zidaneee's Profile

1731
Points

Questions
64

Answers
109

  • Asked on February 17, 2021 in Internet.

    সাধারণ মানুষ ইন্টারনেটে যা সার্চ করতে পারে তাকে ওপেন ওয়েব বলে। মানে ধরুন ফেসবুক, ক্যোরা এগুলো ওপেন ওয়েব সাইট। মজার ব্যাপার হল ইন্টারনেটর মাত্র ১% এই ওপেন ওয়েব‌।

    তবে আপনি যদি আপনার সেটিংস বদলে ফেলেন এবং আপনার প্রোফাইলকে সার্চ ইঞ্জিনের আওতায় বাইরে রাখেন সে ক্ষেত্রে আপনার প্রোফাইল ডীপ ওয়েবের আওতায় চলে আসবে। মানে সার্চ ইঞ্জিন ব্যবহার করে যে তথ্য বা ওয়েবসাইট আপনি খুঁজে পাবেন না তাই ডীপ ওয়েবর আওতায় আসে। যেমন ধরুন আপনার ব্যাংক একাউন্টের তথ্য, আপনার ইমেইল গুলো এগুলো ডীপ ওয়েবে ফেলা যায়। এগুলো ইন্টারনেটেই আছে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। কিন্তু এগুলো কোন ভাবেই বেআইনি নয়। অনেকে ডীপ ওয়েব এবং ডার্ক ওয়েব এক জিনিষ ভাবে কিন্তু দুটো আলাদা।

    তাহলে ডার্ক ওয়েব কী?

    আপনারা হয়েতো Tor এর নাম শুনেছেন। এটার দ্বারা আপনি আপনার পরিচয় গোপন করে ইন্টারনেটে বিচরণ করতে পারবেন। এই টর মার্কিন নৌবাহিনী তৈরী করেছিল। এটা তারা তৈরী করেছিল কারণ যুদ্ধের সময় সামরিক তথ্য আদান প্রদানের সব পন্থা নষ্ট হয়ে গেলে তারা সাধারণ ইন্টারনেটের মাধ্যমে যাতে সুরক্ষিত ভাবে তথ্য আদান-প্রদান করতে পারে।

    টর ব্রাউজারের হোমপেজ।

    এবার Tor Hidden Services ব্যবহার করে আপনি গোপন ওয়েবসাইট হোস্ট করতে পারেন। সাধারণ ওয়েব সাইটের শেষে যেমন .com, .org, .in, .us থাকে সেরকম এই গোপন ওয়েবসাইট গুলোর শেষে .onion থাকে। টরের আরাক নাম আনিয়ান রাউটার কারণ এখানে একজনের পরিচয় পেঁয়াজের খোসার মতো একের পর এক লেয়ারের পিছনে লুকানো।

    টর নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটার আছে যারা আপনার হয়ে ওয়েব সাইট রিকোয়েস্ট করে। এই রিকোয়েস্ট বিভিন্ন কম্পিউটারে রিলে হয়ে এবং সার্ভার ভাবে এটা অন্য জায়গা থেকে আসছে।

    তো এই গুপ্ত ওয়েবসাইট গুলো কেবল মাত্র টর ব্যবহার করে খোলা যায় এবং যদি আপনি ওয়েবসাইটের নাম না জানেন সে ক্ষেত্রে টর ব্যবহার করেও এই ওয়েবসাইট আপনি খুলতে পারবেন না। এই কারণে অসামাজিক ব্যক্তিরা গুপ্ত ওয়েবসাইট খুলে তাতে অনৈতিক এবং অসামাজিক কাজ করে যেমন ড্রাগ বেচা, বন্দুক বেচা, মানুষ বেচা এরকম হরেক রকম বস্তু বেচা যা সাধারণ ভাবে বেআইনি। এই ধরনের ওয়েবসাইটগুলো ডার্ক ওয়েবের আওতায় আসে।

    বেচা কেনা ছাড়াও জঙ্গি এবং উগ্রপন্থীরা ফেসবুকের মত ওয়েবসাইট বানিয়ে তাতে তথ্য আদান প্রদান করে। হামলা বা নাশকতার ছক বানায়। এগুলোও ডার্ক ওয়েবের আওতায় আসে।


    তবে টরের অনেক ভালো ব্যবহার আছে। চিন, ইরানের মতো দেশে ইন্টারনেট কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এখানে সরকারের বিরুদ্ধে মুখ খুলতে অনেকে টর ব্যবহার করে। জার্নালিস্টরা তাদের সোর্সের সঙ্গে সুরক্ষিত ভাবে তথ্য আদান-প্রদান করতে ব্যবহার করে টর।

    তার মানে ইন্টারনেটে যে সব সাইটগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় এবং তা ব্যবহার করা হয় অনৈতিক কাজকর্ম করতে সেগুলোকে ডার্ক ওয়েব বলে।

    ছবিগুলো গুগল ইমেজর মাধ্যমে নেওয়া।

    • 916 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 16, 2021 in Health.

    ওজন কম হওয়ার কারণ

    বিভিন্ন কারণে ওজন কম হতে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস, জেনেটিক কারণ, মানসিক স্বাস্থ্য সমস্যা, ডায়রিয়া, ক্যান্সার, ডায়বেটিস, এইডস, হাইপারথাইরয়েডিজম, আর্থ্রাইটিস, যক্ষ্মা, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ড্রাগ নেওয়া ইত্যাদি। এছাড়া বয়সের জন্যও ওজন কমবেশি হয়ে থাকে। ওজন বাড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম এইদিকগুলো লক্ষ্য রাখতে হবে।

    চলুন জেনে নেই মোটা হওয়ার সহজ উপায়গুলো

    সমস্যা যখন রয়েছে তখন এর সমাধানও আছে। মোটা হওয়ার জন্য কিছু সহজ পদ্ধতি চলুন জেনে নেই।

    (১) ব্যায়াম করা

    অনেকেই ভেবে থাকেন ওজন কমাতেই ব্যায়াম প্রয়োজন, কিন্তু এই ধারণা মোটেও ঠিক না। ওজন কমাতে যেমন ব্যায়াম  প্রয়োজন ঠিক তেমনি ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই প্রয়োজন। এক্ষেত্রে শুধু দৌড় ঝাঁপই যথেষ্ট না। দরকার প্রতিদিন নিয়ম করে জিম করা। জিমে অভিজ্ঞ ট্রেইনার থাকেন। আপনার ওজন এবং চেহারা দেখে তিনিই আপনাকে বলে দিবেন কোন ব্যায়াম আপনার করতে হবে।

    (২) বার বার খাবার গ্রহণ 

    বার বার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিৎ। প্রতি ২ ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খেতে হবে। কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা ২ ঘন্টা পর পর বেশি করে খেতে হবে। এসময় আপনি দুধ, দই, ফল, ছানা ইত্যাদি দিয়েই পূরণ করতে পারেন। এতে আপনার শরীরে পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে। এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায়।

    (৩) খাবারে রাখুন কার্বোহাইড্রেড 

    মোটা হওয়ার জন্য খাবারে রাখুন কার্বোহাইড্রেড - shajgoj.com

    ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেড খুবই প্রয়োজন। খাবারের তালিকায় কার্বোহাইড্রেড অবশ্যই রাখবেন। ভাত ও রুটি কার্বোহাইড্রেডের প্রধান উৎস। তাই প্রতিদিন অন্তত ২ বার কার্বোহাইড্রেড খাবেন। ভাত ও রুটি কার্বোহাইড্রেডের প্রধান উৎস তার মানে এই নয় যে বেশি বেশি খাবেন। আপনাকে অতিরিক্ত ফ্যাটের দিকেও লক্ষ্য রাখতে হবে। তাই প্রতিদিন কার্বোহাইড্রেড খাবেন পরিমিত কিন্তু সাধারণের তুলনায় কিছুটা বেশি। মোটা হওয়ার সহজ উপায় গুলোর মধ্যে এটি অন্যতম।

     (৪) বেশি ক্যালোরি গ্রহন

    ওজন কমানোর ক্ষেত্রে আমরা বেশি ক্যালোরি বার্ন করি এবং কম ক্যালোরি গ্রহণ করি। কিন্তু এই ক্ষেত্রে উলটা হবে যতটুকু ক্যালোরি বার্ন করবেন তার দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করতে হবে। ওজন বৃদ্ধির জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি নিন। ওজন দ্রুত বৃদ্ধি করতে চাইলে দিনে ৬০০-৭০০ ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে আর যদি ওজন আস্তে আস্তে বাড়াতে চান তাহলে প্রতিদিন ৪০০-৫০০ ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। এভাবে এক সপ্তাহ করলেই আপনার ওজন বৃদ্ধি পাবে।

     (৫) সঠিক প্রোটিন গ্রহণ

    ওজন বৃদ্ধি করতে শুধুমাত্র ক্যালোরিই যথেষ্ট না। ক্যালোরির পাশাপাশি সঠিক প্রোটিন গ্রহণ করতে হবে। সঠিক প্রোটিন গ্রহন না করলে ক্যালোরি বাড়তি ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, ডাল ও দুধ অবশ্যই রাখবেন।

    (৬) ড্রাই ফ্রুটস খাবেন 

    মোটা হওয়ার জন্য ড্রাই ফ্রুটস খাবেন - shajgoj.com

    ড্রাই ফ্রুটসে আছে প্রচুর ক্যালোরি ও ফ্যাট যা ওজন বৃদ্ধিতে অনেক কাজে দিবে। প্রতিদিন ঘুম থেকে উঠেই ২টি কাজু ও ২টি কিসমিস খাবেন। এইটা কোনভাবেই ভুলবেন না। আর সকালের নাস্তায় রাখুন আমন্ড বা পেস্তা। ওজন বৃদ্ধিতে আপনার ডায়েট চার্টে বাদামের পরিমাণ বেশি রাখুন। এভাবে নিয়ম মেনে ড্রাই ফ্রুটস খেলে দেখবেন এক মাসের মধ্যেই আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে।

    (৭) টেনশনমুক্ত থাকুন

    সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন। ওজন বৃদ্ধিতে যেমন টেনশনমুক্ত থাকা প্রয়োজন ঠিক তেমনি ওজন কমাতেও টেনশনমুক্ত থাকা খুবই আবশ্যক। আজকাল টেনশনমুক্ত থাকা খুবই কঠিন তাও চেষ্টা করবেন যতটা সম্ভব টেনশনমুক্ত থাকার।

    (৮) ঘুম

    শরীর ঠিক রাখতে ঘুম খুবই প্রয়োজন। প্রতিদিন ৮ ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। এর থেকে কম হওয়া যাবে না। এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে ইয়োগা বা যোগাসন করুন। এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে।

    (৯) ঘুমানোর আগে দুধ মধু খান

    ঘুমোতে যাওয়ার আগে এমন কিছু খেতে পারেন যা বেশ পুষ্টিকর এবং ক্যালোরিযুক্ত। কারণ সেটা ঘুমিয়ে পরছেন বলে খরচ হচ্ছে না এবং পুরো রাত আপনার শরীরে ক্যালোরির কাজ করবে এবং ওজন বৃদ্ধি করবে। তাই প্রতিদিন ঘুমানোর আগে দুধ ও মধু মিশিয়ে খান। এটি ওজন বৃদ্ধিতে পরীক্ষিত এবং মোটা হওয়ার সহজ উপায়।

    (১০) বাহিরের খাবার

    মোটা হওয়ার জন্য বাহিরের খাবার - shajgoj.com

    সচরাচর বাহিরের খাবার খেতে আমরা নিষেধ করে থাকি। কিন্তু ওজন বৃদ্ধিতে বাহিরের খাবার যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রি, বার্গার ইত্যাদি খাবার খুবই কার্যকরী। তাই আপনি চাইলে এগুলো খেতে পারেন কিন্তু তা হবে পরিমাণমতো। আপনার প্রতিদিনের ডায়েটে চকলেট এবং চিজও রাখতে পারেন।

    ওজন বৃদ্ধি, হ্রাস অথবা শারীরিক যেকোন কাজের ক্ষেত্রেই পানি খুব উপকারী। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। নিয়ম করে এই মোটা হওয়ার সহজ উপায় লক্ষ্য করলেই আপনি ওজন বৃদ্ধি করে পাবেন সুন্দর স্বাস্থ্য। নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ্য থাকুন।

     

    • 885 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 16, 2021 in Computer.

    It’s miles essential which you take excellent care of your laptop to preserve it working nicely. Following those smooth steps will make certain that your computer lasts longer and calls for less renovation. As a delivered bonus, many of the steps will also preserve your computer’s pace. It’s also useful to do a take a look at of the computer sometimes which will cast off any errors or troubles which would possibly have crept in throughout the routine utilization.

    Best Tip For Use Your Laptop Effectively !!

    1. Don’t on/use your laptop while you are not in normal temperature, extreme cold as well as hot can damage your laptop hardware very badly so be aware.
    2. please maintain a distance from appliances that generate a strong magnetic field(ex. sound system, tv, washing machine). even your mobile while you are using your laptop.
    3. A laptop can easily heat up compared to any desktop computer, so use external fan/cooler when you are you are using it for a long time.
    4. Most importantly don’t put your laptop above just anything non-flat surface, keep it on the proper place only otherwise that could prevent sufficient ventilation.
    5. Keep your laptop very secure with an antivirus that can help you very effectively to secure your hole machine and data as well.
    6. Put a strong password in your laptop and you can keep an option for the guest user
    7. Use a VPN service !! yes it can help in privacy. VPN reroutes your net connection to secure networks, in which a hacker cannot steal your information.
    8. You should always use a good quality bag or a cushiony case which prevents major crack if you have gone through an accident.
    • 261 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 12, 2021 in Technology.

    ভাল ইয়ারফোন চেনার একমাত্র উপায় হচ্ছে ব্র‍্যান্ডেড ইয়ারফোন কেনা। বেশিদিন টিকবে এরকম ইয়ারফোন কিনতে চাইলে অবশ্যই ভাল কোনও ব্র‍্যান্ডের ইয়ারফোন কিনবেন।

    স্বল্প দামের মধ্যে চাইনিজ ব্র‍্যান্ডগুলোর মধ্যে রয়েছেঃ শাওমি, ওয়ানপ্লাস, লেনোভো এবং উইসি। ব্র‍্যান্ডের ইয়ারফোন গুলোর দাম কিছুটা বেশি পড়লেও এদের ইয়ারফোন গুলো বেশ টেকশই হয়। আরও ভাল চাইলে কিনতে পারেন এডিফায়ার, একেজি, সনি কিংবা সেনহাইসার এর ইয়ারফোন।

    বর্তমানে আমার ব্যবহৃত ওয়ানপ্লাস বুলেটস যেড ওয়্যারলেস। কম দামে চমৎকার একটি ব্লুটুথ ইয়ারফোন। ছবিঃ আমার তোলা।

    ইয়ারফোন কেনার আগে অবশ্যই ইয়ারফোনের স্পেসিফিকেশান দেখে কিনবেন, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আগে ব্যবহার করে শব্দের মান যাচাই করে নেয়া যায় না। বিশেষত ‘সাউন্ড প্রেশার লেভেল’। এটি যত বেশি হয়, ইয়ারফোনের শব্দ ততটা জোড়ালো হয়। এটিকে ‘db’ দিয়ে প্রকাশ করা হয়। ১০০ এর উপরে থাকা আমি ভাল মনে করি।

    সাথে ‘ড্রাইভার সাইজ’ টিও দেখে নিতে পারেন। যত বড় ড্রাইভার সাইজ, তত পরিষ্কার এবং ওয়াইড সাউন্ড লেভেল পাওয়া যায় ক্ষেত্র বিশেষে।

    তবে বেস আলাদাভাবে বোঝা যায়, এরকম কোনও পদ্ধতি আমার জানা নেই।

    ব্লুটুথ কিনলে ব্যাটারি ব্যাক-আপ কেমন হবে, সেই সাথে মাইক্রোফোনের মান কেমন হবে, এগুলো ইউটিউব থেকে রিভিউ দেখে নিতে পারেন।

    মনে রাখবেন গেইম খেলার জন্য পুরোপুরি যোগ্য ব্লুটুথ ইয়ারফোন কিংবা হেডফোন এখনও কোনও প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি।

    সেক্ষেত্রে আপনার ফোনের পোর্টটি যদি হয় টাইপ-সি, কিনে নিতে পারেন টাইপ-সি ইয়ারফোন। বর্তমান বাজারে ওয়ানপ্লাস এর টাইপ-সি ইয়ারফোনটি স্বল্প দামের ভেতর বেশ চলছে।

    ওয়ানপ্লাস টাইপ-সি বুলেটস। কথা বলার জন্য মাইক্রোফোনের মান অসাধারণ ইয়ারফোনটির। শব্দের মানও চমৎকার। আমি এটিকে ল্যাপটপের সাথেও ব্যবহার করছি। ছবিঃ আমার তোলা।

    চেষ্টা করবেন একটু দাম দিয়ে ব্র‍্যান্ডের ইয়ারফোন কিনতে। আপনি ঠকবেন না। অনেকদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

    ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।

    • 903 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 11, 2021 in Internet.

    আপনি অনেক মাধ্যমেই ছবি শেয়ার করতে পারেন ছবির মান নষ্ট হওয়া ব্যতীত।

    • যদি কাছাকাছি হয় তবে আপনি ব্লুটুথ কিন্তু “শেয়ার ইট” এর মতো অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারেন।

    আর যদি দূরবর্তী কোথাও হয় তবে আপনি এই সমস্ত সার্ভিসের মাধ্যমে ছবির মান নষ্ট হওয়া ব্যতীত ছবি শেয়ার করতে পারেন👇👇

    জিমেইল: এটি অন্যতম একটি মাধ্যম ছবির মান নষ্ট হওয়া ব্যতীত ছবি শেয়ার করার।

    গুগল ড্রাইভ: এখানে ছবি রেখে তারপর তার লিঙ্ক শেয়ার করার করতে হবে।

    মেগা: এটি নিউজিল্যান্ড ভিত্তিক ক্লাউড সার্ভিস। এটির গুগল ড্রাইভের মতই। তবে এখানে গুগল ড্রাইভের চেয়েও বেশি ফাইল স্টোরেজ করতে পারবেন। প্রায় ৫০ জিবি।

    এছাড়াও আরো অনেক ক্লাউড সার্ভিস রয়েছে যার মাধ্যমে আপনি ওখানে ফাইল কিংবা ছবি আপলোড করে তার লিংক শেয়ার করতে পারেন ছবির মান নষ্ট হওয়া ছাড়াই।

    • 905 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 7, 2021 in YouTube.

    হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখে আয় করার উপায় আছে, এজন্য আপনাকে Home – Work Up Job ওয়েবসাইটে গিয়ে একটা একাউন্ট তৈরি করতে হবে, এরপর সেখানে এমন অনেক ছোট খাটো কাজ পাবেন যেগুলো করে আয় করতে পারবেন।

    আপনি চাইলে সেখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আয় করতে পারবেন এবং ভিডিও দেখেও আয় করতে পারবেন, এবং আপনার চ্যানেলের জন্য‌ও সাবস্ক্রাইব ও ওয়াচটাইম কিনতে পারবেন।

    বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখুন

    • 929 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 4, 2021 in Solution.

    According to the Births and Deaths Registration Act of 2004 (Click Here), birth of any person has to be registered. The father or mother or guardian or the prescribed persons shall be liable to provide information related to birth of a child to the Registrar (Bangladesh Missions abroad if born outside Bangladesh) within 45 (forty-five) days of the child’s birth.

    The birth certificate issued under this Act is one of the primary evidences of age of a person to any office or court or school-college, government and non-government organisation including the following:

    1. Issuance of passport;
    2. National Identity Card
    3. Registration of marriage;
    4. Admission into educational institutions;
    5. Appointment in government or non-government organisation;
    6. Issuance of driving license;
    7. Preparation of voter list;
    8. Land registration and
    9. Other cases as prescribed by rule.
    How to apply:
    1. Apply online at the link http://bris.lgd.gov.bd/pub/ and get a print of the application.
    2. Make the payment (Please see the “Modes of Payment”)
    3. Send the following documents to the High Commission:
    1. Printed copy of the online application;
    2. Documents certifying name, date of birth, parents’ name, permanent address (certified copy of birth certificate/passport/NID)
    3. One copy passport size photograph;
    4. For children born outside Bangladesh, certified copy of birth certificate has to be accompanied by certified copy of either parents’ Bangladesh passport (valid or expired)
    5. Proof of payment;
    6. In case of sending the documents by mail, please send a self-addressed pre-paid registered return envelope (requiring signature on delivery) or arrange pre-paid return courier. (Please see more on Modes of Delivery).
    Processing time:

    15 days after fulfilling all the requirements

    Fees:
    1. Within 45 days of birth: Free of charge
    2. After 45 days of birth: A$ 2.00
    Modes of Payment: (Click here)
    Please note:
    • the High Commission receives application by mail or directly at the High Commission in person. It does not process any application sent by email.
    • The High Commission is not responsible for documents lost or delayed in mail / Courier.
    • For applications in person- please appear at the High Commission between 9.30 am to 12.30 pm on working days. No application in person would be received beyond this time except in case of emergency.
    • 307 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 2, 2021 in Health.

    এনারা সকলেই ভালো স্ক্রিন বিশেষজ্ঞ

     

    অধ্যাপক ডাঃ হাসিবুর রহমান
    এমবিবিএস, এফসিপিএস (ডার্মাটোলজি ও ভিডি) এমআরসিপিএস (গ্লাসগো-ইউকে),
    এফআরসিপি (এডিন-ইউকে) এফএসিপি (মার্কিন যুক্তরাষ্ট্র), ইএডিভি ফেলো (মিউনিখ-জার্মানি)
    লেজার থেরাপি, প্রসাধনী ডার্মাটসার্জারি এবং যৌন চিকিৎসা (দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, লাহোর, দুবাই, ফ্রান্স, স্লোভাকিয়া, চীন, কোরিয়া, জাপান) প্রশিক্ষণপ্রাপ্ত
    সদস্য, ইউনিভার্সিটি ডারম্যাটোলজি এবং ভেনরোলজি একাডেমী
    আন্তর্জাতিক ফেলো, ডার্মাটোলজি আমেরিকান একাডেমী
    চামড়া, চুল, পেরেক, এলার্জি, অঙ্গরাগ ডার্মাটাসোজেন এবং যৌন চিকিৎসা বিশেষজ্ঞ
    কনসালটেন্ট: চর্মরোগ ও ভেনরিওলজি
    অ্যাপোলো হসপিটাল ঢাকা
    ই-মেইল: dr_cosmoderma@yahoo.com
    মোবাইল: 01711318709
    চেম্বার: এ্যাপোলো হসপিটালস ঢাকা
    অবস্থান: প্লট # 81, ব্লক # ই, বসুন্ধরা আর / এ, ঢাকা – 1২২9
    ফোন: + 880-2-8401661, 8845২২২২, সেল: +880 1841276556, হটলাইন: 10678

    ডঃ জাকির আহমেদ
    যোগ্যতা: এমবিবিএস, ডিডিভি
    পদবী: সহযোগী অধ্যাপক
    দক্ষতা: চর্মরোগ
    সংগঠন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
    চেম্বারঃ গ্রীন লাইফ হসপিটাল লিমিটেড, ঢাকা, বাংলাদেশ
    অবস্থান: 32, গ্রীন রোড, রুম নং – 410, ধানমন্ডি, ঢাকা – 1205, বাংলাদেশ
    ফোন: + 880-2-9612345-50
    ডা। রুবাইয়া আলী
    যোগ্যতা: এমবিবিএস, ডিডিভি, এফসিপিএস (ডিভি)
    পদবী: সহযোগী অধ্যাপক
    অ্যাড-দিন মেডিকেল কলেজ হাসপাতাল
    বিশেষজ্ঞ: চর্মচিকিৎসা এবং Venerology
    চেম্বারঃ অ্যাপোলো হসপিটাল ঢাকা
    অবস্থান: প্লট # 81, ব্লক # ই, বসুন্ধরা আর / এ, ঢাকা – 1২২9
    ফোন: + 880-2-8401661, 8845২২২২, সেল: +880 1841276556, হটলাইন: 10678

    অধ্যাপক ডঃ শাহ আতাউর রহমান
    যোগ্যতা: এমবিবিএস, পিএইচডি (জাপান)
    অধ্যাপক ড
    দক্ষতা: চর্মরোগ
    সংস্থা: ইউনাইটেড হাসপাতাল লিমিটেড
    চেম্বার: ইউনাইটেড হাসপাতাল লিমিটেড
    অবস্থান: প্লট 15, রোড 17, গুলশান
    ফোন: +880-2-8836000, 8836444

    অধ্যাপক লে। কর্নেল (অব।) ডঃ ক। মাহাবুব উল্লাহ
    এমবিবিএস, ডিডিভি, এমসিপিএস, এমডি, লেজার সার্জারিতে প্রশিক্ষিত (মার্কিন যুক্তরাষ্ট্র)
    পদবী: সমন্বয়কারী ও সিনিয়র কনসালটেন্ট
    বিশেষজ্ঞ: চর্মচিকিৎসা এবং Venerology
    সংস্থা: আপোলো হসপিটালস ঢাকা
    চেম্বার: এ্যাপোলো হসপিটালস ঢাকা
    অবস্থান: প্লট # 81, ব্লক # ই, বসুন্ধরা আর / এ, ঢাকা – 1২২9
    ফোন: + 880-2-8401661, 8845২২২২, সেল: +880 1841276556, হটলাইন: 10678

    অধ্যাপক ড। এ। জেড এম মঈদুল ইসলাম
    যোগ্যতা: এমবিবিএস, ডি.ডি., এেল (প্যারিস), ডিটিএইএ এএসডি ও ভি, এএএএএডিএ (মার্কিন যুক্তরাষ্ট্র), এফসিপিএস
    পদমর্যাদা: সাবেক চেয়ারম্যান ও প্রধান, ডার্মাটোলজি ডিপার্টমেন্ট, বিএসএমএমইউ
    দক্ষতা: চর্মরোগ
    চেম্বার: ময়দুল স্কিন কেয়ার সেন্টার
    অবস্থান: শেল গ্রিন সেন্টার, 30, গ্রীন রোড, ২ য় তলা, ঢাকা – 1205
    ফোন: +880 1722068043

    • 913 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 2, 2021 in Internet.

    you can add this extension to your chrome browser. It will do the job

    https://chrome.google.com/webstore/detail/google-meet-auto-admit/pabkjoplheapcclldpknfpcepheldbga?hl=en#:~:text=Automatically%20admit%20join%20requests%20from,admit%20button%20on%20the%20popup.

    • 270 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on February 1, 2021 in Computer.

    Back light And Screen Brightness Asus Laptops.

    Function keys for keyboard backlight

    • 998 views
    • 1 answers
    • 0 votes