Taariif's Profile

1251
Points

Questions
64

Answers
61

  • Asked on July 1, 2020 in Solution.
    রি-এন্ট্রি ভিসা এর জন্য চেক লিষ্টসহ,ভিসা ফি সম্পূর্ণ
    🌟🌟কারা আবেদন করবেন?
    দেশে গিয়ে যাদের সোজ্জর্ণের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের রি এন্ট্রি ভিসা নিয়ে আসতে হবে যেটি সম্প্রতি নোটিশ জারি করেছে বাংলাদেশ এ অবস্থিত ইতালিয়ান দূতাবাস এবং ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
    👉আবেদনকারী যিনি ইতালি গিয়েছেন কিন্তু বর্তমানে ১২ মাসের চেয়ে বেশি সময় ধরে বাংলাদেশে থাকছেন (Soggiorno) তাকেও পুন:প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে।
    👉Permesso di Soggiorno ধারী প্রবাসী বাংলাদেশে ৬ মাস এর থেকে বেশি সময় বাস করেন এবং Carta di Soggiorno ধারী প্রবাসী বাংলাদেশে ১২ মাসের বেশি সময় বাস করেন তাকেও পুন:প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে।
    চেক লিস্ট রি-এন্ট্রী ভিসা ইতালির জন্য।
    ১) ন্যাশন্যাল “ডি” টাইপ ভিসা
    ফরমের ২৯,৩১ ও ৩২ খালি ঘর গুলো ইতালিতে যারা থাকেন তাদের জন্য নয়।
    ২) সদ্য তোলা ছবি যার ব্যাকগ্রারাওন্ড সাদা হবে(৪.০×৩.৫) সেন্টিমিটার।
    ৩)কমপক্ষে পাসপোর্টের মেয়াদ ৩ মাস বা তার বেশী থাকতে হবে। এরপর ইতালি থেকে পাসপোর্টে বহির্গমনের সিলের ফোটকপি লাগবে। তারপর পাসপোর্টের ১ম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত ফোটকপি করতে হবে।
    ৪) ৪নং টা যাদের soggiorno / passport হারিয়েছে গেছে তাদের জন্য।
    ৫) একটা আবেদন পত্র লাগবে (আবশ্যক) ইতালিয়ান / ইংরেজী ভাষায়।
    ৬) এরার লাইন টিকিট বুকিং এর কাগজ লাগবে।
    ৭) ৩০ হাজার ইউরোর হেলথ ইন্সুরেন্স লাগবে।
    ৮)ভিসা ফি প্রদান করতে হবে।
    ৯।ভিসা ফি প্রায় ১৩০০০ হাজার টাকার মতো।
    • 1049 views
    • 1 answers
    • 0 votes