। কারণ কাজ জমা দেওয়া & কোন বার্তার উত্তর দেওয়ার উপরে সাইট গুলো আপনার উপস্থিতি & গুরুত্ব হিসাব করে রাখে।

    ৩-৪ বছর সঠিক ভাবে লেগে থাকা:

    কিছু মানুষ কপালের জোড়ে সফল হয়ে যায়, তার সংখ্যা খুবই নগন্য। তাদের মত নিজেকে না ভেবে আপনি সঠিক ভাবে ৩-৪ বছর শ্রম দিয়ে সফলতা অর্জন করবেন, এমন মন মানসিকতা তৈরী করুন। কারণ, এই রাস্তায় প্রচুর ধৈর্যের পরিক্ষা দিতে হয়।

    কিসে একাউন্ট খুলবেন, ফাইবার নাকি আপওর্য়াকে?:

    আমার মতে সহজ হচ্ছে ফাইবার, এখানে একাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন, যখন এখানের কাজর মান বেড়ে যাবে তখন আপওর্য়াকের কথা ভাবতে পারেন। ফাইবারের তুলনায় আপওর্য়াক একটু কঠিন & নিয়মকানুন কঠিন।

    ফাইবারে গিগ তৈরী করা:

    ফাইবারে আপনি যখন কাজের নমুনা তৈরি করবেন মানে গিগ তৈরী করবেন তখন অবশ্যই SEO ফ্রেন্ডলি তৈরী করবেন এতে ভিউয়ার & ক্লিক এর সংখ্যা বাড়বে & ওয়াডারো বেড়ে যাবে। ভুলেও ক্রেতার সাথে কথা বলার সময় আপনর মেইল এড্রেস বা ফোন নাম্বার দিবেন না, এতে আপনার আইডি লক হয়ে যাওয়ার সম্ভাবনা ৯৫%।

    আপওর্য়াক এ আপনার প্রোফাইল খুব ভাল ভাবে তৈরী করুন:

    আপওর্য়াকে আপনার প্রোফাইল খুব যত্ন সহকারে তৈরী করুন & আপনার কোন ইন্টো থাকলে তা ছোট একটা ভিডিও তৈরি করে যুক্ত করে দিতে পারেন। কাজের বিবরণ খুব মনোযোগ সহকরে পড়ার পরেই বিট করুন নয়তো এড়িয়ে যান, কারণ মাসে কিছু নিদিষ্ট সংখ্যা বিট ফ্রিতে পাওয়া যায়।

    আপনার জন্য শুভকামনা রইলো। হ্যাপি ফ্রিল্যান্সিং

    • 406 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on November 7, 2023 in Freelancing.

    ফ্রিলান্সিং করার জন্য কোর আই ৫ সিক্স জেনারেশন হলেই চলবে ।

    পিসির কনফিগার টা নিচে দিলাম ।

    Processor – Cor i5 6th or 7th Gen

    Ram – 8 GB

    SSD – 300 GB হলে হবে

    এই কনফিগারেরে মধ্যে নিলে 45 হাজারের মধ্যেই হয়ে যাবে ।

    আর যদি রিকন্ডিশন নেন তাহলে ৩০ হাজারেই হয়ে যাবে । রিকন্ডিশন হল যে ল্যাপটপ গুলো ব্যাবহার হয়েছে । তবে এগুলো বাহিরের । দেখতে একদম নতুনের মতই । আপনি চাইলেই নিতে পারেন । আমি ও রিকন্ডিশন ল্যাপটপ ব্যাবহার করছি ।

    ধন্যবাদ

    • 197 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on November 7, 2023 in Logo Design.

    আপনি চাইলো freelencer এ একটা একাউন্ট করতে পারেন এবং সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারেন এই ক্ষেত্রে আপনি লোগো ডিজাইনে অগ্রাধিকার দিবেন এবং একটু ভিন্নধর্মী ডিজাইন করার চেষ্টা করবেন। প্রতিটি ডিজাইন করার সময় তা জেতার লক্ষ নিয়ে কাজ করবেন এভাবে যদি কাজ করে যেতে পারেন তো ইনশাআল্লাহ একদিন ভালো লোগো ডিজাইনার হতে পারবেন।

    • 448 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on November 7, 2023 in Logo Design.

    প্রথমেই যদি বলি তাহলে বলতে হয় coca cola এর কথা।

    দুনিয়াতে তো অনেক লোগোই আছে তাও কেন জানি এইটা অনেক ভাল লাগে।

    দুনিয়াতে বহু লোগো রয়েছে। কিন্তু আমার কেন যেন বেছে বেছে একদম সিম্পল যেই লোগো সেগুলো বেশি ভালো লাগে। আর দেখবেন বেশির ভাগই হচ্ছে গাড়ি বা car লোগো। কারন এর প্রতি একটা অন্যরকম ভালবাসা রয়েছে।

    • 183 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on November 7, 2023 in Freelancing.

    ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য

    ওয়েব ডিজাইনে (UI /UX ) এর কথা খুব শোনা যায়।

    UI – user interface এবং UX – User Experience

    এক কথায় বলতে গেলে আপনি একটি (ওয়েবসাইট ,অ্যাপ্লিকেশন ) যাই বিল্ড করুন তা বাহ্যিক দেখতে কেমন হবে সেটাই UI , আর ইউসার আপনার বিল্ড করা UI ব্যবহার করে যে experience পাবে সেটাই UX

    উদাহরণ হিসেবে ফেসবুকের UI নিয়ে বললে – ফেইসবুক এর নেভবার রয়েছে নোটিফিকেশন আইকন ,মেসেঞ্জার আইকন ইত্যাদি বিষয় গুলো সাজিয়ে রাখা হয়েছে। পোস্ট এর জন্য একটি সেকশন করা হয়েছে। যেখানে পোস্ট দাতার ছবি ছোট একটি বৃত্ত এর মধ্যে দেখানো হয় এবং তার পাসে তার প্রোফাইল নাম ,তার নিচে পোস্ট এর সময় কাল , ডে সেকশন ,ফটো সাইজ ইত্যাদি বিষয় গুলো যেভাবে সাজানো রয়েছে এই সকল বিষয় গুলো হলো ফেইসবুক এর UI এবং আমি -আপনি এই UI ব্যবহার করে যে (ভালো /মন্দ ) এক্সপেরিয়েন্স পাচ্ছি তা UX

    আশা করি বিষয়টি কিছুটা হলেও বুঝতে পেরেছেন

    • 202 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on November 7, 2023 in Logo Design.

    ফ্রিল্যান্সিং লোগো ডিজাইন সেবা দেওয়ার মূল্য বিভিন্ন ফ্যাক্টরে নির্ভর করে, যেমন:

    1. ডিজাইনারের দক্ষতা ও অঙ্কনা: যে দক্ষতা এবং অঙ্কনা একজন লোগো ডিজাইনার আছে সেটা মূল মূল্যের একটি ফ্যাক্টর। একজন অধিক দক্ষ ডিজাইনার অধিক দাম দিতে পারেন।
    2. লোগো ডিজাইনের সময়: কতটুকু সময় লাগবে একটি লোগো ডিজাইন করার জন্য সেটি মূল্যের একটি অন্য ফ্যাক্টর। কিছু লোগো মাত্র কয়েক ঘণ্টা নেয়, যখন অন্য সময় দিনের দিন লাগতে পারে।
    3. প্রজেক্টের সম্পর্কে: লোগো ডিজাইনের জন্য প্রজেক্টের প্রয়োজনীয়তা ও ব্যবসা প্রস্তাবনা উপর নির্ভর করে মূল্য বিভিন্ন হতে পারে। একটি কমপ্লেক্স প্রজেক্ট এবং আপনার লোগো ডিজাইন সম্পর্কিত বিশেষ প্রয়োজনীয়তা সম্পন্ন হলে, তা অধিক মূল্যের হতে পারে।
    4. ব্যক্তিগত পছন্দ: লোগো ডিজাইনের স্টাইল এবং কর্মকাণ্ডের ব্যক্তিগত পছন্দ ও আগ্রহের সাথেও মূল্য সম্পর্কিত হতে পারে। যে ডিজাইনারের স্টাইল আপনার পছন্দ হয়, তাকে সাথে কাজ করার মূল্য হতে পারে।
    5. বেঞ্চমার্ক মূল্য: আপনার স্থানীয় বাজারে লোগো ডিজাইন সেবা এর বেঞ্চমার্ক মূল্য আছে তা মূল্যের একটি নির্ভরণ হতে পারে।

    এই ফ্যাক্টরগুলির সমন্বয়ে, লোগো ডিজাইনের মূল্য বিশেষ ব্যক্তির বা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হতে পারে। আপনি স্বতঃস্ফূর্ত অথবা অনলাইনে প্রফেশনাল লোগো ডিজাইনারের সাথে যোগাযোগ করে তাদের মূল্য জানতে পারেন এবং তাদের সাথে আপনার প্রজেক্টের প্রয়োজনীয়তা ও বাজেট নিয়ে আলোচনা করতে পারেন।

    • 178 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on November 7, 2023 in Website.

    ওয়েব সাইট ডিজাইন ভালোভাবে করতে পারলে অবশ্যই তার ভাল চাহিদা রয়েছে। কারণ বর্তমানে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা সবকিছুই অনলাইন ভিত্তিক। যেমন এই করনাকালীন সময়ে সব থেকে বেশি লাভবান হচ্ছেন অনলাইন ব্যবসায়ীরা।

    উল্লেখযোগ্য ই- কমার্স, রেস্টুরেন্ট ব্যবসা।

    সেক্ষেত্রে ECommerce Website , Restaurant Management System ইত্যাদি এর চাহিদা ব্যপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি ভাল ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এক্ষেত্রে আপনি আপনার দক্ষতা কাজে লাগিয়ে সহজেই লাভবান হতে পারবেন।

    আগ্রহী হলে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে শেখা শুরু করে দিতে পারেন। তবে নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে।

    • 469 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on November 7, 2023 in Logo Design.

    না। এতে করে আপনি সাময়িক হয়তো কিছু কাজ পেতে পারেন কিন্তু বেশি দিন কাজনকরতে পারবেন না। একটি লোগো তৈরির ক্ষত্রে অনেক ধরনের বিষয় মাথায় রাখতে হয় আপনার ক্লাইন্ট অনেক ধরনের চাহিদা দিতে পারে তখন আপনি তা সম্পূর্ণ ভাবে পরিপূর্ন করতে পারবেন তা।

    এছাড়াও আপনি যদি লোগো ডিজাইন থেকে ভালো পরিমানে আয় করতে চান তো আপনাকে এর বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে যা আপনি ফ্রি লোগো তৈরি করার সাইটে পাবেন না।

    • 432 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on November 7, 2023 in Logo Design.

    একটি ভাল লোগো ডিজাইনার খুঁজতে হলে নিম্নলিখিত কিছু পদক্ষেপ অনুসরণ করতে পারেন:

    ১. অনলাইনে অনুসন্ধান করুন: অনলাইনে একটি প্লাটফর্মে লোগো ডিজাইনারদের প্রোফাইল দেখতে পারেন, যেমন – BehanceDribbble, ইত্যাদি। এছাড়া আপনি গুগল সার্চ করে লোগো ডিজাইনারদের নাম ও ঠিকানা পেতে পারেন।

    ২. একটি অনলাইন লোগো ডিজাইন প্ল্যাটফর্ম ব্যবহার করুন: এই ধরনের ওয়েবসাইট এবং এপ্লিকেশন সম্পর্কে পড়ুন যেখানে লোগো ডিজাইনার আপনার প্রজেক্ট নিজে সম্পাদন করতে পারেন।

    ৩. সাম্প্রতিক প্রজেক্ট দেখুন: আপনি সম্ভবত আপনার সম্পর্কে একটি লোগো ডিজাইনার জানেন যে একটি বিশেষ কাজ সম্পাদন করতে পারেন। যদি আপনি সম্ভবত একটি সাম্প্রতিক প্রজেক্ট নিয়ে উন্নয়ন করছেন, তবে আপনি সে লোগো ডিজাইনারের সাথে যোগাযোগ করতে পারেন।

    ধন্যবাদ

    • 430 views
    • 1 answers
    • 0 votes