tahmina's Profile

271
Points

Questions
16

Answers
11

  • Asked on April 24, 2021 in Computer.

    Why is my WiFi network not showing up in my computer?

    Generally speaking, there are several causes for this issue:

    • The WiFi problem
    • The connecting problem
    • The incorrect WiFi configuration in your WiFi router and your computer
    • The missing or outdated WiFi driver issue

    However, the good news is you can easily troubleshoot your problem and solve it. This guideline introduces 6 methods for you to troubleshoot.


    Method 1: Enable the WiFi service

    The problem happens most likely because your Windows disables the WiFi service. You can’t connect to the WiFi if your Windows disables it. So you can try these steps to enable WiFi service. There are two places you can check.

    Way 1: Enable the WiFi service with the WiFi switch

    Note: First of all, make sure you are within the WiFi network range while you are following the steps below.

    Some laptops, such as HP, Lenovo, Dell, have a switch or a key on your keyboard to turn on/off WiFi (like Fn+F5). Check the switch or keys and turn your WiFi service on.

    Way 2: Check your network settings

    If you don’t have the WiFi switch on your laptop or computer, you can check it in your system.

    1) Right click the Internet icon, and click Open Network and Sharing Center.

    2) Click Change adapter settings.

    3) Right click WiFi, and click Enable. Note: if it has enabled, you will see Disable when right click on WiFi (also referred to Wireless Network Connection in different computers).

    4) Restart your Windows and reconnect to your WiFi again.


    Method 2: Turn on WLAN AutoConfig service 

    WLAN AutoConfig service (also referred to Wireless Configuration in Windows XP) can configure wireless security and connectivity settings. When enabled, WLAN AutoConfig settings apply to all IEEE 802.11 wireless network adapters installed on your computer. Moreover, when the WiFi becomes available, it will automatically connect to a preferred wireless network. You can follow these steps to enable it:

    1) On your keyboard, press Windows logo key + R at the same time to invoke the Run box, and type services.msc, then press Enter.

    2) Right click Wlan AutoConfig (if you are using Windows XP, right click Wireless Configuration), and click Properties.

    3) Select Automatic in Startup type, then click Apply, and click OK

    4) Restart your PC and reconnect to your WiFi network to see if your WiFi shows up.


    Method 3: Update WiFi network driver 

    Wireless network driver allows your operating system to communicate with your wireless and network adapters. If your wireless network is not showing up on laptop,  it is probably due to the missing, outdated, or corrupt drivers.

    There are two ways to update drivers: manually and automatically.

    Manually update driver – You can manually update the network driver by searching the correct driver that is matched with your Windows OS on the manufacturer’s website, and install it in your computer. This requires the time and computer skills.

    Automatically update driver – If you don’t have time or patience to manually update drivers, you can do that automatically with Driver Easy.

    Driver Easy will detect the drivers condition in your computer, and install the correct drivers for your PC. More importantly, with Driver Easy, you don’t need to struggle figuring out the Operating System, and you don’t need to worry about making mistakes while processing. That will tremendously save your time and patience.

    You can update your drivers automatically with either the FREE or Pro version of Driver Easy. It only takes 2 simple clicks with the Pro version (and you will get full support and a 30-day money back guarantee).

    Important: If the Windows can’t access to the Internet, you can download Driver Easy from another computer. Then install it in this computer. Due to the Offline Scan feature provided by Driver Easy, you can download and install network driver even with no Internet.

    1) Download and install Driver Easy (at first connect your computer to the Internet via Ethernet cable).

    2) Run Driver Easy and click Scan Now. Then Driver Easy will scan your computer and detect any problem drivers

    3) Click Update button next to the driver name to download the correct driver (you can do that with the FREE version), then install it in your computer.

    Or click Update All to automatically download and install the correct version of all the problem drivers (you can do that with Pro version, and you will be prompted to upgrade when you click Update All).

    4) After updating the drivers, restart your computer, then connect to the WiFi network again, and see if your problem solves.


    Method 4: Restart your modem and WiFi router 

    If the problem occurs to your own WiFi network at home, you can also check the WiFi itself to see if it’s your WiFi issue, including the router issue, SSID broadcast and device interference mentioned below.

    This problem can be probably caused by the Internet Service Provider (ISP) issue. Restarting your modem and wireless router can help you reconnect to your ISP. Note: anyone who is connecting to the network will be disconnected temporarily while you are doing this.

    1) Unplug your wireless router and modem from power source (remove the battery if your modem has a battery backup).

    2) Wait for at least 30 seconds.

    3) Plug your wireless router and modem back into power source again (put the battery back to the modem).

    4) On your PC, reconnect to your WiFi network, then see if it shows up.

    What is WiFi Network Frequency

    Tips: If it is the first time to connect to the WiFi, you will need to pay attention to the WiFi network frequency. You can’t connect if your computer uses mismatched frequency with your router’s.

    Usually WiFi network frequency has 2.4 GHz and 5 GHz. Luckily many routers are dual-band model now, so it both supports 2.4 GHz and 5 GHz band. To check your WiFi network frequency, you can go to the router manufacturer’s website. While you can also check your Windows WiFi network frequency: type netsh wlan show drivers in the Command Prompt and press Enter, then it will show you the supported protocols.

    Generally speaking, 802.11a/ac uses the 5 GHz band, 802.11b/g uses the 2.4 GHz band, and 802.11n uses either the 2.4 GHz or 5 GHz band. if they don’t match or include the frequencies of your router, the WiFi network won’t show up on your computer.


    Method 5: Enable SSID broadcast for your WiFi

    Service Set Identifier (SSID) broadcast is what makes your WiFi network visible to your network adapter. Once you disable SSID broadcast, your WiFi network won’t show up in the list.

    Tips: Many people disable SSID broadcast for security concerns. By doing this, they can hide the WiFi network, so the network name won’t be seen by others. But the first time to connect to the WiFi network, you’ll have to configure the profile settings manually, including the network name and security mode. After making the initial connection, devices can remember these settings and will not need to be specially configured again.

    You can try the instructions below to enable your SSID broadcast. The specific interface may vary from different computers. Here we take TP-link WiFi router as an example:

    1) Go and see the IP address, username and password on your wireless router.

    2) Open your browser on PC or mobile phone (connect to the Internet via Ethernet cable on your PC or use mobile phone that has internet connection).

    3) Type the IP address in your browser, and press Enter.

    4) Type your User name and Password, then click Login.

    5) Go to Wireless > Wireless Settings. Check the box next to Enable SSID broadcast, and click Save.

    7) Restart your PC and reconnect to your WiFi network.


    Method 6: Check the device interference

    The WiFi signals can be interfered by many household devices, such as your cordless phone, microwave oven, Bluetooth speaker, etc. because they use the same 2.4 GHz or 5 GHz frequencies. Therefore, you can check these devices to see if it’s where the problem lies in.

    1) Turn off those devices, and unplug the power source

    2) On your PC, try to connect your WiFi again, and see if it shows up.

    3) If the problem solves, it seems to result from the devices interference. Then move your modem and wireless router to another place, so they are not in the same light with the household devices.

    In addition to the way mentioned above, you can also buy a 5 GHz router or dual band router, because many household devices use the frequency of 2.4GHz. So using a router of 5 GHz can avoid most interference.

    • 315 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on March 28, 2021 in Outsourcing.

    প্রশ্নটি হচ্ছে, কিভাবে ফাইভার থেকে বেশি কাজ পাওয়া যায়??

    • এমন গিগ সিলেক্ট করুন, যেখানে কম্পিটিটর ১৫০০ থেকে থেকে বেশি কিন্তু ১৫০০০ হাজারের নীচে। ১৫০০ থেকে কম কম্পিটিটর আছে মানে, এই গিগের বা সার্ভিসের তেমন চাহিদা নাই, তাই আপনি যদি ১ম পাতায়ও থাকেন , আপনি তেমন অর্ডার পাবেন না। আবার ১৫০০০ হাজারের বেশি কম্পিটিটর মানে হচ্ছে এখানে কম্পিটিটর অনেক বেশি। অর্থাৎ ১ম পেইজে আসাটা অনেক ডিফিকাল্ট। আবার আসলেও অন্য সবাই হয়তো এত বেশি সিনিওর সেলার হবে যে তাদের সাথে অর্ডার করে পারবেন না।
    • কেউ যদি আপনার সার্ভিস বা গিগের জন্যে মেসেজ দেয়, তাকে যেভাবেই হোক অর্ডার করানোর চেস্টা করুন। ফাইভার যে বেশি কনভার্ট করতে পারে, তাকে আরো বেশি মেসেজ পাওয়ার ব্যবস্থা করে দেয় । কিন্তু অর্ডার নেয়ার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, কাজটা যেন আপনি ঠিকমত ডেলিভারি দিতে পারেন। নাহলে অর্ডার ক্যান্সেল হবে, আর আপনি অর্ডার পাওয়ার চান্স আরো কমে আসবে।
    • আপনার কম্পিটিটরদের এনালাইজ করে তাদের চে দাম বেশ অনেকটা কম রাখার চেস্টা করুন। যেমন যদি একটা গিগের জন্যে এভারেজ প্রাইস হয় ১৫ ডলার, আপনি ৫ ডলারে দিন শুরুতে। আর যদি এভারেজ প্রাইস ৫ ডলার হয়, তাহলে চেস্টা করুন অন্যদের চাইতে বেশি ডেলিভার করার। এটাতে যেটা হবে যে বায়াররা আপনাকে বেশি মেসেজ দিবে।
    • প্রত্যেক্টা অর্ডার কমপ্লিট হয়ার পর ডেলিভারি দেয়ার আগেয় জিজ্ঞেস করুন, Are you really satisfied? যদি হ্যা বলে তাহলে সে অবশ্যই আপনাকে ৫ স্টার রিভিউ দিবে, আর যদি না হয়, তাহলে অবশ্যই যেকারনে স্যাটিস্ফাইড না, সেটা সল্ভ করে তারপর ডেলিভারি দিন ।
    • 827 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on March 21, 2021 in Solution.

    আমি প্রথম নগদ একাউন্ট খুলেছিলাম মনে হয় বছর দেড়েক আগে যখন নগদ বাজারে নতুন নেমেছিল। ২৫ টাকার লোভে একাউন্ট খোলার পর আর ব্যবহার করা হয়নি। ব্যবহারের উপায়ও ছিল না যেহেতু কয়েক মাইলের মধ্যে নগদের কোনো এজেন্ট ছিল না। দীর্ঘদিন ব্যবহার না করায় পাসোয়ার্ড ভুলে যাই।

    সম্প্রতি পাসোয়ার্ড উদ্ধার করতে গিয়ে টের পেলাম নগদের কাস্টমার সার্ভিস কী জিনিস। পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন দশটা কল করেও লাইন পাইনি। কলই ঢুকে না। কু কু আওয়াজ করে লাইন কেটে যায়। বিরান ভূমিতে যেরকম ফোনের নেট পাওয়া যায় না তেমন অবস্থা। এক সপ্তাহ চেষ্টার পর যখন আমি লাইন পেলাম তখন দেখি কেবল টুন টুন করে বাজনাই বাজছে কেউ কথা কয় না। এমনকি অন্য যেসব প্রতিষ্ঠান আছে তারা অন্তত একটা ভয়েস রেকর্ড আপনাকে শুনিয়ে স্বাগত জানায়। নগদে এইটুকু ফর্মালিটিও নেই। এখন বলেন আমি কোনো ভরসায় নগদে যাব? নগদে লেনদেনের পর যদি সমস্যা হয় আমি কিভাবে সমাধান পাব? আর এরকম সমস্যা কিন্তু হয়। যেমন- কিছুদিন আগে একজন অভিযোগ করলেন তিনি রকেটের মাধ্যমে ভার্সিটি ফি দিয়েছিলেন। টাকা কেটে গেছে কিন্তু ভার্সিটির একাউন্টে জমা হয়নি। এরকম একটা সমস্যা নগদের মাধ্যমে হলে আপনার মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া কিছু করার থাকবে না। একজন আমাকে এও বললেন, নগদে ফোন করে সমস্যা বললেও নাকি লাভ হয় না। কারণ তারা নাকি সাধারণত কোনো সমস্যার সমাধান দিতেই পারেন না। আমি যখন নগদ একাউন্ট খুলি তখন সেখানে ওটিপি এসেছে আধঘণ্টা পর। কাজেই সব মিলিয়ে আমি নগদকে ভরসাযোগ্য বলতে চাই না আপাতত।

    এবার আসি বিকাশ প্রসঙ্গে। আমি বিকাশ খুলেছি বছর দুই আগে। বিকাশ প্রায় সব রকম লেনদেনের সার্ভিস আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, টিভি বিল, ফোন বিল, ইন্টারনেট বিল, মোবাইল রিচার্জ সব কর‍তে পারছেন বিকাশে। আপনার স্কুল-কলেজ-ভার্সিটির ফি দিতে পারছেন। অনলাইন কেনাকাটা থেকে শুরু করে অফলাইনে বাজার-সদাই সব করতে পারছেন। ট্যাক্স দিতে পারছেন। মোট কথা, আপনার দৈনন্দিন লেনদেনের ৭০% আপনি বিকাশে করে ফেলছেন। এত বিস্তৃত সুবিধা কিন্তু আপনি আর কোথাও পাচ্ছেন না। তবে বিকাশে সমস্যাও আছে। সেটা হল খরচ এবং নিরাপত্তা। বিকাশে ক্যাশ আউটের খরচ নগদের চেয়ে দ্বিগুণ। বিকাশে বিদ্যুৎ বিলে ১% ফি। সেন্ড মানিতে ৫ টাকা ফি। কিন্তু নগদে এসব ভেজাল নেই। কিছু ক্ষেত্রে বিকাশের ফি অযৌক্তিকও। যেমন বিদ্যুৎ বিলে ফি কাটার যুক্তি আমি বুঝি না। যেখানে আমি ব্যাংকে ফ্রি ফ্রি দিয়ে আসতে পারি সেখানে আমি কেন বিকাশে ৫০ টাকা ফি দেব ৫০০০ টাকার বিদ্যুৎ বিলের জন্য? ঘরে বসে বিদ্যুৎ বিলের কথা বলা হলেও বিকাশের টাকা ভরার জন্য আমাকে ত বাজারেই যেতে হচ্ছে। তাই না?

    বিকাশের আরেকটা খারাপ দিক হল তাদের সিকিউরিটি দুর্বল। এক্ষেত্রে টাকা লেনদেনে আপনার সচেতনতাটাই জরুরি।

    সারকথা হল, বিকাশ নাকি নগদ ভাল তা নির্ভর করবে আপনি প্রফেশনালিজম নাকি টাকা কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন তার উপর। আমি ব্যক্তিগতভাবে প্রফেশনালিজমকেই বেশি গুরুত্ব দি, কাজেই নগদের তুলনায় বিকাশই আমার বেশি পছন্দ।

    ৫০ টাকা বাঁচতে গিয়ে ৫০০০ টাকা খোয়ানোর ইচ্ছে আমার নেই।

    • 878 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on March 18, 2021 in Computer.

    The answer to this question revolves around what you want to do with your laptop and your budget.

    If you don’t require to store a large amount of data, a 512 GB SSD laptop is best for you. A 512GB SSD laptop is faster than 1TB HDD+128 GB SSD. Besides, a 512 GB SSD is a smart drive to store essential programs such as operating systems, whole Microsoft Office apps, small video games, etc.

    But, if you want to store a large amount of data, a 512 GB SSD is not suitable for you. For instance, if you want to play large video games, using 512 GB SSD is not the right choice for you, since the more SSD becomes full, the less it performs. In that case, you need to use a 128 GB SSD+1TB HDD laptop. And, still, you get benefitted from the speed that 128 GB SSD provides you.

    Besides, if you regularly work on media files with high resolution, I recommend you to use 128 GB SSD+1TB HDD. This combination gives you both high speed and additional storage for your large files.

    On the other hand, an SSD is more expensive than an HDD laptop. The combination of SSD and HDD is also too pricey. So, I recommend you to determine your requirements. If you want to deal with lighter files, 512 GB SSD is fine even though it is costly.

    If you need to access online regularly along with storing a sufficient amount of data, 1 TB HDD + 128GB SSD laptop is best for you. And, if you just want to do some office works and store a sufficient amount of data, I don’t think you need an SSD laptop. Although an HDD laptop is slower than an SSD laptop, I don’t think spending money on an SSD laptop would be feasible for you.

    • 289 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 14, 2021 in Google.
    ছবির কোয়ালিটি খারাপ হওয়ার জন্য দায়ী হচ্ছে রেজুলেশন। প্রত্যেক দেশে বেসরকারি বিভিন্ন ধরনের ম্যাপ প্রদর্শনকারী কোম্পানিগুলোকে যেমন: Google Maps, Google Earth ম্যাপ প্রদর্শন করার জন্য একটি নির্দিষ্ট রেজুলেশন ফিক্সট করে দেয়, যে এর চেয়ে বেশি কোয়ালিটির ছবি তারা দেখাতে পারবে না।
    এটি করার মূল কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস। কারণ স্যাটেলাইটের মাধ্যমে একটি দেশের রুট নেটওয়ার্কিং সহ মিলিটারি বেস এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার তথ্য শত্রুপক্ষের দেশ যেনে যেতে পারে। আমেরিকা ফ্রান্স সহ অনেক দেশে এই রেজুলেশনের পরিমাণ অনেক বেশি পরিমাণে নির্দিষ্ট করা,কিন্তু এটি সব জায়গার জন্য নয় তাদের মিলিটারি বেস অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো আবার ঠিকই ব্লার দেখতে পারবেন।
    বিষয়টা হচ্ছে আমরা যখন ইউটিউবে 720p বা 1020p (HD) রেজুলেশন এ কোন একটা ভিডিও দেখি আর যখন 360p রেজুলেশনে দেখি সেটার মতো,সেখানে 720 বা 1020p রেজুলেশনের ভিডিওটা সবচেয়ে ভালো দেখায়, কারণ রেজুলেশন বেশি। ঠিক তেমনই বাংলাদেশ সরকারের স্যাটেলাইট ভিউয়ের জন্য যে রেজুলেশন নির্দিষ্ট করা রয়েছে তা যুক্তরাষ্ট্র সহ অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে কম, ফলে গুগল ম্যাপসে আমরা এত ঝকঝকে ছবি দেখতে পাই না। আরেকটি কারণ হলো বাংলাদেশ এরিয়াল ফটোগ্রাফি দ্বারা ম্যাপ দেখানো হয় না, অর্থাৎ এক ধরনের বিশেষ বিমানে অনেকগুলো ক্যামেরা ও সেন্সর লাগিয়ে চারপাশের ছবি তোলা এবং পরবর্তীতে Artificial intelligence দ্বারা সেটি স্যাটেলাইট ভিউয়ের ছবির সঙ্গে যোগ করা হয় না। কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল।
    কিন্তু বাংলাদেশে Google street view নামে একটি সার্ভিস চালু রয়েছে যার মাধ্যমে রাস্তার ঝকঝকে ছবি দেখা যায়। এছাড়া অনেক সময় বাংলাদেশের রাস্তার ডাস্ট পর্টিকেলস অনেক বেশি হওয়ায়, ভিসিবিলিটি কম হয়।ফলে অনেক সময় ছবি ব্লার আসে।
    • 889 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 23, 2021 in Internet.

    লেখার হেডিং টা পড়তে যদি আপনার দুই সেকেন্ড লাগে ততোক্ষনে অ্যামাজনে ১৩,৩১৮ টি পার্সেল ডেলিভারীর জন্য রেডি হয়ে গেছে। আর এই লেখাটা পড়ে শেষ করতে যদি আপনার এক মিনিট সময় লাগে ততোক্ষনে অনলাইনে বিশ্বজুড়ে ১০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ কেনাকাটা হয়ে গেছে! কি অবাক হলেন?

    বিলিভ ইট অর নট

    প্রতি ১ মিনিটে গুগল ২৪ লাখ সার্চ রেজাল্ট দেয়। [ফোর্বস ‘১৮]

    এপ্রিল ২০২০ ডোমো’র রিপোর্ট অনুযায়ী-

    প্রতি ১ মিনিটে অনলাইনে গ্রাহোকরা গড়ে বিশ্বজুড়ে ১০ লাখ মার্কিন ডলার সমপরিমাণে কেনাকাটা করেন।

    ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রতি ১ মিনিটে ৩৯ লক্ষ ৯ হাজার ৫৪০ টি পার্সেল ডেলিভারির জন্য প্রস্তুত করে।

    প্রতি ১ মিনিটে ১ লাখ ৫০ হাজার ফেসবুক ব্যবহারকারী নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করে এবং ১ লাখ ৫০ হাজার ছবি প্রতি মিনিটে ফেসবুকে আপলোড করে।

    হোয়াটস অ্যাপে প্রতি ১ মিনিটে ৪ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৭ জন ব্যবহারকারী বার্তা আদান-প্রদান করে।

    ইন্সটাগ্রামে ১ মিনিটে ৩ লাখ ৪৭ হাজার ২২২ জন ব্যবহারকারী তাদের স্টোরিতে ছবি আপলোড করে।

    টুইটারে প্রতি ১ মিনিটে নতুন ৩১৯ জন ব্যবহারকারী যুক্ত হন।

    ইউটিউবে প্রতি ১ মিনিটে যেসব ভিডিও আপলোড করা হয় তা একসাথে ৩০ হাজার ঘণ্টার বেশি।

    আর নেটফ্লিক্স এ যেসব ভিডিও প্রতি মিনিটে স্ট্রিমিং করেন ব্যবহারকারীরা তার সম্মিলিত যোগফল ৪ লাখ ৪ হাজার ৪৪৪ ঘণ্টা।

    লিংকড ইন-এ বিশ্বজুড়ে ১ মবনিটে ৬৯ হাজার ৪৪৪টি চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করেন ব্যবহারকারীরা।

    করোনার কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠা জুম-এ প্রতি ১ মিনিটে ২ লাখ ৮ হাজার ৩৩৩ জন ব্যবহারকারী কোন না কোন ভার্চুয়াল সভায় অংশ নেন।

    জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট কত মূল্যবান তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। উই স্লিপ বাট ডাটা নেভার স্লিপস।

    • 836 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on September 24, 2020 in Facebook.

    প্রশ্নটি দেখে অনেকেই চোখ কপালে তুলে দূরে সরে যাবেন! বলবেন এই হাসি ঠাট্টার প্রশ্ন করে কোন দুঃখে!

    How to earn 2000 from Facebook everyday?

    সবার স্বাভাবিক ভাবেই মনে হয় ফেসবুক তো একটা কথোপকথন, ছবি, পোস্ট ইত্যাদি করার অপ্রয়োজনীয় একটা মাধ্যম মাত্র, এখান থেকে টাকা উপার্জন কেমনে সম্ভব!!

    তো বলি আপনি আমি নিজে যা করি ভাবি অপর মানুষটাও হয়তো অনলাইনে বসে ঠিক আমার মতোই বেকার সময় অতিবাহিত করছেন! যাদের টাকা উপার্জনই একমাত্র লক্ষ্য তাদেরকে ফেসবুক, গুগল, ইউটিউব আর কোরা যেখানেই দেখতে পান না কেন, সে ঠিকই টাকা উপার্জনের পথ গুলো তার জন্য আরও সহজ করে নিচ্ছে।

    এখন বলি আসলেই কি প্রশ্নটি যথাযথ হয়েছে! আদৌ কি ফেসবুক থেকে দিনে ২০০০ টাকা উপার্জন করা সম্ভব।জানিনা ২০০০ টাকা দিনে উপার্জন সম্ভব কি না তবে মোটামুটি ভালোই উপার্জন সম্ভব হবে। তো আমার থেকে উত্তরটা হ্যাঁ ই হবে।তবে সম্পূর্ণটা আপনার উপরেই নির্ভর করে। কেন হ্যাঁ হবে সেটার উত্তর না দিয়ে আগে এমন নজির আছে কি না সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছিঃ

    • BigDawsTv: এটি একটি ইউটিউব চ্যানেলের নাম।এদের ফেসবুক পেইজে ভিডিও আপলোড করার মাধ্যমে গত বছর সবচেয়ে বেশি আয় প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়৷
    • Jay Shetty: ভারতীয় নাগরিক হওয়া সত্যেও গো উইসডম ভাইরাল ভিডিও করে ফেসবুক থেকে সবচেয়ে বেশি আয়ের তালিকায় নিজের নামটি শক্তপোক্ত ভাবেই স্থান করে নিয়েছেন।
    • Ankur Agarwal : ভারতীয় ইউটিউবার এবং পাশাপাশি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। যিনি ইউটিউবের থেকেও বেশি ফেসবুক এ আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেশি টাকা উপার্জন করেছেন।
    • Billi4You: ভারতীয় টেকনোলজি ভিত্তিক ইউটিউবার। যিনি তার ব্লগ ওয়েবসাইট ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল এর সহয়তায় ফেসবুক পেইজে সংযুক্ত করে অনেক আয় করেন।

    ভাবছেন যে ওনারা তো সবাই সেলিব্রিটি। বড় বড় ইউটিউবার, তারা তো আয় করবেনই। তাহলে বলি, তারা কি ভেসে ভেসে সেলিব্রিটি হয়ে গেছেন৷ তাদের জীবনে যথাযথ পরিশ্রমের নজির রয়েছে৷ তারাও আপনার মতোই শূন্য থেকেই শুরু করেছিলেন। তবে তারা শুরুতেই টাকা উপার্জনের চিন্তায় বিভোর ছিলেন না। পরিশ্রম না করে তো দিনে ২ টাকাও উপার্জন হবে না।

    এখন বলি কিভাবে আপনিও ঠিক ২০০০ টাকা না হলেও অন্তত ভালো একটা উপার্জন করতে পারেনঃ

    • ফেসবুক ভিডিও ক্রিয়েটিংঃ

    Facebook Video Creator:https://www.facebook.com/creatorstudio/

    আপনার এটির জন্য ফেসবুকে একটি পেইজ থাকতে হবে ১০০০০ ফলোয়ারস সহ এবং আপনি যদি ভিডিও ভালো তৈরি করতে পারেন তবে ৩ মিনিটের ভিডিও আপনার সেই পেজে আপলোড করার মাধ্যমে ফেসবুক মনিটাইজেশন পেতে পারেন। তবে মনিটাইজেশন এর আবেদন করার জন্য অবশ্যই গত দুই মাসে ৩০০০০ এর বেশি ভিডিও ওয়াচটাইম থাকতে হবে এবং ভিডিও কপিরাইট মুক্ত থাকতে হবে৷

    • ই-কমার্সঃ

    Facebook E-shop:About Facebook Page Shops

    বলবেন ই-কমার্স আবার ফেসবুকে কেন! তো বলি ওয়েবসাইট এর মতোই ফেসবুকও আপনাকে ই-কমার্স / ই-শপের ব্যবস্থা করে দিয়েছে। আপনার পাশাপাশি কোনো বিশ্বস্ত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে যদি তাদেরকে আশ্বস্ত করতে পারেন যে তাদের পণ্য বিক্রিতে আপনি আপনার ফেসবুক গ্রুপ / পেইজের মাধ্যমে অনেকটাই সহায়তা করতে পারবেন তো ই-কমার্স করার জন্য আর কোনো অসুবিধা থাকবে না। এজন্য আপনার ভালো কোনো ফেসবুক পেইজ অথবা গ্রুপ থাকলে আপনি ই-কমার্স শপ তৈরি করে নিতে পারেন।

    • আমাজন অ্যাফিলিয়েট / অন্যান্য অ্যাফিলিয়েটঃ

    Amazon Influencer/Affiliate:Amazon Influencer Program আপনি যদি ভারতের নাগরিক হন তো আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফেসবুকের মাধ্যমে করতে পারেন৷ এক্ষেত্রেও ভালো কোন প্রোডাক্ট পেইজ তৈরি করে নিতে হবে। আর যদি ভালো কোনো ফেসবুক পেইজ থেকেই থাকে তবে আমাজনের ইনফ্লুয়েন্সার হিসেবে অনেক অর্থ উপার্জন করা সম্ভব। এছাড়াও অন্যান্য অনেক বড় সাইট আছে অ্যাফিলিয়েশন এর জন্য। দেখুন আমি বাংলাদেশি বিধায় আমাকে আমাজন যুক্তরাষ্ট্র বেছে নিতে হয়েছে কিন্তু ভারতীয় হলে আমাজন ইন্ডিয়া থেকে অনেক বেশি সুবিধা হত। আমার আমাজন শপের একটা চিত্র দিলামঃ

    Link: Live Product’s’s Amazon Page

    • ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেলঃ

    Facebook Instant Articles: Homepage

    এক্ষেত্রে আপনার যদি কোনো ব্লগ ওয়েবসাইট থাকে তবে সেই ওয়েবসাইটের সাথে ফেসবুক পেইজ সংযুক্ত করে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক এর মাধ্যমে ফেসবুক পেইজ বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এমনকি এটা মোটা অংকের অর্থ প্রদান করে।

    • ফেসবুক গেমিংঃ

    Facebook Gaming Video Creator:

    Watch Live Video Game Streaming

    ইদানীং গেমিং টা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। ফেসবুকও গেমারদের জন্য পার্টনারশিপ প্রোগ্রাম অন্তর্ভুক্ত করেছে। এক্ষেত্রে আপনাকে অনলাইনে গেইম খেলতে হবে এবং সেটা সরাসরি ফেসবুক এ লাইভ স্ট্রিমিং করতে হবে। অনেক বেশি সুবিধা প্রদান করে গেমার দের জন্য৷

    জানিনা উপরের আইডিয়া গুলা আপনার ক্ষেত্রে কতটা উপযুক্ত হবে। পরিশ্রম করলে সব জায়গা থেকেই আপনি নতুন নতুন সম্ভাবনা গড়ে তুলতে পারেন। সময় তো লাগবেই। আজকেই যে দুই হাজার টাকা উপার্জন করা শুরু করতে পারবেন এমনটা তো নয়। পরিশ্রম করলে দিনে লাখ টাকাও উপার্জন সম্ভব।

    আমরা বলি ” আমি বেকার! আমার অর্থের অভাব! “, কিন্তু এদিকে শুধু অকারণেই সময় নষ্ট করি। একটু কাজে লেগে থাকলেই আজ লক্ষ বেকার আপনার পিছনে ছুটতো।

    কোনোরকম সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন।

    • 955 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on September 17, 2020 in Branding.

    কোম্পানি সংগঠনের নামের শেষে লিমিটেড(Ltd.) শব্দটি ব্যাবহার করা হয়। এর অর্থ সীমাবদ্ধ।

    কোম্পানি সংগঠন দুই ধরনের। ১/ প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং ২/ পাবলিক লিমিটেড কোম্পানি।

    কোম্পানির কোনো একক মালিক থাকে না। কোম্পানির মূলধনকে শেয়ারে বিভক্ত করা হয়। উক্ত শেয়ার মালিকগনই কোম্পানির মালিক। শেয়ার মালিকদের শেয়ার হোল্ডার বলা হয়।

    একজন শেয়ার হোল্ডারের দায় তার শেয়ার মূল্যের মধ্যেই সীমাবদ্ধ। কোনো কোম্পানিতে একজন ব্যক্তির যেই পরিমান শেয়ার আছে, সেই পরিমান দায় বহন করে। কোম্পানি যদি কখনো অতিরিক্ত লোকসান করে বা ঋনগ্রস্ত হয়ে পরে, সে ক্ষেত্রে শেয়ার হোল্ডার তার ব্যাক্তিগত তহবিল থেকে উক্ত লোকসান বা ঋন বহনে বাধ্য নয়।

    ধরুন কোনো কোম্পানি তে আমার ৫০০০ টাকার শেয়ার আছে। কোম্পানি যদি কোনো সময় লোকসান করে বা ঋনগ্রস্ত হয় তখন আমার শুধু এই পাচ হাজার টাকাই লোকসান হবে। আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে আর একটি টাকাও কোম্পানির পাওনাদার কে পরিশোধ করতে বাধ্য নই। আমার দায় উক্ত ৫০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ।

    শেয়ার হোল্ডারদের এই সীমাবদ্ধ দায় কে লিমিটেড শব্দ দ্বারা প্রকাশ করা হয়।

    এক কথায় বলতে গেলে, কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ বিধায় কোম্পানির নামের শেষে লিমিটেড(Ltd) শব্দ ব্যবহার করা হয়।

    অন্য কেউ হয়তো আরো ভালো ভাবে বুঝাতে পারবে।

    • 1575 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on August 11, 2020 in Solution.

    দারুন প্রশ্ন।

    তবে উত্তরের জন্য আমাদেরকে ইতিহাস আর সংস্কৃত,হিন্দি ও বাংলা ভাষার শব্দকোষ খুলে দেখতে হবে।

    বর্তমান

    ভারতের নতুন ১০০ টাকার নোটে ২২টি সরকারি ভাষার মধ্যে ১৫টি ভাষায় এটি লেখা থাকে।

    ইতিহাস

    ভারতীয় উপমহাদেশে কয়েন কারেন্সি আসে ষষ্ট খ্রিস্টপূর্বে। এর মূল্য কয়েন তৈরির উপাদানের তথা রুপা, তামা ইত্যাদির শতাংশের উপর নির্ভর করে নির্ধারিত হতো।

    ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতীয় উপমহাদেশে এক ধরণের কয়েন চালু করেছিল, কয়েনেজ এক্ট ১৮৩৫ দ্বারা। কিন্তু সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারত সরাসরি ব্রিটিশরাজের অধীনে চলে আসে, তারপর রাজা ষষ্ট জর্জ এই নোট চালু করেন। ভারতে টাকার যে নোট ব্যবহার করি তা শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে পেপার কারেন্সি এক্ট ১৮৬১ দ্বারা।

    পেপার কারেন্সি হলো টোকেন কারেন্সি যার মূল্য নোটের ওপর নয়, নোট যে অথোরিটি ইস্যু করছে, এখান যেমন RBI তার গ্যারান্টির উপর নির্ভর করছে।

    টোকেন কারেন্সি ভারতে প্রথম মোহাম্মদ বিন তুঘলক চালু করেন তথা তামার কয়েন। সোনা, রুপা, তামার কয়েন সময়ের সাথে ক্ষয়ে যায়, ফলে তাতে সোনা রুপার শতাংশ ও কমে যেত। একে debasement বলে, যেটি কাউন্টার করার জন্য টোকেন কারেন্সি আনা হয়।

    ব্যুৎপত্তি

    রুপি শব্দটি এসেছে হিন্দি শব্দ রূপাইয়া থেকে, যেটি এসেছে সংষ্কৃত শব্দ রৌপ্য থেকে, যেহেতু সেই সময়ে বড় লেনদেনের জন্য রুপোর মুদ্রা এবং সোনার মুদ্রা ব্যাবহার করা হতো, এখন যেমন ৫০০,২০০ এর নোট ব্যবহার করা হয়। ব্যুৎপত্তিগত ভাবে এটি ইংরেজি শব্দ নয়, সম্পূর্ণ দেশি। আবার টাকা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ টঙ্ক (tankhya/tanka) থেকে, যার অর্থও রূপা। যেমন ফিরোজ শাহ তুঘলকের প্রধানমন্ত্রী বা ওয়াজির পেতেন বাৎসরিক ১৫,০০,০০০ টঙ্ক।

    বঙ্গে সবসময় টাকা শব্দটি যেকোনো মুদ্রা বা ধাতবমুদ্রাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। ১৪ শতাব্দীতে ইবনে বতুতা লক্ষ্য করেছিলেন যে বাংলা সালতানাতের লোকজন, সোনা এবং রূপার ধাতব মুদ্রাকে দিনার না বলে “টাকা” বলতো। বাংলা ভাষার একটি অংশ হিসেবে বাঙালিরা সব ধরনের কারেন্সি বা নোট বা মূলধন বোঝাতে ‘টাকা’ শব্দটি ব্যবহার করে থাকে।

    অর্থাৎ টাকা, রূপাইয়া, সবেরই আক্ষরিক অর্থ রুপাতে ফিরে যাচ্ছে, এখান থেকেই আসছে বর্তমানের ₹ বা রুপি।

    আশা করি আমি আপনার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পেরেছি। আপভোট দিয়ে ও মন্তব্যের মাধ্যমে জানান কেমন লাগলো।

    • 953 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on August 10, 2020 in Mobile.

    একটা কথা মনে রাখা জরুরী, এ পৃথিবীতে কিছুই ফ্রী না। কোন না কোনভাবে সেবাদানকারী তার সেবার বিনিময় করেই থাকেন। আর অনলাইনে আমরা যে সেবাগুলো “কথিত” বিনামূল্যে পাচ্ছি, সেটাও ফ্রী না। এর পেছনে রয়েছে আড়ি পেতে তথ্য সংগ্রহের খুবই নোংড়া একটা পলিসি।

    হুম আপনি ঠিকই শুনেছেন, “তথ্য সংগ্রহ”। প্রত্যক্ষভাবে আমরা গুগল-ফেসবুক থেকে বিভিন্ন প্রােডাক্ট ফ্রী ব্যবহার করলেও গুগল-ফেসবুক পরোক্ষভাবে আমাদেরকেই তাদের প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে।

    হোয়াটস এ্যাপের পলিসিটাও গুগলের থেকে ব্যতীক্রম কিছু না। আপনি অপরজনের সাথে কি বিষয় নিয়ে কথা বলছেন সেটা খুবই সূক্ষ্মভাবে পর্যালোচনা করে তারা। তারা যতই বলুক, যে তারা ব্যবহারকারীর কোন তথ্য সংগ্রহ করে না। এটা মিথ্যা এবং চূড়ান্তভাবে মিথ্যা। বিশ্বাস হচ্ছে না? হোয়াটস এ্যাপে কোন বন্ধুর সাথে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করুন। খুব শীঘ্রই আপনি ফেসবুকে উক্ত প্রোডাক্টের বিজ্ঞাপন দেখতে পাবেন।

    • 932 views
    • 1 answers
    • 0 votes