sujoy_sk's Profile

591
Points

Questions
32

Answers
28

  • Asked on August 6, 2020 in Technology.

    পানির মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে একটি অস্থায়ী বেষ্টনী নির্মাণ করা হয়, ইঞ্জিনিয়ারিং ভাষায় সেটা কে “কফার ড্যাম” বলে।

    photo: Google

    পানির মধ্যে এরকম পাইল সেট করে চর্তুরপাশে স্টিল এর পাত দিয়ে পানি চলাচল এ বাধা প্রয়োগ করা হয়।

    photo: Google

    আর এসব করার সময় নিয়মিত একটি পাম্প দিয়ে পানি উত্তোলন করতে থাকে যাতে পিলার করার স্থান টি তে কোনো পানি না থাকে।

    এভাবে কাজ করার স্থানটি কে পানিরোধী করে তারপর শ্রমিকরা নির্মাণ কাজ পরিচালনা করে থাকে ।

    • 994 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on July 30, 2020 in Science.

    পৃথিবির হজ্জ্ব, মুসলিম মিলন কেন্দ্র কাবাঘর। বৈজ্ঞানিক সৃষ্টি কেন্দ্র ‘Golden ratio’, পৃথিবির এই গোল্ডেন রেশিও কাবাশরীফ, মক্কা,সৌদিআরব।

    ভৌগোলিক অবস্থানের দিক থেকে কাবা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত। গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান। কাবাকে কেন্দ্রে ধারণ করে পৃথিবী ঘূর্ণায়মান রয়েছে।

    বৈজ্ঞানিকভাবে আমরা জানি যে, বছরের একটি বিশেষ দিনে একটি বিশেষ সময়ে (মধ্যাহ্নে) সূর্য কাবা শরিফের ঠিক মাথার ওপরে অবস্থান করে। তখন কাবা শরিফ বা মক্কা শরিফে অবস্থিত কোনো অট্টালিকা বা কোনো স্থাপনারই ছায়া চোখে পড়ে না। পৃথিবীর অন্য কোনো স্থানে এরূপ ঘটে না। এর দ্বারা প্রমাণিত হয়, পবিত্র কাবা ভূমণ্ডলের ঠিক মধ্যস্থলে অবস্থিত।

    ভূপৃষ্ঠের কেন্দ্রবিন্দু হওয়ায় কাবাকে পৃথিবীর কেন্দ্র বা হৃদয় বলা যায়। মানুষের হৃৎপিণ্ডকে যেমন হৃদয় বলা হয়, পৃথিবীর কেন্দ্রবিন্দুকেও তেমনি সঙ্গতভাবেই পৃথিবীর হৃদয় বলে ভিহিত করা চলে। এটা হলো একধরনের বৈজ্ঞানিক বা বস্তুগত ধারণা, যে জন্য কাবাকে পৃথিবীর হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করা যায়।

    মহান স্রষ্টা এক এবং তাঁর কোনো অংশীদার নেই। তিনি সর্বজ্ঞ ও সর্বমতার অধিকারী। তিনি
    স্রষ্টা আর বাকি সবই তাঁর সৃষ্টি। সমগ্র বিশ্ব সৃষ্টির পর তিনি তাঁর নিয়ন্ত্রণ, রণাবেণ ও প্রতিপালন করে চলেছেন। এক্ষেত্রে তিনি কারো মুখাপেী নন। মহাবিশ্বের চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-নত্র ইত্যাদি
    সবই তাঁর নির্দেশ ও নিয়ন্ত্রণের অধীন। অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিজগতের সব কিছুই
    একমাত্র তাঁর হুকুম-নির্দেশই মেনে চলছে। বৈজ্ঞানিক পরিভাষায় এটাকে মাধ্যাকর্ষণ আর
    ইসলামের পরিভাষায় এটাই একত্ববাদ, অর্থাৎ স্রষ্টার প্রতি সৃষ্টির নিঃসঙ্কোচ আত্মসমর্পণ বা আনুগত্য।

    অতএব, বৈজ্ঞানিকভাবে, বস্তুগতভাবে, আধ্যাত্মিকভাবে এবং সাধারণ মানবিক দৃষ্টিকোণ
    থেকে তৌহিদ বা একত্ববাদের ধারণা সর্বজনীন, সর্বব্যাপী, চিরন্তন ও প্রকৃত (Real Truth) সত্য।
    কাবা শরিফের নিকট সমবেত হলে এ উপলব্ধি স্বতঃই হৃদয়ে সঞ্চারিত হয়। পৃথিবীর সব প্রান্ত
    থেকে সব বর্ণ-গোত্র-জাতি ও ভাষার নারী-পুরুষ একত্র সমবেত হয় পবিত্র কাবার প্রাঙ্গণে।
    চক্রাকারে নির্মিত কাবা শরিফের চারপাশ প্রদণি করে আল্লাহর অস্তিত্ব, মাহাত্ম্য ও একত্ববাদের ঘোষণা দিয়ে সবাই মহান স্রষ্টার কাছে নিজেদেরকে নিঃশেষে সমর্পণ করে দেয়।
    পৃথিবীর সব মায়া-মমতা, লোভ-লালসা, চাওয়া-পাওয়া ও পার্থিব সব মায়াবী ছলনা উপো করে নিজেকে মহান স্রষ্টার উদ্দেশে সমর্পণ করে দিয়ে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন ‘লাব্বায়েকা
    আল্লাহুম্মা লাব্বায়েক; লাব্বায়েকা লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির, আমি হাজির, কোনো শরিক নেই তোমার, আমি হাজির, নিশ্চয়ই সব প্রশংসা ও নিয়ামত তোমারই,
    আর সব সাম্রাজ্যও তোমার, কোনো শরিক নেই তোমার।

    পৃথিবীর সব প্রান্ত থেকে মুমিন মুসলিমগণ কাবার সন্নিকটে এসে উদাত্তস্বরে ঘোষণা দেয়
    হে মহান স্রষ্টা, আমি জাগতিক সব মায়া ত্যাগ করে তোমার কাছে হাজির হয়েছি। তুমি এক, অদ্বিতীয়, মহামহিম, সব প্রশংসা ও নিয়ামত তোমার এবং সব কিছুর মালিক ও অধিপতি একমাত্র তুমিই। অর্থাৎ মহান স্রষ্টার মহত্ত্ব ও একত্ব ঘোষণা করে মুমিন বান্দা আল্লাহর কাছে তার হৃদয়ের সব আকুতি প্রকাশ করে।

    আদি মানব আদম আ: ও হাওয়া আ:-কে সৃষ্টির পরমহান আল্লাহ জান্নাতে বসবাসের অনুমতি দেন। জান্নাতের সব নিয়ামত প্রদান করে শুধু একটিমাত্র বৃরে নিকটবর্তী হতে তাদেরকে নিষেধ করা হয়। কিন্তু শয়তানের প্ররোচনায় কোনো এক দুর্বল মুহূর্তে আদম-হাওয়া আ: উভয়েই আল্লাহর হুকুম বিস্মৃত হয়ে ওই নিষিদ্ধ বৃরে নিকটবর্তী হয়ে সে বৃরে ফল আস্বাদন করেন। আল্লাহর নিষেধ অমান্য করায় আল্লাহ তাদের ওপর অসন্তুষ্ট হন এবং শাস্তিস্বরূপ তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়ায় প্রেরণ করেন।

    এর দ্বারা মানুষের কৃতকর্মের ফল মানুষকে যে ভোগ করতে হয়, সে শিাই মহান সৃষ্টিকর্তা
    মানবজাতিকে প্রদান করেছেন। এ পবিত্র স্থানে আদি মানব ও প্রথম নবী আদম আ: বসতি স্থাপন করেছিলেন এবং এ স্থানই আখেরি ও সর্বশ্রেষ্ঠ রাসূল ও সর্বোত্তম মানুষ মুহাম্মদ সা:-এর প্রিয় জন্মভূমি। মক্কা নগরীতে বায়তুল্লাহ শরিফ বা পবিত্র কাবা অবস্থিত। ‘বায়তুল্লাহ’ অর্থ আল্লাহর ঘর। কাবা শরিফ দুনিয়ার প্রাচীনতম ও পবিত্রতম ইবাদতগাহ। আদি মানব আদম আ: দুনিয়ায় আসার পর আল্লাহর ইচ্ছায় ফেরেশতা জিব্রাইল আ: কর্তৃক দেখিয়ে দেয়া নির্দিষ্ট স্থানে ইবাদতগৃহ নির্মাণ করেন। দুনিয়ায় এটাই প্রথম মসজিদ, যা ‘বায়তুল্লাহ’ বা কাবা শরিফ। আদম আ: ও তার বংশধরগণ এ ঘরেই সালাত বা নামাজ আদায় করতেন। পরে নুহ আ:-এর সময় যে মহাপ্লাবন হয়, তাতে কাবাগৃহ ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীকালে আল্লাহর হুকুমে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আ: তার পুত্র ইসমাইল আ:-কে সাথে করে ওই একই স্থানে কাবাগৃহ পুনর্নির্মাণ করেন। কাবাগৃহের অদূরে অবস্থিত ‘জাবালুল কাবা’ পর্বত থেকে পাথর সংগ্রহ করে সেগুলো একটির পর একটি স্থাপন করে পৃথিবীর ওই প্রথম ইবাদতগাহ পুনর্নির্মিত হয়।

    ওই সময় থেকেই হজের রেওয়াজ চালু হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানগণ প্রতি
    বছর জিলহজ মাসে কাবা শরিফে সমবেত হয়ে হজ পালন করেন।

    সারা দুনিয়ার মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় কাবাকে কেবলা, অর্থাৎ কাবার দিকে মুখ করে নামাজ আদায় করে। হজ ও ওমরা পালনের সময় হাজীগণ সাতবার কাবা শরিফ তাওয়াফ করেন। কাবার অনন্য বৈশিষ্ট্য হলো এটা গোলাকারভাবে নির্মিত। গোলাকারভাবে নির্মিত হওয়ার কারণ হলো, এটি পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং এটা মুসলিম
    মিল্লাতের কেবলা। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কাবার দিকে মুখ করে নামাজ আদায়
    ও সেজদা করতে হয়। কাবা শরিফে নামাজ আদায়কারীগণও কাবার চারপাশ ঘিরে কাবার দিকে মুখ করে দাঁড়ান। কাবাকে বায়তুল্লাহ শরিফ বা আল্লাহর ঘর বলা হয়। মহান স্রষ্টার আরশের নিচেই এর অবস্থান। এ পবিত্র স্থানকে স্বয়ং আল্লাহ শান্তি ও নিরাপত্তার স্থান হিসেবে ঘোষণা দিয়েছেন।

    অতএব, এর মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। মুসলিম- হৃদয়ে কাবার অবস্থান হৃৎপিণ্ডের মতো, তার অনুভবও হৃদস্পন্দনের মতোই গভীর ও অতলস্পর্শী। এ সম্পর্কে মহান আল্লাহর
    ঘোষণা : ওরা কি দেখে না আমি হারমকে (কাবার চতুষ্পার্শ্বস্থ নির্ধারিত এলাকাকে হারম বলা হয়) নিরাপদ স্থান করেছি।’ (সূরা আনকাবুত, আয়াত : ৬৭আংশিক)।

    কাবার মর্যাদা, বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেন : ‘মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ
    প্রতিষ্ঠিত হয় তা তো বাক্কায় (মক্কার অপর নাম বাক্কা) এটা বরকতময় ও বিশ্বজগতের দিশারী।
    এতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, (যেমন) মাকামে ইব্রাহিম, এবং যে কেউ সেখানে
    প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর
    উদ্দেশ্যে ওই গৃহে গিয়ে হজ করা তার ওপর ফরজ এবং কেউ প্রত্যাখ্যান করলে (সে
    জেনে রাখুক) আল্লাহ বিশ্বজগতের কারো মুখাপেী নন।’ (সূরা আল ইমরান, আয়াত : ৯৬-৯৭)।

    আল কুরআনে অন্য আরেকটি আয়াতে আল্লাহ বলেন : ‘সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম।’ (সূরা বাকারা, ১৫৮ নম্বর আয়াতের প্রথমাংশ)। শুধু ভূতাত্ত্বিক দিক থেকে পবিত্র মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত তাই নয়; ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্যের দিক থেকেও মক্কা নগরী মানবসভ্যতার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। আদম আ: থেকে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা: পর্যন্ত পৃথিবীতে যত নবী-রাসূলের আগমন ঘটেছে, তারা সবাই কোনো না কোনো সময় পবিত্র মক্কা নগরীতে এসে বায়তুল্লাহ শরিফ তাওয়াফ করেছেন।

    মক্কা নগরী যেমন আদি মানব আদম আ:-এর প্রথম বসতিস্থল, তেমনি আখেরি নবীরও
    জন্মভূমি। আদম আ: যেমন প্রথম মানুষ তেমনি প্রথম নবীও। তারই মাধ্যমে আল্লাহ তাঁর
    মনোনীত দ্বীন পৃথিবীতে অবতীর্ণ করেন। দুনিয়ার প্রথম ইবাদতগাহ বায়তুল্লাহ বা কাবা
    শরিফ এ মক্কা নগরীতে আদম আ: নির্মাণ করেন এবং পরবর্তীকালে ইব্রাহিম আ: তা পুনর্নির্মাণ করেন। এ মক্কা নগরী থেকেই আল্লাহর দ্বীনের আলো পৃথিবীর সর্বত্র ক্রমান্বয়ে
    ছড়িয়ে পড়ে। প্রতি বছর হজ পালনের জন্য সারা বিশ্বের সব প্রান্ত থেকে বর্ণ-গোত্র, ধনী-
    নির্ধন, ভাষা-অঞ্চল নির্বিশেষে মুসলিমগণ এখানে এসে মিলিত হয়। তাই আদিকাল থেকে মক্কা
    নগরী ইসলামের প্রচার-কেন্দ্র ও বিশ্বমুসলিমের মহামিলন স্থল। কিয়ামত পর্যন্ত কাবা নগরীর এ মর্যাদা অনু ও সমুন্নত থাকবে।

    পবিত্র মক্কা নগরীর বায়তুল কাবায় অবস্থিত হাজরে আসওয়াদ (কালো পাথর), মাকামে ইব্রাহিম, সাফা- মারওয়া, রাসূলুল্লাহ সা:-এর জন্মস্থান, জাবালে নূর (হেরা পর্বত), মিনা, আরাফাত ইত্যাদি সবই অতি পবিত্র ও বরকতময় নিদর্শন। সমগ্র বিশ্বমুসলিম পরম
    ভক্তিভরে সর্বদা এগুলো স্মরণ করে ও একান্তভাবে তা দর্শনের প্রত্যাশা হৃদয়ে পোষণ
    করে।

    এ পবিত্র নগরী মক্কা থেকেই ইসলামের আলো বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। ইসলামের প্রথম নবী আদম আ:-এর মাধ্যমে ইসলামের আলো এখান থেকেই সর্বপ্রথম প্রজ্বলিত ও প্রচারিত হয় এবং আখেরি নবীর জমানায় এখান থেকেই সারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। জাহেলিয়াতের অন্ধকার বিদূরিত হয়ে মানবজাতি সত্য, ন্যায় ও মানবতার চিরায়ত আদর্শে আলোকিত ও উজ্জীবিত হয়। আজো সেই কাবার রোশনাই ও হেরার জ্যোতি পৃথিবীবাসীকে মহামুক্তির নবদিগন্তে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত আহ্বান করছে।

    হাদিস শরিফে উল্লেখ আছে, ‘কাবা শরিফে নামাজ পড়ার সাওয়াব সাধারণ মসজিদে পড়ার তুলনায় এক লাখ গুণ বেশি।’ কাবা শরিফে মহান স্রষ্টার উদ্দেশ্যে মস্তক অবনত করে সিজদা করার সময় মনে হয়, এটাই সে স্থান যা পৃথিবীর হৃদয় বা কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত, মহান স্রষ্টার আরশের নিচে অবস্থিত এ স্থানে আদি মানবের প্রথম বসতি গড়ে উঠেছিল, মহান স্রষ্টার নির্দেশে তাঁর আরশের ছায়ার নিচে মানবজাতির প্রথম ইবাদতগাহ (বায়তুল্লাহ শরিফ) নির্মিত হয়, এটাকেই কেবলা করে সমগ্র মুসলিম জাতি মহান স্রষ্টার উদ্দেশ্যে সিজদাবনত হয়।

    মুমিনের হৃদয়ে কাবার অবস্থান বর্ণনা করা দুঃসাধ্য। এর সাথে ঈমান, আকিদা ও আবেগের গভীর সম্পর্ক বিদ্যমান। প্রত্যেক মানুষের হৃদয়ে কাবার এ অবস্থান রয়েছে। তবে অনেকেই তা অনুভব করে না। কেবল বিশ্বাসীরাই তা উপলব্ধি করতে পারে। তাই কাবার অবস্থান বিশ্বাসীদের হৃদয়ের গভীরে। শেষ পর্যন্ত বিশ্বাসীরাই জয়যুক্ত হয়। অবিশ্বাসীরা হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে পথের নিশানা হারিয়ে ফেলে। অন্য দিকে অন্ধকারের গভীর তিমিরাবরণ ভেদ করে বিশ্বাসের আলো শেষ পর্যন্ত মুত্তাকিদের হৃদয়ে ও পৃথিবীকে উজ্জ্বল আলোকধারায় পরিস্নাত করে। কালো পাথরে নির্মিত কাবার হৃদয় থেকে হেরার জ্যোতির্ময় আলো যুগ যুগ ধরে মানবজাতিকে শাশ্বত সত্য, কল্যাণ, শান্তি ও মানবতার আলোকিত পথের সন্ধান দিয়েছে।

    বর্তমান সমস্যা-সঙ্ঘাত ও অশান্তিপূর্ণ পৃথিবীতে এ শাশ্বত সত্য ও চিরন্তন আলোই আগামী দিনের পৃথিবীকে মানুষের জন্য শান্তি ও কল্যাণের আবাসভূমিতে পরিণত করে তুলবে।

    পৃথিবির গোল্ডেন রেশিও কেন্দ্র কাবা?

    এই বিশ্বভ্রম্মান্ডের প্রতিটি বস্তুর নিখুঁত অবকাঠামোগত মান হচ্ছে ১.৬১৮

    পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মধ্যেই গোল্ডেন রেশিও (Golden Ratio) বা স্বর্গীয় অনুপাতটি আছে।

    মানুষের মুখের দৈর্ঘ্যের সাথে নাকের দৈর্ঘ্যের অনুপাত ১.৬১৮(প্রায়)।

    মানুষের আঙ্গুলের অগ্রভাগ থেকে কুনুইয়ের দৈর্ঘ্য এবং কব্জি থেকে কুনুইয়ের দৈর্ঘ্যের অনুপাত ১.৬১৮(প্রায়)।

    মানুষের নাভি থেকে পায়ের পাতার আঙ্গুলের ডগা পর্যন্ত এবং নাভি থেকে মাথা পর্যন্ত অনুপাত ১.৬১৮(প্রায়)।

    এভাবে মানবদেহের প্রতিটি অঙ্গই “গোল্ডেন রেশিও বা স্বর্গীয়” অনুপাতে গঠিত।

    শুধু তাই নয়, শামুখের খোলস, ঘুর্ণিঝড়ের ঘূর্ণন, মুরগীর ডিম, বৃক্ষের কান্ড বিন্যাস, মানুষের হৃদপিণ্ড, DNA, ফুল, মাছ, গাছপালা, গ্রহ-নক্ষত্র ইত্যাদি সবকিছুতেই স্রষ্টা শুধুমাত্র ১.৬১৮ মান ব্যবহার করেছেন। আর সেই অনুপাতই হল “স্বর্গীয় অনুপাত”।

    পবিত্র নগরী মক্কার নাম সমগ্র কুরআনে মাত্র একবার উল্লেখিত হয়েছে সুরা আল-ইমরান এর ছিয়ানব্বই আয়াতে।

    এই আয়াতে মক্কা শব্দটি উচ্চারিত হওয়া পর্যন্ত বর্ণ সংখ্যা হচ্ছে ২৯ টি এবং সমগ্র আয়াতে
    রয়েছে ৪৭ টি বর্ণ।

    এখন আমরা যদি উক্ত আয়াতটি লিখে ফাইমেট্রিক্স (ফাইমেট্রিক্স হচ্ছে এক ধরনের সফটওয়্যার যার দ্বারা কোন ছবির গোল্ডেন রেশিও পয়েন্ট মাপা হয়) আর এটাই হচ্ছে গোল্ডেন রেশিও পয়েন্ট Φ এর মান।

    এছাড়া, আমরা জানি আল্লাহর ঘর কাবা হজ্জ্বের স্থান মক্কা থেকে উত্তর মেরু ৭৬৩১৬৮ কিমিএবং মক্কা থেকে দক্ষিন মেরুর দূরত্ব ১২৩৪৮৩২ কিমি। ভাগফল দাড়ায় ” ইউনিক গোল্ডেন নাম্বার ১.৬১৮” (প্রায়)

    সুতরাং গোল্ডেন রেশিও অনুপাত থেকে আমরা এই সিদ্ধান্তে সহজে আসতে পারি যে, সকল কিছুর সৃষ্টিকর্তা একজন এবং তিনি নিঃসন্দেহে আল্লাহ।

    • 1379 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on July 30, 2020 in Education.

     

    ইংরেজি ” The ” একটি Article। কোন ব্যক্তি, বস্তু ও শ্রেনী বা জাতির পুর্বে The ব্যবহৃত হয়। সাধারণত noun এর আগেই The ব্যবহৃত হয়, তবে মাঝে মাঝে Adjective এর আগেও The ব্যবহৃত হয়।

    এখন আসি মূল প্রশ্নে। যখন কোন word/noun/(adjective-জাতী বুঝাতে) Vowel (a, e, I, o, u) দ্বারা শুরু হয় তখন The ব্যবহৃত হলে এর উচ্চারণ “দি” হয়। যেমন: The ant, The apple ইত্যাদি।

    আবার যখন noun ও জাতী বুঝাতে adjective word টি Consonant দিয়ে শুরু হয় তখন The ব্যবহৃত হলে ” দ্যা ” উচ্চারণ হবে। যেমন: The mango, The boy, The poor। Consonant হচ্ছে, ইংরেজি ২৬ টি letter এর Vowel ছাড়া বাকি letter গুলো।

    তবে The এর উচ্চারণ আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন: কোন word/শব্দ Consonant দিয়ে শুরু হলেও যদি এর উচ্চারণ Vowel দিয়ে শুরু হয় তাহলে The এর উচ্চারণ দি হবে। যেমন:

    • The (দি) hour.
    • The MLA.
    • The MA.

    আবার, শব্দের শুরুতে Vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ ইউ বা ওয়া হলে The এর উচ্চারণ দ্যা হবে। যেমন:

    • The (দ্যা) union.
    • The European.
    • The university.

    আবার, যখন কাউকে বা কিছুকে জোর দিয়ে নির্দিষ্ট করে বুঝানো হয় তখন The ব্যবহৃত হলে এর উচ্চারণ সর্বদাই দি হবে, সেখানে Vowel বা Consonant দিয়ে শব্দ শুরু হলেও। একে Emphatic the বলে। যেমন:

    • I spoke to the (দি) queen.
    • I saw the (দি) spider today.
    • He is the (দি) Ravindranath Tagore.

    ধন্যবাদ।

    • 1032 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on July 29, 2020 in Solution.
    বহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাহিরে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু সে ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে করোনা টেস্ট করে তার রিপোর্ট নিয়ে তবেই যেতে পারবেন। আমি কতগুলো কমন প্রশ্নের উত্তর দিচ্ছি।
    ১) আমি কবে টেস্ট করাব???
    উত্তরঃ আপনার যে সময় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে তার পূর্বের ৭২ ঘন্টার মধ্যে। সহজ হিসাব এরকম।
    – মনে করুন আপনি আজ সকালে স্যাম্পল দিয়েছেন।
    – আগামিকাল বিকালে আপনি রিপোর্ট পাবেন।
    – পরশুদিন আপনার ফ্লাইট থাকবে।
    এই রকম সময় মিলিয়ে চলে আসবেন। তাহলে ৭২ ঘন্টার ঝামেলায় পরবেন না।
    ২) টেস্ট কোথায় করাব?
    উত্তরঃ DNCC করোনা আইসোলেশন সেন্টার,মহাখালী, ঢাকা (মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন)।
    ৩) টেস্ট করাতে কি কি জিনিস লাগবে?
    উত্তরঃ ৩ টি জিনিস
    – আপনার পাসপোর্ট এর ফটোকপি
    – আপনার এয়ার টিকেটের কপি
    – ৩,৫৩৫ টাকা
    ৪) কখন টেস্ট করাতে আসব?
    উত্তরঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ২ টা।
    ৫) রিপোর্ট কখন পাব?
    উত্তরঃ যেদিন স্যাম্পল দিবেন তার পরের দিন দুপুর
    ২ টা থেকে ৪ টা।
    ৬) শুক্রবার, ঈদের দিন বা অন্য সরকারি ছুটির দিন খোলা থাকবে?
    উত্তরঃ সপ্তাহ ৭ দিনই খোলা থাকবে। কোন প্রকার ছুটিতে বন্ধ থাকবেনা।
    ৭) পূর্বে এপয়েনমেন্ট দিতে হবে?
    উত্তরঃ না। নির্দিষ্ট সময় হিসেব করে সকালে চলে আসবেন। পূর্বে এপয়েনমেন্ট দেয়ার কিছু নেই।
    ৮) টাকা কি আগে থেকে নগদ করতে হবে?
    উত্তরঃ না। ক্যাশ নিয়ে আসলেই হবে। ভিতরে নগদের এজেন্ট আছে। তারা করে দেবে।
    ৯) আমার বাচ্চা আছে, আমার মা বয়স্ক। যেয়ে কি অনেকক্ষণ তাদের বসে থাকতে হবে?
    উত্তরঃ না। তাদের লাইনে আগে দেয়া হয় যাতে কষ্ট কম হয়।
    ১০) বাসায় থেকে স্যাম্পল নেয়া হয় কি না?
    উত্তরঃ না। আপনাকে এসেই স্যাম্পল দিয়ে যেতে হবে।
    ১১) রিপোর্ট কোথায় পাব?
    উত্তরঃ ২ ভাবে পেতে পারেন।
    – DNCC করোনা আইসোলেশন সেন্টারে নির্দিষ্ট দিনে দুপুর ২-৪ টা পর্যন্ত রিপোর্ট দেয়া হবে।
    – covid19reports.dghs.gov.bd এই ওয়েব পেজে দুপুর ২ টার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে পেয়ে যাবেন। শুধু প্রিন্ট করে এয়ারপোর্টে নিয়ে যাবেন।
    যেটাতে আপনার সুবিধা।
    ১২) রিপোর্টে নামের বানান ভুল আসছে, তাহলে কি রিপোর্ট ভুল?
    উত্তরঃ না। রিপোর্ট ঠিক আছে। এটা অপারেটরের টাইপিং এ ভুল। আপনার পাসপোর্ট নাম্বার আপনার পরিচয় বহন করে।
    ১৩) রিপোর্টে কোন ধরনের ভুল থাকলে আমি কি করব?
    উত্তরঃ রিপোর্ট নিয়ে DNCC আইসোলেশন সেন্টার এ চলে আসবেন। এখানে correction রুম আছে। আপনাকে দ্রুত কারেকশন করে দেবে।
    ১২) আমার রিপোর্ট করোনা পসেটিভ এসেছে। এখন কি করব?
    উত্তরঃ আপনি ফ্লাইট চেঞ্জ করবেন। যদি চেঞ্জ না করা যায় তাহলে আপনার টাকা টা নষ্ট হবে। এখানে কিছুই করার নেই।
    ১৩) আমি নেগেটিভ হয়ে গেছি কিনা সেটা দেখার জন্য ১৪ দিন পর কি এখানে আবার টেস্ট করতে পারব কিনা?
    উত্তরঃ না। আপনার এটা অন্য কোন হাসপাতাল থেকে করতে হবে। সেখানে নেগেটিভ আসলে আবার এয়ারটিকেট কাটলে তারপর আপনি পূর্বের নিয়মে DNCC করোনা আইসোলেশন সেন্টারে এসে corona free certificate এর জন্য স্যাম্পল দিবেন।
    ১৪) আমি কি ল্যাবএইড, স্কয়ার থেকে টেস্ট করায়ে বিদেশ যেতে পারব?
    উত্তরঃ না।
    ১৫) সিরিয়াল কি ভাবে দিব?
    উত্তরঃ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টোকেন দেয়া হচ্ছে। সেই অনুযায়ী সিরিয়াল পাবেন। বসার ব্যবস্থা আছে। সিরিয়াল ধরে ডাকবে। এটি বাংলাদেশ সেনাবাহিনী মেইনটেইন করছে। কোন ঝামেলা হবেনা।
    বিঃ দ্রঃ নিচের ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে আসতে পারেন অথবা আইসোলেশন সেন্টারেও ফর্মটি দেয়া হবে। সেখানেও ফিল আপ করতে পারবেন।
    সঠিক ও নির্ঝঞ্ঝাট ব্যবস্থা করার জন্য আমি মাননীয় সিভিল সার্জন মহোদর, ঢাকা; স্বাস্থ্য অধিদপ্তর; বাংলাদেশ সেনাবাহিনী ; সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
    Collected from :
    ডাঃ খন্দকার সুরাইয়া জাহান
    সহকারী সার্জন
    ৩৯ বিসিএস
    সংযুক্তিঃ সিভিল সার্জনের কার্যালয়, ঢাকা
    No photo description available.
    • 1149 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on July 27, 2020 in Food.

    দুধ ও আনারস একসঙ্গে খাবেন না। এ কথাটি আমরা সব সময় শুনে থাকি। দুধ-আনারস একসঙ্গে খেলে নাকি হতে পারে বিপত্তি। তবে কথাটি কি সত্যি। কী বিপত্তি হতে পারে, তা কি আপনার জানা আছে।

    আনারসে রয়েছে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম,পটাশিয়াম ও ফসফরাস। আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি। তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায়-এ রকম একটি ধারণা প্রচলিত আছে।

    জানা আছে, দুধ-আনারস একসঙ্গে খেলে কি সমস্যা হয়? এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন, ঢামেক টেলিমেডিসিন বিভাগের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ যায়েদ হোসেন।

    আসুন জেনে নেই দুধ আনারস একসঙ্গে খেলে কী হয়?

    দুধ-আনারসে বিষক্রিয়া

    আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা ভুল। এগুলো একধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার। দুধ আর আনারস একসঙ্গে খেলে কেউ মারা যায় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা।

    বদ হজম, পেট ফাঁপা, পেট খারাপ

    আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয় না। আনারস একটি অ্যাসিডিক এবং টকজাতীয় ফল। দুধের মধ্যে যে কোনো টকজাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। হতে পারে বদহজম, পেট ফাঁপা, পেট খারাপ।, তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই।

    গ্যাসট্রিকের সমস্যা

    দুধ ও আনারস খেলে বিষক্রিয়া সমস্যা নেই। তবে যাদের গ্যাসট্রিকের সমস্যা রয়েছে, খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে। তাই খালি পেঠে আনারস ও টকজাতীয় কোনো খাবার খাবেন না।

    কুসংস্কার

    এমন কখনো দেখিনি যে দুধ-আনারস একসঙ্গে খেয়ে মানুষ মারা গেছে। এটা একটা কুসংস্কার। ডেজার্ট, কাস্টার্ড বা স্মুদিতে আনারস-দুধ একত্রে মিশিয়ে খাই। এ ক্ষেত্রে কোনো সমস্যা হয় না।এটি এটি সম্পূর্ণ কুসংস্কার।

    খাদ্যের সমন্বয়

    পাইনঅ্যাপেল কাস্টার্ড, ডেজার্ট, পাইনঅ্যাপেল স্মুদি, পাইনঅ্যাপেল মিল্ক সেক, পাইনঅ্যাপেল সালাদ, পাইনঅ্যাপেল ইয়োগার্ট ইত্যাদি ফলগুলো আমরা একসঙ্গে খাই। এই ফলগুলোর মধ্যে খাদ্যের সঠিক সমন্বয় থাকে। তাই কোনো সমস্যা হয় না।

    অন্যদিকে এক গ্লাস দুধ খেলেন, পাশাপাশি আনারস খেয়ে নিলেন তাহলে সঠিক খাদ্যের সমন্বয় হয় না। এ ক্ষেত্রে সঠিক সমন্বয় না হওয়ার ফলে পাতলা পায়খানা, বদ হজম, অ্যাসিডিটিসহ বিভিন্ন সমস্যা হতে পারে।

    দুই থেকে তিন ঘণ্টা বিরতি

    দুধ-আনারস একসঙ্গে না খেয়ে দুই থেকে তিন ঘণ্টা বিরতি দেয়া যেতে পারে। কারণ একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। তবে এ ক্ষেত্রে খাদ্যে বিষক্রিয়া হওয়ার কোনো কারণ নেই।

    • 1002 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on July 20, 2020 in Computer.

    উইন্ডোজ ডেস্কটপে মাউস দিয়ে রাইট ক্লিক করলে Refresh নামে একটি অপশন পাওয়া যায়।

    এটির কাজ কি? এটি করলে কি উইন্ডোজের কাজের গতি বাড়ে? উইন্ডোজ স্মুথ ভাবে চলে?

    না, এগুলোর কিছুই হয়না এটি দিয়ে।

    ডেস্কটপ হচ্ছে মূলত একটি ফোল্ডার, প্রত্যেক ফোল্ডারের বৈশিষ্ট হচ্ছে ফোল্ডারে কিছু পরিবর্তন হলে অপারেটিং সিস্টেম ফোল্ডারটি স্বয়ংরিফ্রেশ করে, অর্থাৎ নতুন হালনাগাদ কার্যকর করে। যদি কোনো কারনে এ স্বয়ংক্রিয় রিফ্রেশ না হয় তখনই ম্যানুয়ালি অর্থ্যাৎ নিজ থেকে রাইট ক্লিক করে রিফ্রেশ করতে হয়।

    তো রিফ্রেশ করা হয় বা করতে হয় শুধু তখনই, যখন ডেস্কটপে বা কোনো ফোল্ডারের ভিতর কোনো ফাইল/ফোল্ডারে পরিবর্তন করা হলে তা ঠিক মত দেখা যায়না বা দেখায় না। এসময় রিফ্রেশ করলে অপারেটিং সিস্টেম পরিবর্তনটি ঠিক করে ফেলে এবং মনিটরে আপডেটেড ফলাফল দেখায়।

    তো আপনি এতদিন যা শুনে এসেছেন যে রিফ্রেশ কম্পিউটারে গতি বৃদ্ধি করে বা এরকম কিছু, তা ভুল। তো ডেস্কটপে বার বার রিফ্রেশ করে কোনো লাভ নেই। উল্টা আপনার পিসিতে যদি কোনো কাজ সম্পূর্ণ শক্তি নিয়ে চলতে থাকে, তাহলে এ রিফ্রেশের ফলে ঐ কাজের গতি ঐ সময়ের জন্য কিছুটা কমে যাবে, কারন রিফ্রেশ করতেও কিছুটা শক্তি দরকার।

    তো অযথা আর রিফ্রেশ করবেন না।

    • 1037 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on May 19, 2020 in Technology.
    • Download Universal Remote App (Click here to download)
    • Select the TV brand once you open the app
    • Use the power button displayed on the screen to point at the TV and switch it on
    • If step 2 fails, continue experimenting with buttons till the setup is complete
    • Add your service provider/ DTH provider from the list
    • The screen displays a number of buttons and a wide variety of interfaces — choose the ones you like
    • 400 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on April 26, 2020 in Technology.

    Step 1. Install Google keep app

    Step 2. Now here, you can either take a picture or import photo from storage

    Step 3. Next tab on 3 vertical dots & select grab images text option.

    Step 4. And that’s it, within a second it’ll extract all the text from the images

     

    • 382 views
    • 1 answers
    • 0 votes