641
Points
Questions
26
Answers
38
-
Asked on August 23, 2020 in Mobile.
পৃথিবীতে মোট কতটি মোবাইল কোম্পানি আছে তা বলা মুশকিল তবে পৃথিবীর সেরা মোবাইল কোম্পানির নাম বলছি
বিশ্বে সবথেকে বেশি ব্যবসা করা স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানির তালিকা
1/6
স্মার্টফোনের বাজারে পৃথিবীর সবথেকে বেশি ব্যবসা করা মোবাইল প্রস্তুতকারী সংস্থা হল স্টিভ জোবসের অ্যাপেল। একটা সময় গোটা পৃথিবীর স্মার্টফোন বিক্রির বাজারের ৮৬ শতাংশই আধিপত্য ছিল অ্যাপেলের। সেই আধিক্য কমে অ্যাপেল এখন ৬০ শতাংশ বাজার দাপাচ্ছে।
2/6
অ্যাপেলের পরই স্মার্টফোনের বাজারের দখল নিয়েছে স্যামসাং। বিশ্বের স্মার্টফোন বাজারের ২৬ শতাংশ দখল রয়েছে এই কোরিয়ান কোম্পানির। দক্ষিণ কোরিয়ার এই মোবাইল সংস্থা নির্মিত ‘নোট এইট’ একটা সময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।
3/6
মার্কিন সংস্থা অ্যাপেল এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের পরই এই তালিকায় রয়েছে চিনা কোম্পানি হুয়েই। স্মার্ট ফোন ছাড়াও নেটওয়ার্কিং গ্যাজেট তৈরিতেও এর বেশ নামডাক আছে।
4/6
বর্তমান সময়ে সবাইকে তাক লাগিয়ে স্মার্টফোনের অভাবনীয় পারফর্ম্যান্স ওপো মোবাইলের। উল্লেখ্য, এই সংস্থাই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে রেকর্ড টাকায় চুক্তি স্বাক্ষর করেছে। এখন বিরাট কোহলিদের স্পন্সরও ওপো মোবাইল।
5/6
হুয়েই, ওপো মোবাইল ছাড়াও আরও এক চিনা কোম্পানি ভিভো, স্মার্টফোনের বাজারের কিঞ্চিৎ দখল নিয়েছে। মূলত এর ক্যামেরা ফিচার্সই মোবাইল বিক্রির ইউএসপি।
6/6
শাওমি বাজারে আসার পর থেকেই এর চাহিদা আকাশ ছোঁয়া। অনলাইন সেলে এখনও পর্যন্ত শাওমি যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয়।
- 983 views
- 1 answers
- 0 votes
-
Asked on August 20, 2020 in Science.
একটা লাশ পাওয়া গেলো। সেখানে পুলিশ আসলো, সাথে ফরেনসিক বিভাগের কিছু লোকেরাও ছিলো এবং তারা লাশটা কিছুটা ঘাটাঘাটি করেই বলে দিলো লোকটা কতক্ষন আগে মারা গেছে। এরপর ময়না তদন্তের পর ল্যাবে নিয়ে কিছু পরীক্ষা করেই তারা বলে দিতে পারলো যে লোকটি আসলে কিভাবে মারা গেছেন।”
CID দেখে থাকলে আপনি অবশ্যই এই ঘটনার সাথে খুবই ভালোভাবে পরিচিত। তবে কথা হলো এরা কিভাবে বলে দিতে পারে যে একজন ব্যক্তি কখন মারা গেছে?
এইক্ষেত্রে শুধু একটা না অনেকগুলো বিষয় খেয়াল করা হয় এবং ভালোভাবে এই বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তিই কেবল বলতে পারেন উক্ত ব্যক্তি কখন এবং কিভাবে মারা গেছেন। প্রথমে বলি যে মৃত্যুর সময় কিভাবে নির্ধারণ করেন।
মৃত্যুর সময় নির্ধারণ (ল্যাবের বাইরে):
- Body temperature: একজন জীবিত মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত ৯৮.৬ ডিগ্রী ফারেনহাইট এর মতো এবং মৃত্যুর পর তা ধীরে ধীরে কমতে থাকে (সাধারণত প্রতি ঘণ্টায় ১-২ ডিগ্রী) যতক্ষণ পর্যন্ত কক্ষের তাপমাত্রার সমান না হয়ে যায়। এছাড়াও একজন ব্যক্তির রক্তে অ্যালকোহল এর মতো কোনো উপাদান থাকলেও তা ফলাফল অনেকখানি পরিবর্তন করে দিতে পারে। তাই কক্ষের তাপমাত্রায় দেহটা পৌঁছানোর পূর্বে যদি একজন অভিজ্ঞ ব্যক্তি দেহটা পর্যবেক্ষণ করেন তবে উক্ত স্থানেই বলে দিতে পারেন কত সময় পূর্বে সে মারা গেছে।
- Degree of Rigor Mortis: একজন ব্যক্তির মৃত্যুর পর ধীরে ধীরে তার সম্পূর্ণ দেহের সকল পেশি শক্ত এবং সঙ্কুচিত হতে থাকে এবং সাধারণত ১৫ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ সঙ্কুচিত এবং শক্ত হয়ে যায়। এর মধ্যে একজন ডক্টর বা ফরেনসিক বিশেষজ্ঞ দেখেই মৃত্যুর সময় বলে দিতে পারেন।
- Degree of Decomposition: যদিও সদ্য মৃত্যুর ক্ষেত্রে এই পদ্ধতিতে সঠিকভাবে কিছু বলা সম্ভব না, তবে কিছু সময় যাবত যদি মৃত্যু হয়ে থাকে এবং লাশ পঁচতে শুরু করে দেয় তবে পঁচার অবস্থা দেখে মৃত্যুর সময় বলা সম্ভব। অবশ্য আশেপাশের অবস্থার উপর এই পদ্ধতিটা নির্ভরশীল। যেমন: স্বাভাবিক তাপমাত্রায় একটি লাশ যত সময়ে পঁচা শুরু করবে, স্বাভাবিকের চেয়ে গরম কিংবা ঠান্ডা তাপমাত্রায় একই গতিতে পঁচবে না।
- Digestion/contents of stomach (ল্যাবের ভিতর): পাকস্থলীতে অবস্থিত খাবার এবং উক্ত খাবারের হজম অবস্থা দেখে মৃত্যুর সময় নির্ধারণ করা সম্ভব।
- Eye condition: মৃত্যুর পর সাধারণত চোখের আশেপাশে যেটুকু পানি থাকে তা ধীরে ধীরে একটা নির্দিষ্ট সময়ে শুকিয়ে যায় এবং চোখের আইরিস এর আকারেও কিছুটা পরিবর্তন আসে যা দেখে বুঝা সম্ভব ব্যক্তি কখন মারা গেছেন।
- Skin condition: রক্ত চলাচল বন্ধ হয়ে যাবার কারণে চামড়া শুকিয়ে যায় এবং আর আগের মতো নমনীয় থাকে না যা দেখে বলা সম্ভব ব্যক্তি কখন মারা গেছেন। (পানিতে ডুবানো লাশের ক্ষেত্রে পঁচন একটা আলাদা নির্দিষ্ট সময়ে এবং পরিমাণে হতে থাকে)
- Oral conditions: মুখের ভিতর অবস্থিত আণুবীক্ষণিক জীবাণুর অবস্থা থেকেও মৃত্যুর সময় নির্ধারণ করা সম্ভব।
- Blood pooling: যেহেতু রক্ত চলাচল মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায় তাই শরীরের বাকি রক্তগুলো একসাথে মধ্যকর্ষণ বলের কারণে দেহের যেকোনো একস্থানে জমা হতে থাকে। যদি রক্ত জমাট না বাঁধে তবে বলা যায় কিছুক্ষন আগেই মৃত্যু ঘটেছে।
- Condition of insects: সাধারণত পুরনো মৃত্যুর ক্ষেত্রে দেহে পঁচন ধরা শুরুর পর যেসকল পোকামাকড় সাধারণত শরীরের মাংস খেতে শুরু করে তাদের অবস্থা দেখেও মৃত্যুর সময় বলে দেওয়ার মতো জ্ঞান এবং ক্ষমতা ফরেনসিক বিশেষজ্ঞদের থাকে।
মৃত্যুর কারণ নির্ধারণ:
মেডিক্যাল প্রফেশনাল হিসেবে যিনি ময়না তদন্ত করে থাকেন তাকে Pathologist বলা হয়। pathology হলো চিকিৎসা বিজ্ঞানের এমন একটা বিভাগ যেইটা সাধারণত ল্যাবে পরীক্ষার মাধ্যমে রোগ এবং মৃত্যুর কারণ সম্পর্কে পড়াশুনা এবং কাজ করে। একজন ব্যক্তির সঠিক মৃত্যুর কারণ নিশ্চিত করতে উক্ত ব্যক্তির দেহের উপর এবং দেহের বিভিন্ন অংশের উপর একজন Pathologist বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই কেবল নিশ্চিতভাবে বলতে পারেন যে উক্ত ব্যক্তি কিভাবে মৃত্যুবরণ করেছেন। উদাহরণস্বরূপ: যখন একজন ব্যক্তি মারা যান এবং তার লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় তখন নিশ্চয়ই একজন ব্যক্তি এসে মৃত ব্যক্তির মেডিক্যাল হিস্টোরি জানতে চান এবং সকল কিছু নোট করে নিয়ে যান। এরপর ধরুন যদি তার পূর্বে Cardiovascular অথবা হৃদপিণ্ডের কোনো সমস্যা থাকে তবে প্রথমেই হৃদপিন্ডে পরীক্ষা করে দেখা হবে অ্যাটাক বা ফেইলিয়ারে মারা গেছেন কি না। এরপর ব্রেইন এবং শরীরের অন্যান্য কোষের অবস্থা, কোনো ভাইরাস কিংবা ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধি, শরীরে বিষ জাতীয় কোনো কিছুর উপস্থিতি ইত্যাদি একের পর এক পরীক্ষা করে শেষে মৃত্যুর সঠিক একটা কারণ নিশ্চিত করা হয়। যদি কোনো কারণে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব না হয় তবে, “অনিশিত কারণবশতঃ মৃত্যু” এই ধরণের কিছু রিপোর্টে লিখে দেওয়া হয়।
- 980 views
- 1 answers
- 0 votes
-
Asked on August 18, 2020 in Mobile.
আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে অ্যাপেল আইফোন শুরু থেকেই তাদের ফোনে নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করে আসছে। তাতে কিন্তু কারো কোন মাথার ব্যাথা ছিল না। কিন্তু যেই স্যামসাং তাদের গ্যালাক্সি এস৬ ফোনে নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করে দিল তাতেই হাজারটা মন্তব্যের সূচনা ঘটতে আরম্ভ করে দিল। যাই হোক, অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন থাকে যে নন-রিমুভেবল ব্যাটারি ওয়ালা ফোন বেশি ভালো না রিমুভেবল ব্যাটারি ওয়ালা ফোন বেশি ভালো? আবার আমরা প্রায় সবাই মানুষের শোনা কথা নিয়ে বেশি নাচতে পছন্দ করি।
আপনাকে হয়তো কোন বন্ধু এসে বল্ল যে নন-রিমুভেবল ব্যাটারি ফোন একদম বেকার, ব্যাটারি খোলা যাবে না, একদমই কেনা উচিৎ নয়। আর সেটা শুনে আপনিও তালে তাল মেলালেন। আর আপনিও আরো ১০ জন বন্ধুকে গিয়ে একই গান শুনালেন।
নন-রিমুভেবল ব্যাটারির প্রয়োজনীয়তা
আগের দিনের ফোনে কিন্তু এমনটা হতো না কিন্তু আজকের দিনে এটি একটি ট্রেন্ডে পরিণত হয়েছে যে আপনার ফোনের ব্যাটারি নন-রিমুভেবল হবে [স্মার্টফোন ব্যাটারির বিশেষ যত্ন নেবার উপায় সমূহ]। এর পেছনে আসলে আলাদা আলদা দুই তিন কারন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।
- নন-রিমুভেবল ব্যাটারি ব্যাবহারের সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ কারনটি হলো আপনার ফোনের ডিজাইন অনেক ভালো বানানো সম্ভব হয়। আপনার ফোনে যদি একটি নন ইউজার রিমুভেবল ব্যাটারি থাকে তবে আপনার ফোনের ডিজাইন অনেক স্লিম হওয়া সম্ভব হবে, আপনার ফোন ওজনে অনেক হালকা হওয়া সম্ভব হবে। আপনার ফোনটি মেটাল দিয়ে বানানো সম্ভব হবে এবং ফোনের ডিজাইন প্রিমিয়াম হওয়া সম্ভব হবে। কিন্তু আপনার ফোনে যদি ইউজার রিমুভেবল ব্যাটারি থাকে তবে ফোনের ডিজাইন মোটা হতে পারে, ওজনে ভারি হতে পারে। ফোনের পেছনের অংশে হয়তো প্ল্যাস্টিক ব্যবহার করা থাকবে ফলে ফোনে প্রিমিয়াম লুক দেখতে পাওয়া যাবে না। তো ফোনের লুক পরিবর্তন করতে এবং একটি ভালো ফোন তৈরি করতে আমাদের প্রয়োজন পরে নন-রিমুভেবল ব্যাটারির।
- আগের দিনে, নোকিয়া ফোন গুলোর ক্ষেত্রে যখন ২-৩ বছরের মধ্যে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যেতো তখন বাজার থেকে যেকোনো সস্তা ব্যাটারি কিনে নিয়ে এসে ব্যবহার করা হতো। সে সব ব্যাটারির কোয়ালিটি একদম বেকার হতো। আবার নোকিয়ার নামেই অনেক নকল ব্যাটারি কিনতে পাওয়া যেতো। কিন্তু ঐ সকল ব্যাটারি এনে ফোনে লাগানোর পরে কিছু দিন পর দেখা যেতো যে ব্যাটারি ফোনের ভেতর ফুলে গেছে। আবার কখনো কখনো ফোনের ব্যাটারিতে সর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে এমনটাও শুনতে পাওয়া যেতো। কিন্তু দোষ কাকে দেওয়া হতো? আপনার ফোন কোম্পানিকে। বলা হতো আরে ভাই অমুক কোম্পানির ফোন ব্লাস্ট হয়ে গেছে [মোবাইল ফোন ব্যাবহারে কি আপনার কোন ক্ষতি হতে পারে? বিস্তারিত জানুন]। তো এই অবস্থায় এখন মোবাইল প্রস্তুতকারী কোম্পানিরা ভাবে যে তারা তাদের ফোনে একটি সিল্ড ব্যাটারি লাগিয়ে দেয়। যাতে একজন সাধারন ইউজার তা না খুলতে পারে। এবং ব্যাটারি নষ্ট হলে কেবল মাত্র অনুমোদিত সার্ভিস সেন্টারে সেটি রিপ্লেস করানো হয়। ফলে ব্যবহারকারী একটি সস্তা ব্যাটারি না লাগিয়ে বরং একটি ভালো মানের আসল ব্যাটারি লাগাতে পারে। এর ফলে আপনার সুরক্ষাও বজায় থাকবে এবং কোম্পানির সুনামও বজায় থাকবে।
- তৃতীয় কারন হলো ব্যাটারি পরিবর্তনের সময় দেখতে পাওয়া যায় আপনার ফোন কোম্পানি দ্বারা প্রস্তুতকৃত ব্যাটারির মূল্য একটু বেশি হয়ে থাকে। যেমন মনে করুন আপনার ফোনে রিমুভেবল ব্যাটারি লাগানো আছে। এবং আপনি পরিবর্তন করতে যাওয়ার সময় দেখলেন যে আপনার ফোন কোম্পানির ব্যাটারির দাম দুই হাজার টাকা এবং একই মানের অন্য কোম্পানির ব্যাটারির দাম ১৫০০ টাকা। তো কেন আপনি ৫০০ টাকা বেশি খরচ করবেন, যেখানে অন্য কোম্পানি কম টাকায় একই মান সরবরাহ করছে। তো এই অবস্থায় ফোন কোম্পানি বেশি মুনাফা অর্জন করা থেকে বাঁধা পায়। এজন্য কিছু কোম্পানি তাদের ফোনে নন-রিমুভেবল ব্যাটারি লাগানোর সিদ্ধান্ত এই জন্য নেয় যে ব্যবহারকারী তাদের কাছেই ব্যাটারি পরিবর্তন করতে আসবে। এবং এতে তারা সামান্য বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হবে।
দেখুন, আপনি যদি সেই ব্যাক্তিটি হোন, যিনি নেক্সট আইফোন বা গ্যালাক্সি ফোনে রিমুভেবল ব্যাটারি আশা করছেন, তো দুঃখিত সেটা আর জীবনেও হয়তো সম্ভব হবে না। উপরের আলোচনা থেকে হয়তো পরিষ্কারই বুঝতে পারছেন রিমুভেবল ব্যাটারি স্মার্টফোন থেকে কাজের জন্যই সরিয়ে ফেলা হয়েছে। এটা হেডফোন জ্যাক সরিয়ে ফেলার মতো অযৌক্তিক ছিল না। মোটা সাইজ, সস্তা ডিজাইন, আর আরো বেটার যন্ত্রপাতি ফিট করার লক্ষে রিমুভেবল ব্যাটারি স্মার্টফোন ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে ফেলা হয়েছে। আর এটাই উত্তম সিদ্ধান্ত!
- 958 views
- 1 answers
- 0 votes
-
Asked on June 13, 2020 in Accessories.
টাকার অংক যখন শব্দের সাহায্যে লেখা হয় ( in words ), তাতে যাতে অসদুপায়ে কেউ টাকার পরিমাণ বৃদ্ধি না করতে পারেন, সে উদ্দেশ্যেই টাকার পরিমাণ লেখার শেষে, “মাত্র” লেখার রেওয়াজ।
সাধারণত: ব্যাংক বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে, এটি একটি আর্থিক নিরাপত্তামূলক ব্যবস্থা।
টাকার পরিমাণ শুধু পঞ্চাশ হাজার লিখলে, তার পেছনে, আরো টাকার পরিমাণ যোগ করার সুবিধে থাকে। পঞ্চাশ হাজারের পেছনে, লিখে দেওয়া যেতে পারে, নয়শো নিরানব্বই, বা পঞ্চাশ লাখের পেছনে লিখে দেওয়া যেতে পারে, নিরানব্বই হাজার নয়শো। কিনতু, পঞ্চাশ হাজারের পেছনে মাত্র লিখলে, তার পেছনে আরো টাকার পরিমাণ লিখলে, এ নিয়ে প্রশ্ন উঠবে যে “মাত্র” লেখার পরে আবার টাকার পরিমাণ আসবে কেন ?
কেউ টাকার পরিমাণ, পঞ্চাশ লিখলে এবং শেষে মাত্র না লিখলে, পঞ্চাশ শব্দটির পিছনে, হাজার বা লক্ষ বা কোটি শব্দগুলি যোগ করার সুবিধে থাকছে।
আর্থিক লেনদেনের ক্ষেত্রে, অসদুপায় অবলম্বনের চেষ্টাকে প্রতিহত করতেই এ ব্যবস্থা এবং টাকার যে কোনো পরিমাণের ক্ষেত্রেই, পরিমাণ শব্দের সাহায্যে লেখার পর, “মাত্র” প্রযোজ্য।
- 986 views
- 1 answers
- 0 votes
-
Asked on June 13, 2020 in Mobile.
আপনি ফোন রিসেট করার মাধ্যমে ফোন আনলক করতে পারবেন।
আপনি প্রথমে আপনার মোবাইলটি বন্ধ করে নিন । এরপর ডিভাইসটি চালু করার সময় Power button + Volume up অথবা Power button + Volume Down button একসাথে চেপে ধরে ডিভাইসটি অন করুন। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে।
বিভিন্ন কম্পানির ডিভাইসে এই পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে, তাই এটা কাজ না করলে নিচেরগুলো ট্রাই করুন।- Volume Down+ Volume Up+ Power button
- Volume Down+ Power button
- Volume Up+ Power button
- Volume Up+ Camera button
- Volume Up+ Home+ Power button
- Home+ Camera button
- Home+ Power button
উপরের যে কোন একটি কম্বিনেশন অবশ্যই কাজ করবে বলে আশা করি। এই কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড-এ যাবেন সেখানে “wipe data/ factory reset/ factory format/backup data/ restore data/ reboot system” স্মার্টফোন ভেদে এজাতীয় যে কোন কিছু লেখা দেখা যাবে, তা সিলেক্ট করুন। (এখানে টাচ কাজ করবে না, এজন্য আপনাকে ভলিউম আপ ডাউন বাটনের সাহায্য নিতে হবে।) সিলেক্ট করার পর ইয়েস এবং নো অফশন থেকে “Yes” সিলেক্ট করতে হবে।
এছাড়াওসিলেক্ট করার জন্য ব্রান্ডভেদে হোম বাটন বা পাওয়ার বাটন কাজ করতে পারে। সবশেষে সেটটি রিবুট করুন । আশা করি বুঝতে পেরেছেন।
(বিঃদ্রঃ ফোনটি অন করার পর গুগল একাউন্ট স্ক্যান করতে চাইবে এরজন্যে কিছু গুগল একাউন্ট জনিত ইনফরমেশন পাসওয়ার্ড লাগবে। সুতারাং, সবকিছু নিজ দ্বায়িত্বে করবেন।)- 1025 views
- 1 answers
- 0 votes
-
Asked on June 11, 2020 in Graphic Design.
There are so many ways to get good quality logo and design. You can hire freelancers for it or it can also be created by online logo maker tools. But If you want professional logo then I’d suggest you to order your logo in a logo designing company.
There are a lots of online companies where you can order. Among them these are the best and trusted companies.
- 5dollargraphics (Order your logo only at 5$, cheap but high quality)
- LogoMyface (Orders start from 69$, quality at its best)
- 99Design (Creative platform that unites designers and customers. Get the best custom design.)
- Fiverr (Affordable Freelance Graphic Design Services)
- 452 views
- 1 answers
- 0 votes
-
Asked on June 9, 2020 in Internet.
Yes you can.
- Record the song for 10 seconds
- Then It will be processing your recording.
- After a few seconds you will show the music name.
- 454 views
- 1 answers
- 0 votes
-
Asked on June 8, 2020 in Computer.
I will suggest you Wondershare video Converter
To Reduce the size you can follow those steps.
1. Just add the file that you want to reduce the size
2. Change the resolutions according to devices.
3. Click on Convert or Compress
This will take few mutinies time to compress the video. It will not lose pictures and audio qualities.
- 384 views
- 1 answers
- 0 votes
-
Asked on June 7, 2020 in Computer.
The Mac’s user interface is deliberately slowed down to show animations. Minimise a window, and you’ll see what I mean.
This makes it appear smoother, the cost is that most UI actions take a few milliseconds longer than they have to.
Windows 10 shows animations for many UI actions too, though they tend to be faster and less glamorous than the Mac.
So it’s a value judgement, you can have a UI appear a little smoother, but everything runs a tiny bit slower so you can see animations, or you can have everything run faster, but some actions will seem a little jerky.
Personally I prefer the latter, but I understand why people prefer the former.
- 530 views
- 1 answers
- 0 votes
-
Asked on June 6, 2020 in Computer.
1 . Open Windows PowerShell as Administrator
Method 1:
- Press Windows Key + R on your keyboard
- Key in PowerShell and hit Enter.
- Right click on the PowerShell icon on the taskbar and select Run as Administrator.
Method 2:
- Right click Start button
- Choose Command prompt (Admin)
- Key in Powershell in the black window and hit Enter.
- Paste the following command in the Administrator: Windows PowerShell window and press Enter key:Get-AppXPackage -AllUsers | Foreach {Add-AppxPackage -DisableDevelopmentMode -Register “$($_.InstallLocation)\AppXManifest.xml”}
- Wait for PowerShell to execute and complete the command. Ignore the few errors (in red color) that may pop up.
- When it finishes, try hitting Start and hopefully it’ll start working. If not, this solution won’t apply to you, unfortunately.
Are you able to solve it for you by following the procedure mentioned above or it fails? If it it fails, do make sure that you ran Powershell as Administrator (window will be called Administrator: Windows PowerShell ) and gave the command enough time to execute.
Still no luck? You can get everything to work fine by creating a new user account and working under it. You will lose some of your user data, but most of the files and documents can be transferred over by copying the data from Desktop, Documents, Picture and other libraries.- 400 views
- 1 answers
- 0 votes