591
Points
Questions
32
Answers
28
-
Asked on June 9, 2024 in Islamic History.
The cultural values of Islam include intense religious observance based on faithfulness to Allah and the teachings of Muhammad. They also include a strong sense of community in the religious and familial sense and a strong desire to build up a faithful Muslim society.
- 89 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 20, 2023 in Science.
আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি স্পাইরাল ডিস্ক-অর্থাৎ সর্পিলাকার চাকতির মতো। যেটা দেখতে অনেকটা মশার কয়েলের মতো। আবার মশার কয়েলের মতো ঠিক সমতলও নয়। আছে দোমড়ানো ভাব।
বিশেষ করে এর গ্যালাক্সির বাইরের দিকে বাহুগুলো বেশখানিকটা বাঁকা। মশার কয়েল জলীয় বাষ্প ধরে ড্যাম হয়ে গেলে সেটা আর সমতল থাকে না, বাঁকাচুরা একটা ভাব দেখা দেয়। আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সিরও তেমন বাঁকাচুরা অর্থাৎ দোমড়ানো ভাব আছে। মিল্কিওয়ে তো আর মশার কয়েল নয়, জলীয়বাষ্প ধরে ড্যাম হয়ে যাবে! তাহলে এর এই দোমড়ানো ভাবের কারণটা কী?
বহুদিন ধরে এ প্রশ্নের উত্তর খুঁছছিলেন বিজ্ঞানীরা, কিন্তু পাওয়া যাচ্ছিল না সঠিক কারণ।অবশেষ সেই কারণ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের একদল গবেষক ব্যাখ্যা করেছেন। তাঁরা জানিয়েছেন, ডার্ক ম্যাটারের কারণেই গ্যালাক্সি এভাবে দুমড়েমুচড়ে গিয়েছে।
তাঁরা জানাচ্ছেন, আমাদের মিল্কিওয়ে দেখতে সর্পিল ও চ্যাপ্টা চাকতির মতো হলেও একে চারপাশ থেকে ঘিরে আছে ডার্ক ম্যাটারের এক বিশাল গোলক, যা দৃশ্যমান নয়, শুধু মহাকর্ষীয় আকর্ষণের কারণেই এর অস্তিত্ব শনাক্ত করা যায়।জ্যোতির্পদার্থবিদরা মনে করছেন, এই আবিষ্কার যেমন মিল্কিওয়ের জন্ম ও বেড়ে ওঠা সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করবে, তেমনি অজানা ও রহস্যময় ডার্কম্যাটারের সম্পর্কেও আরো বিশদে জানতে সাহায্য করবে।
ডার্কম্যাটারের চরিত্র ও বৈশিষ্ট্য নিয়েও বহুদিন গবেষণা করছেন বিজ্ঞানীরা। নতুন এই গবেষণার পর জানা যাবে, মহাকাশের গ্যালাক্সিগুলোর বিকাশে ডার্কম্যাটার কিভাবে প্রভাব ফেলে।
ডার্ক ম্যাটার দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের কাছে প্রহেলিকা হয়ে আছে। গোটা মহাবিশ্বের মোট যত বস্তু আছে, তার ৮৫ শতাংশই ডার্ক ম্যাটার। মাত্র ১৫ শতাংশ দৃশ্যমান বস্তু।অর্থাৎ মহাকাশে যত গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, ধুলাবালি দেখি, তা মহাবিশ্বের মোট পদার্থের মাত্র ১৫ শতাংশ।
প্রতিটা গ্যালাক্সিতেই আছে ডার্কম্যাটারের অস্তিত্ব। এটা আসলে সৌভাগ্যের বিষয়। যদি ডার্ক ম্যাটার না থাকত, আমাদের গ্যালাক্সি তার নক্ষত্র-গ্রহ-উপগ্রহ-গ্রহাণু নিয়ে যে বেগে ঘোরে, সেটা ভয়ংকর বিপর্যয় ডেকে আনত। কারণ ঘোরার বেগ এত বেশি যে এর প্রভাবে গ্রহ-নক্ষত্রগুলো ছিটকে মহাবিশ্বে হারিয়ে যেত।ডার্ক ম্যাটারের মহাকর্ষীয় টান এদেরকে একত্রে ধরে রাখে। অর্থাৎ গ্যালাক্সিতে গ্রহ-নক্ষত্রদের আটকে রাখার জন্য ডার্ক ম্যাটার আঠার মতো কাজ করে।
২০২২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষকদলটি একটা গবেষণা করেন। তাঁরা কম্পিউটার সিমুলেশন করে জানার চেষ্টা করেন, ডার্ক ম্যাটার ছাড়া মিল্কিওয়ে গ্যালাক্সি নিজেই যদি গোলক হতো, তাহলে কেমন হতো। তাদের সেই সিমুলেশনে দেখা যায়, মিল্কিওয়ের গোলক- যেটাকে ‘নাক্ষত্রিক গোলক’ বলছেন বিজ্ঞানীরা, সেটা আর ডার্ক ম্যাটারের গোলকের আকৃতি একই রকম, যদিও ডার্ক ম্যাটারের গোলক অনেক অনেক বড়। তারা এটাও দেখেছেন, খুব সহজেই নাক্ষত্রিক গোলকটাকে ডার্ক ম্যাটার গোলকের ভেতর বসিয়ে দেওয়া যায়।
গবেষক দলের প্রধান জিওন জেসি হান বলেন, ‘যদি আমাদের গ্যালাক্সি নিজে নিজে বিকশিত হতো তাহলে এমন চাকতির মতো না হয়ে গোলকের মতোই হতো। এটা চাকতির মতো হয়েছে, তার কারণ বহু আগে আরেকটা গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষ ঘটেছে এর। তারপর দুটিতে মিলে একটা সর্পিল চাকতি আকৃতির গ্যালাক্সি তৈরি করেছে।’
তিনি মনে করেন, গ্যালাক্সির যে সর্পিল গঠন, সেগুলো অনেকটা দোমড়ানো-মোচড়ানো, এসবের ব্যাখ্যা একমাত্র ডার্ক ম্যাটারের উপস্থিতি সাপেক্ষেই দেওয়া সম্ভব। গ্যালাক্সিদের বিবর্তন ব্যাখ্যায় তাঁদের এই গবেষণা মাইলফলক বয়ে আনবে জ্যোতিঃপদার্থবিজ্ঞানে, এমনটাই মনে করছেন হান।
- 479 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 20, 2023 in Health.
অ্যাপেনডিসাইটিস একটি গুরুতর চিকিৎসা অবস্থা যা ঘটে যখন অ্যাপেন্ডিক্স স্ফীত হয় এবং সংক্রমিত হয়। এটি একটি মেডিকেল জরুরী এবং অবিলম্বে চিকিত্সা না করা হলে গুরুতর জটিলতা হতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের সঠিক কারণ জানা যায়নি, তবে বেশ কয়েকটি ঝুঁকির কারণ রয়েছে যা এই অবস্থার বিকাশের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
অ্যাপেন্ডিসাইটিসের সবচেয়ে সাধারণ কারণ হল অ্যাপেন্ডিক্সে ব্লকেজ। এই ব্লকেজ বিভিন্ন কারণে হতে পারে, যেমন মল জমা হওয়া, টিউমার বা সংক্রমণ। যখন ব্লকেজ দেখা দেয়, তখন অ্যাপেন্ডিক্স স্ফীত হয় এবং সংক্রমিত হয়, যার ফলে ব্যথা এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়।
অ্যাপেন্ডিসাইটিসের অন্যান্য সম্ভাব্য কারণগুলির মধ্যে একটি ফেটে যাওয়া অ্যাপেনডিক্স, অ্যাপেন্ডিক্সে একটি ফরেন বডি বা জেনেটিক প্রবণতা অন্তর্ভুক্ত। কিছু ক্ষেত্রে, অ্যাপেন্ডিসাইটিসের কারণ অজানা।
অ্যাপেনডিসাইটিস এড়ানোর জন্য, একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা গুরুত্বপূর্ণ। একটি সুষম খাদ্য খাওয়া এবং নিয়মিত ব্যায়াম অ্যাপেনডিসাইটিস হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। উপরন্তু, ভাল স্বাস্থ্যবিধি অনুশীলন করা এবং পেটে আঘাতের কারণ হতে পারে এমন কার্যকলাপগুলি এড়ানো গুরুত্বপূর্ণ।
অ্যাপেনডিসাইটিসের লক্ষণ ও উপসর্গ সম্পর্কেও সচেতন হওয়া জরুরি। এর মধ্যে রয়েছে পেটে ব্যথা, জ্বর, বমি বমি ভাব, বমি, এবং ক্ষুধা হ্রাস। আপনি যদি এই উপসর্গগুলির মধ্যে কোনটি অনুভব করেন তবে অবিলম্বে চিকিত্সার পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
অ্যাপেনডিসাইটিস একটি গুরুতর চিকিৎসা অবস্থা যা দ্রুত চিকিৎসা না করলে গুরুতর জটিলতা হতে পারে। একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে, ভাল স্বাস্থ্যবিধি অনুশীলন করে এবং অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে, আপনি এই অবস্থার বিকাশের ঝুঁকি কমাতে পারেন। আপনি যদি অ্যাপেনডিসাইটিসের কোনো উপসর্গ অনুভব করেন, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
- 226 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 14, 2023 in Freelancing.
ফ্রিল্যান্সিং এর জন্য পড়াশোনা করার কোনও দরকার নাই আপনার মূলত ভাবে দরকার একটা স্কিল যেই স্কিলটা মানুষকে সাহায্য করতে পারবে কোনও না কোনও ভাবে । এই স্কিল্টা হইতে পারে ভিডিও এডিটিং, হইতে পারে কন্টেন্ট রাইটিং, হইতে পারে কোডিং ।
তবে আপনাকে অবশ্যই ইংলিশ এর ভাল জ্ঞ্যান হবে কেননা আপনার বেশির ভাগ client হবে বিদেশি, তাদের সাথে কথা বার্তা বলতে হইলে ইংলিশ জানা খুবি জরুরি । এইটার কোনও বিকল্প নেই ।
ফ্রিল্যান্সিং শিখার যেই ধাপ গুল পার হয়ে আসতে হবে
১। কি স্কিল নিয়ে কাজ করবেন এইটা নির্ধারণ করা
২। সেই স্কিল্টা গড়ে তোলা
৩। একটি পোর্টফলিও তৈরি করা
৪। মার্কেটপ্লেসে নিয়ে ধারনা নেওয়া
৫। মার্কেট প্লেসে account তৈরি করা- 248 views
- 2 answers
- 0 votes
-
Asked on November 14, 2023 in Website.
ফেসবুকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড চাকুরী কিংবা কোন কাজের জন্য হায়ারিং পোষ্ট করলে, ৯০% মানুষ লেখেন, আমি আগ্রহী, আমাকে ইনবক্স করুন, আপনাকে ইনবক্স করেছি, বা রিপ্লাই মি, ইত্যাদি ।
এই ধরনের কমেন্টে বোঝা যায় না আপনি আসলেই কাজটি পারবেন কিনা । ফলসরূপ, অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ হারান । মূলত, কেন তারা আপনাকে নিয়োগ করবে তা ব্যাখ্যা করতে হবে ।
পরবর্তীতে এপ্লাই করার পূর্বে নিচের নির্দেশিকা অনুসরণ করুন,
✅ কত বছরের অভিজ্ঞতা তা লিখুন
✅ নমুনা বা পোর্টফোলিও লিঙ্ক দিন
✅ অন্যদের নেই এমন দক্ষতা উল্লেখ করুন
✅ আপনি সেরা, সম্পর্কে ২/৩ টি প্যারাগ্র
পড়া চালিয়ে যান- 480 views
- 2 answers
- 0 votes
-
Asked on November 14, 2023 in Freelancing.
আসলে ব্যাপার টা এভাবে না দেখে অন্য ভাবে দেখুন। বিদেশে অনেকে শুনেছি প্রতি সপ্তাহে তারা টাকা নেয়। মাসে চার বার। খরচ করে মজা পায়। এদেশে মাসে একবার পাই আমরা বেতন। এখন আপনি আপনার বেতন কে আপনার কর্মঘন্টা দিয়ে ভাগ দিন তার পর মিনিট দিয়ে। দেখুন প্রতি মিনিটে ইনকাম করতেসেন।
আর আপনার প্রশ্নের উদ্যেশ্য যদি হয় যে অনেক ইনকাম ও খুব দ্রুত ইনকাম আমি বলব বড় ব্যাবসা, ফ্রি ল্যান্সিং আর বেটিং সাইট গুলায় প্রতি মিনিটে টাকা ইনকাম হতে পারে তবে এর সাথে রিস্ক আছে। আর এগুলি যেহেতু নিজের চিন্তা ভাবনা কাজ তাই চাকরির মত বাধ্যবাধকতা নাই তাই আনন্দ ও পাবেন। আশা করি উওর পেয়েছেন। উওর ভাল লাগলে শেয়ার, আপভোট আর এড হবেন আশা করি।- 459 views
- 2 answers
- 0 votes
-
Asked on November 14, 2023 in Freelancing.
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট পেতে পারেন। এর জন্য মার্কেটিং টেকনিক কাজে লাগাতে হবে। পাশাপাশি নিজের পোর্টফোলিও বিল্ড-আপ করতে পারেন। প্রফেশনাল ফ্রিল্যান্সাররা মার্কেটপ্লেস থেকে এটাকেই বেশি গুরুত্ব দেয়। কারণ এখানে নিজের রুলস চলে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য জনপ্রিয় মাধ্যম—
ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার
পোর্টফোলিওর জন্য-
বিহ্যান্স, ড্রিবল, ফ্লিকার- 434 views
- 1 answers
- 0 votes
-
Asked on November 14, 2023 in Freelancing.
এর নির্দিষ্ট কোন সীমা নেই।
আপনি চাইলে মাসে ১০ হাজার থেকে কয়েক লক্ষ টাকা করতে পারেন এটা নির্ভর করবে আপনার ইচ্ছা সামর্থ্য এবং ধৈর্যের উপর।
তবে মনে রাখবেন ডিজিটালমার্কেটিং এ ইনকাম করা এত সহজ না।
আপনাকে অবশ্যই অন্তত এক বছর মন দিয়ে সময় দিতে হবে।- 500 views
- 1 answers
- 0 votes
-
Asked on October 23, 2023 in Solution.
বাংলাদেশের কোনো সিম কল ফিল্টারিং সেবা দান করে না।
এই সেবা পেতে হলে আপনাকে ক্লাউড নাম্বার ব্যাবহার করতে হবে।
নির্দিষ্ট নম্বরে ইনকামিং কল রাখতে আপনি Callr.com-এর মতো একটি কল ফরওয়ার্ডিং পরিষেবা ব্যবহার করতে পারেন। আপনি মূল্য পরিকল্পনার জন্য তাদের ওয়েবসাইট চেক করতে পারেন. (আমি জানি না তারা ইনকামিং কলগুলির উত্তর দেওয়ার জন্য চার্জ করে কিনা, আপনি বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইটটি পরীক্ষা করতে পারেন।) আরেকটি বিকল্প হল আপনার জন্য সাইন আপ করার জন্য RingCentral, একটি ক্লাউড ভিত্তিক ফোন পরিষেবা। আপনি মূল্য পরিকল্পনার জন্য তাদের ওয়েবসাইট চেক করতে পারেন.
- 274 views
- 1 answers
- 0 votes
-
Asked on December 15, 2021 in Logo Design.
We can design any kind of Logo. Please visit our website.
Get inspired by beautiful designs from Design Gallery:
https://www.5dollargraphics.com/design-gallery/Our Reviews:
https://www.5dollargraphics.com/author/platinumdesignteam/All completed projects:
https://www.5dollargraphics.com/completed-projects/Our Facebook Page:
https://www.facebook.com/5dollargraphics- 251 views
- 1 answers
- 0 votes