zidaneee's Profile

1731
Points

Questions
64

Answers
109

  • Asked on January 29, 2021 in Solution.

    প্রশ্নটিই পদার্থ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক থাকলেও প্রকৌশলবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে উত্তরটি সম্পূর্ণ আলাদা।

    আপনার কি মনে হয় না এই প্রশ্নটিই প্রকৌশলীদের মাথায় অনেক আগেই এসেছিল? আর তাইতো অনেক আগে থেকেই প্রায় সব লিফটে ইমারজেন্সি সেফটি মেকানিজম রয়েছে যা মুক্ত বেগে পতন ঠেকাতে অত্যন্ত কার্যকর এবং প্রমাণিত। লিফটের সবগুলো কেবল ছিড়ে গেলেও এটি মুক্ত বেগে কখনোই পড়বেনা কারণ এই সেফটি মেকানিজম পুরোটাই মেকানিক্যাল সিস্টেম এবং এটির কার্যকারিতা লিফটে বিদ্যুৎ থাকা বা না থাকার উপর নির্ভর করে না। তো দেখা যাক মেকানিজমটা কেমন?

    লিফট এবং বিল্ডিং এর দেয়ালের সংযোগস্থলে যে রেইল থাকে তার সাথে ই এই স্বয়ংক্রিয় ব্রেক ব্যবস্থাটি কাজ করে। মেকানিজম তা সংক্ষেপে ব্যাখ্যা করলে এটাকে গাড়ির সিট বেল্ট এর সাথে অনায়াসে তুলনা করা যায়। কখনো গাড়ির সিট বেল্ট যদি ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন সিটবেল্ট ই আপনি যখন আস্তে টানছেন তখন এটি অনায়াসে চলে আসে কিন্তু একটু দ্রুত বেগে টানার চেষ্টা করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। কারণ এর ভেতরে রয়েছে এক ধরনের যান্ত্রিক ব্যবস্থা যাতে একটি মেকানিক্যাল ডিস্ক এর সাথে সংযুক্ত রয়েছে ল্যাচ যা কেন্দ্রবিমুখী বল এর মাধ্যমে উঠানামা করতে পারে। পদার্থ বিজ্ঞান অনুযায়ী কেন্দ্রবিমুখী বল সরাসরি নির্ভর করে চক্রাকারে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক গতিবেগ এর উপর। যখন কৌণিক গতি বেগ বেড়ে যায় তখন এই কেন্দ্রবিমুখী বল ল্যাচ্ টিকে কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয় যার ফলে এটি অন্য আরেকটি খাচ এর মধ্যে ঢুকে যায় এবং লক হয়ে যায়।

    তাই গাড়ির সিট বেল্ট বা লিফট উভয় ক্ষেত্রেই এই সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর মেকানিক্যাল সিস্টেম এ ধরনের দুর্ঘটনা থেকে ব্যবহারকারীকে রক্ষা করতে পারে।

    এছাড়াও আধুনিক সব লিফটে র নিচে পর্যাপ্ত ক্ষমতা র শক আবসরবার রয়েছে যাতে কোনো কারণে ও উপরোক্ত সিস্টেম ফেল করলেও এই পড়ন্ত বস্তুর গতিবেগ জনিত ইম্প্যাক্ট টি ম্রিয়মান করা যায়।

    • 898 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 27, 2021 in Mobile.

    আমার কাছে ডাউনলোড করার সবথেকে সহজ পদ্ধতি হলো টেলিগ্রাম (Telegram)

    অনেকে মনে করেন যে টেলিগ্রাম শুধুমাত্র একটা বার্তাবহ মেসেঞ্জারে মত কাজ করে ব্যাস এটুকুই কিন্তু আসলে তার থেকে অনেক অনেক অনেক বেশি।

    শুধু আপনাকে কিছু চ্যানেলের নাম জানতে হবে যদি সেগুলো আপনি গুগল সার্চ করে পেয়ে যাবেন তবুও আমি দু একটা লিংক দিয়ে দেবো বাকিটা আপনি একটু খুঁজে নেবেন কারণ সোজা কথা বলতে গেলে আমি ভাল লিখতে পারিনা।

    আপনি Telegram অথবা Telegram X এর যেকোন একটি ইন্সটল করে নিন তারপর আপনার যথারীতি নিয়ম অনুসারে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন।

    @HindiNewMoviesPlus

    @HindiHDmovies

    @BengaliHDmovies

    তারপর আপনি যে মুভিটিকে ডাউনলোড করতে চান সেটিকে সেভ লিস্টে সেভ করে নিন যাতে আপনাকে বারবার খুজতে না হয় এবং তারপর ডাউনলোডের দিন।

    হ্যাঁ আরেকটা কথা টেলিগ্রামে প্রচুর অ্যাড থাকে তাই রাস্তা ভুল করে অন্য কোথাও চলে যাই যাবেন না।

    • 881 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 27, 2021 in Mobile.

    তাহলে মোবাইলে touch sensor লাগানো লাগবে দেখছি। যা এখনও কোন মোবাইলেই দেয়া হয় নি ভবিষ্যতে আসবে কিনা বলা যাচ্ছে না।

    তবে কিছু কাজ করা যেতে পারে এতে বুঝাবেন যে কেউ মোবাইল ধরছে কিনা।

    বর্তমানে যে সকল মোবাইল আমরা ইউজ করি সেগুলোতে রয়েছে proximity Sensor, Motion Sensor,Camera. এইসকল Sensor দিয়েই আপনার জন্য সিকিউরিটি অ্যাপ তৈরি হয়েছে।

    1.Anti-theft alarm – Apps on Google Play

    2.Who touched my phone? Who unlocked tried to unlock – Apps on Google Play

    আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন। ব্যবহার করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়েছি নিজেই যখন পকেট থেকে বের করি বেজে ওঠে। নিজের হাত লেগেই কেপে উঠে বেজে ওঠে। 😂

    তাই এসব ব্যবহার করা দরকার কি? না আপনি শুধু ফোন লক ব্যবহার করেন এটাই যতেষ্ট।

    🙂

    • 891 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 25, 2021 in Mobile.

    বর্তমান সময়ে একটি মোবাইল ফোন যে কতটা গুরুপ্তপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না । কিন্তু সেই শখের মোবাইল টিতে যদি চার্জ না থাকে তাহলে মনে হয় গোটা দুনিয়া শেষ। এবার আপনার প্রশ্ন টিতে আসি

    ব্যাটারি সেভার এর ইতিহাস?

    গুগল তাদের 2014 সালে এন্ড্রয়েড 5.0 version মাধ্যম দিয়ে battery saver features টি উপস্থাপিত করে।

    কিভাবে কাজ করে?

    আমরা মোবাইলে প্রচুর মাল্টিটাস্কিং করি মনে একসাথে অনেক গুলো এপ্লিকেশন চলতে থাকে আবার আমরা অনেক সময় লোকেশন বা GPS টিকে এক্টিভ করে রাখি এর ফলে মোবাইলের ব্যাকগ্রাউন্ড এ একসাথে অনেক গুলো কাজ চলতে থাকে এর ফলে power consumption খুব বেশি হয় এবং ফোনের vibrator ও খুব গুরুত্বপূর্ণ বিষয় । এই এতো গুলো কাজ চলার কারণে ফোনে চার্জ খুব দ্রুত খরচ হয়।

    কিন্তু ব্যাটারি সেভার সেই সমস্ত এপ্লিকেশন গুলি কে ব্লক করে দেয় যেগুলো ব্যাকগ্রাউন্ড এ ব্যবহার হচ্ছে এবং তার সাথে ফোনের GPS ও vibrator ও যার ফলে ফোনের power consumption কমে যায় যার ফলে ব্যাটারি কিছুটা সময় বেশি চলে।

    কিন্তু এর ফলে মোবাইলের কিছুটা পারফরমেন্স নষ্ট হয় ঠিকই কিন্তু সেটা খুবই সামান্য কারণ কিছু পেতে গেলে কিছু দিতে তো হবেই। তবে আপনার ফোনের কোনো ক্ষতি হবে না।

    আসা করছি উত্তরটি আপনাদের ভালো লাগবে।

    আর যদি কিছু ভুল ত্রুটি এবং আপনাদের পরামর্শ থাকে তাহলে মন্তব্য করে অব্যশই জানাবেন।

    ধন্যবাদ।

    • 860 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 24, 2021 in Mobile.

    আছে আছে অনেক ভালো ভালো অ্যাপস আছে। দেখে নিন সে গুলি কি কি?

    1)Hello English: Learn English – Apps on Google Play , হ্যালো ইংলিশ একটি অনেক ভালো অ্যাপ এটিতে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হয়, তাছাড়া অন্যান্য কোর্স ও আছে। ইনবিল্ড ডিকশনারি ও আছে।

    2)Cake – Learn English for Free – Apps on Google Play , Cake: এই অ্যাপে ভিডিওর সঙ্গে সাবটাইটেল দেখে ইংরেজি শিখতে পারবেন এবং একটি ভিডিও বারবার রিপিট এক্সপ্রেশন এ দেখানো হয়; যাতে আপনি ওয়ার্ডটি ভালোভাবে শিখতে পারেন।

    3)Live Audio Chat: Make new friend & Improve English – Apps on Google Play , opentalk : যেকোনো দেশের মানুষের সঙ্গে অডিও চ্যাট করতে পারবেন। এবং আপনার জন্য ইংরেজি শেখার একটি ভাল মাধ্যম হতে পারে।

    4)Improve English: Vocabulary, Grammar, Word Games – Apps on Google Play এই অ্যাপে ফ্ল্যাশ কার্ড সহ অন্যান্য কনফিউজিং ওয়ার্ড গুলো বারবার ঝালাই দিতে পারবেন।

    5)ABA English – Learn English – Apps on Google Play Aba English: এতে মুভির ডায়লগ গুলো ভালোভাবে শিখতে পারবেন; তাছাড়া এর ইংলিশ টিচাররা অনেক ভালো।

    • 893 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 14, 2021 in Food.

    আরেকবার বলে নিচ্ছি, আমি বিশেষজ্ঞ নই। কোথাও ভুল হচ্ছে মনে হলে মন্তব্য করে জানাবেন।

    ইসলাম ধর্মে শূকর নিষিদ্ধ হবার কোন নির্দিষ্ট কারন বলা নেই। তবে সাধারণ বিশ্বাস হচ্ছে, শূকর একটা নোংরা প্রাণী। আপনি যদি আরো বিশদভাবে চিন্তা করতে চান তবে বলতে হয়, একটি জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস নির্ভর তাদের আবাস্থলের ভৌগলিক এবং পরিবেশগত অবস্থার উপরে। বাংলাদেশে আমাদের আমিষের প্রধান উৎস মাছ। আপনি হয়ত ভারতবর্ষেরই কোন এলাকা পাবেন যেখানকার মানুষেরা মাছের গন্ধও সহ্য করতে পারেনা। মধ্যপ্রাচ্যের মানুষেরা আসলে অনেক আগে থেকেই শূকরে অভ্যস্থ ছিলনা। খ্রীস্টান এবং ইহুদী দুই ধর্মেই শূকর নিষিদ্ধ। ওই এলাকার প্রথাগত ধর্মের মানুষের কাছেও শূকর পছন্দনীয় ছিলনা। প্রাচীন মিশরেও শূকর অস্বাস্থ্যকর খাবার বলে মনে করা হত। হয়ত ওই অঞ্চলে কোন মহামারী হয়েছিল যেটা শূকরের মাধ্যমে ছড়িয়েছিল বলে তারা ধারণা করেছিল। বিশেষভাবে যারা অভিজাত ছিল তারা শূকর খেতনা। পরবর্তীকালে ওই অঞ্চলে উদ্ভাবিত প্রাতিষ্ঠানিক ধর্মগুলোও সেই ধারাবাহিকতা বজায় রাখে। এই ব্যাপারটা কিন্তু আমাদের উপমহাদেশেও আছে। উচ্চ বর্ণের হিন্দুরা শূকর খায়না তবে নিম্নবর্ণের অনেকের কাছেই শূকর আদরনীয় খাবার।

    তবে মজার ব্যাপার হচ্ছে খ্রীস্টান ধর্ম যখন ইউরোপে প্রবেশ করে তখন সেখানকার মানুষেরা শূকর খুব পছন্দ করত। শূকর অনেক ইউরোপিয়ানদের আমিষের প্রধান উৎস ছিল। তাদের জন্য তাই শূকর খাওয়া ছেড়ে দেয়া সম্ভব ছিল না। নিজেদের আদি অনেক সংস্কৃতি এবং রীতিনীতির সাথে তারা শূকর খাওয়াটাও মূলধারার খ্রীস্টান ধর্মের অংশ করে নেয়।

    আমি এখানে বিশেষ কোন রেফারেন্স দিলাম না, আপনারা কেউ আগ্রহী হলে গুগল করলেই পেয়ে যাবেন। তারপর ও কেউ রেফারেন্স চাইলে অনুগ্রহ করে মন্তব্যে জানান, আমি চেষ্টা করব।

    • 894 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 11, 2021 in Solution.

    রেডক্রসের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের নাগরিক স্যার হেনরি ডুনান্ট একজন মহান ব্যক্তি ছিলেন। তাঁর প্রস্তাব অনুযায়ী ১৮৬৪ সালের জেনেভা চুক্তির আলোকে , যুদ্ধক্ষেত্রে অসুস্থ সেনাদের সহায়তার জন্য মেডিকেল সাপ্লাই , চিকিৎসক এবং নার্সদের বহনকারী গাড়ীকে হামলার বাইরে রাখতে রেডক্রসের লোগো ব্যবহার করা হয়। লোগোটি সুইজারল্যান্ডের জাতীয় পতাকার অনুরূপ।

    সাদা রংয়ের ব্যাকগ্রাউন্ড এ লাল ক্রস বা ক্রিসেন্ট সম্বলিত লোগোটি প্যাটেন্টকৃত । এটি খ্রিস্ট ধর্মেরও প্রতীক , সেজন্য মুসলিম দেশগুলোতে রেডক্রিসেন্ট লোগো ব্যবহার করা হয়।

    রেড ক্রিসেন্টের লোগো

    একমাত্র ইন্টারন্যাশনাল রেডক্রস সোসাইটির অধিকার আছে এটি ব্যবহার করার। কিন্তু অনেক ডাক্তার ও হাসপাতাল তাদের গাড়ি ও এম্বুলেন্স এ উক্ত লোগো ব্যবহার করেন যা অনৈতিক।

    ৮ মে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস।

    ক্যাথলিক ধর্মীয় হাসপাতালগুলোও চ্যারিটির নিমিত্তে বিশ্বজুড়ে তাদের সেবা প্রতিষ্ঠানে ক্রস চিহ্নটি ব্যবহার করে থাকে ।

    চিত্র রোমান ক্যাথলিক চার্চ এর লোগো।

    জ্ঞাত বা অজ্ঞাতসারে হোক অনেক হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে উক্ত রেডক্রস চিহ্ন ব্যবহৃত হচ্ছে।

    উক্ত জটিলতা এড়াতে, লোগোটি সাধারণ রেডক্রসের মতো না হয়ে রেড ব্যাকগ্রাউন্ড এ হোয়াইট ক্রস ব্যবহার হয়। অন্য রংয়ের ক্রস বা প্লাস চিহ্নও ব্যবহৃত হয়।

    রেড ব্যাকগ্রাউন্ড দৃষ্টি আকর্ষণের জন্য ও হোয়াইট ক্রস চিকিৎসা সম্পৃক্ততা বোঝায়। তাই কেউ যদি রেড ব্যাকগ্রাউন্ড এ হোয়াইট ক্রস ব্যবহার করেন, তার অর্থ উক্ত স্থান সেবামূলক ও সংরক্ষিত বোঝায়। অন্যদের অহেতুক প্রবেশ না করার অনুরোধ করা হয়।

    ডাক্তার এর গাড়ি বা চেম্বারের পর্দার জন্য উপরোক্ত লোগোটি আদর্শ।

    • 931 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 9, 2021 in Graphic Design.

    Choosing an online graphic design marketplace to design your brand can be hard. Maybe you’re a start-up company and you have no idea where to start when it comes to the design side of your business. You know you need to get a logo designed. A logo is an effective marketing tool that helps to drive potential customers to your website. A logo is your business face that people see when searching the physical and virtual markets for products or services. Remember a good logo can change your business face rapidly. That’s why to create your business logo, you require a perfect logo making website or professional. In this article, I have listed the top 10 logo design websites where you can get a custom logo design from professional, experienced logo designer:

    5dollargraphics
    5dollargraphics is an online custom & readymade graphic design marketplace. 5dollargraphics provides logo and graphic design services by the talented pre-qualified graphic designers & design studios around the world. The number one most affordable graphic design service marketplace! You can get a custom logo design just under $5. Let’s have a try today!

    LogoMyface
    LogoMyface is an online readymade & custom graphic design marketplace which allows potential employers to post design contests or projects that designers can then bid/compete to complete . LogoMyface provides logo, website, print and graphic design services by the talented pre-qualified graphic designers and design studios around the world. You can get a custom logo design starting at $69.

    Freelancer
    Freelancer is a crowdsourcing marketplace website, which allows potential employers to post jobs that freelancers can then bid to complete. Freelancer provides logo, website, print and graphic design services by the freelancers around the world.

    99designs
    99designs is a graphic design company that operates a freelancer platform for connecting graphic designers and clients through contest & projects. It’s a creative platform for custom graphic design: logos, websites and more. You can get a custom logo design starting at $299.

    DesignContest
    DesignContest is another crowdsourcing marketplace, which allows potential employers to post design contest that freelancers can then submit proposals to complete. DesignContest provides logo, website, print and graphic design services by the freelancers around the world.

    DesignCrowd
    DesignCrowd is an online crowdsourcing platform that provides logo, website, print and graphic design services by the freelancers around the world. They also have a readymade logo store named BrandCrowd.

    Crowdspring
    Crowdspring is an online marketplace for crowdsourced creative services. A marketplace for graphic design, including logo design, website design, product design and naming your business.

    Hatchwise
    Hatchwise is the Crowdsourced Creative Agency. You can get dozens of entries to your design contest or naming contest, starting at $89

    Designhill
    Designhill is a graphic design website that provides logo, website, print and graphic design services by the freelancers around the world. They also sell services & readymade logos.

    Crowdsite
    Agency for Design & Creatives. They provide graphic design services through design contest.

    Fiverr
    Fiverr is an online marketplace for freelance services. Fiverr connects businesses with freelancers offering digital services in 250+ categories.

    • 351 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 7, 2021 in Solution.

    Method #1: Via the WordPress Theme Customizer

    Depending on what theme you are using, you may have the option to remove or edit the powered by WordPress footer directly in your theme customizer.

    1. Go to Appearance > Customize on the WordPress dashboard
    2. Click Footer > Bottom Bar
    3. You can either Disable Footer Credits or put your own text in Edit Footer Credit

    Method #2: Via the Native Theme Options.

    This works best for most third-party themes. Sometimes, the native WordPress theme customizer may not be equipped to edit the footer in WordPress, so your best bet is to check in the theme settings first.

    If you have been unable to locate the option to disable footer credits inside the theme customizer, you could also check the ‘Widgets’ section, or inside the individual theme’s options.

    Method #3: Editing Footer.php

    If maintaining your website’s SEO is important to you, editing your theme’s footer.php file is another easy way to remove the WordPress footer credit link. The footer.php file contains the information your site needs to display the footer of your site, including, you guessed it, the WordPress credit link.

    The safest way to edit the WordPress footer code on your website is by using an SFTP file manager such as Filezilla to access your core files. For security reasons, some web hosts disable the option to edit your theme code directly from inside your WordPress admin area. If you notice that you are unable to locate your website’s theme editor inside your WordPress admin area, it might have been disabled by your host. This means that you will need an SFTP file manager to access your files. But don’t worry – we have you covered on how to go about this.

    1. Connect to your site using an SFTP file manager. If you’re uncertain about how to do this, this in-depth tutorial will guide you through the process.
    2. Navigate to the public_html/wp-content/themes directory.
    3. Open the directory containing the theme you wish to edit.
    4. Locate the footer.php file, then copy it to the appropriate child theme directory.
    5. Open the footer.php file using a text editor and search and delete the footer code, depending on what theme you’re using.

    Twenty Sixteen theme:

    Twenty Seventeen theme:

    Twenty Nineteen theme:

    1. Click “Update File” and the footer credit link will be gone or modified.

    Quick warning: Before making any changes to your WordPress theme, it’s always a good idea to create a child theme, rather than directly edit your WordPress website’s code.  There are a couple of reasons why you should do this:

    1. Any updates that bring your theme up to the latest version could potentially undo all your hard work and revert your footer back to its pre-edited state.
    2. By editing the code directly on your website, there’s a chance that you could change or delete the wrong code and break your website.
    • 1131 views
    • 1 answers
    • 0 votes
  • Asked on January 7, 2021 in Health.

    বমি ব্যাপারটা হচ্ছে শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। পেট যখন বুঝতে পারে সেখানে হজমের অনুপযোগী কোন বস্তু পাঠানো হয়েছে, তখন তা মস্তিষ্কে সিগন্যাল পাঠায় এবং মস্তিষ্ক তখন পাকস্থলী পরিষ্কার করার জন্য আপনাকে বমি করতে বাধ্য করে।

    তবে গাড়ি চড়ার ক্ষেত্রে এটা প্রায় পুরোটাই মানসিক সমস্যা। গাড়ির ধোঁয়া বা গন্ধে বা গাড়িতে ওঠার আতংক থেকে মানুষের ব্রেইন মনে করে “পেট মেঁ কুছ কালা হ্যায়ঁ”, এবং যা হবার তাই হয়। একটা জিনিস খেয়াল করলে দেখবেন আপনি আতংক বা দুশ্চিন্তার মধ্যে থাকলে আপনার পেটের মধ্যে গুড়গুড় করে কিংবা গ্যাস হয়। অনেক সময় খাওয়ার ইচ্ছা চলে যায়।

    আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে মোশন সিকনেস। আমাদের শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য কানের মাঝে একটা চুলের মতো একটা অংশ আছে, এটা মস্তিষ্ককে আপনার মাথার দিক সম্পর্কে জানান দেয়। আপনি যদি কোন স্থানে দাঁড়িয়ে ঘুরতে থাকেন তবে থেমে যাবার পর দেখবেন মাথা চক্কর দিচ্ছে। এর কারণ আপনি থেমে গেলেও ওই অংশটি এখনও স্থিতিশীল হয়নি। ঠিক একইভাবে গাড়ি চলার সময় বারবার থামা-চলার জন্য অনেকের মাথা ঘুরে বমি হতে পারে। জেট বিমান চালানো পাইলটদেরকে এই সমস্যা থেকে বাঁচার জন্য ঘুরন্ত চেয়ারে বসিয়ে অনেক প্রশিক্ষণ দেয়া হয়। অর্থাৎ নিয়মিত গাড়িতে চলাচল করলে এবং মনোবল ঠিক রাখা গেলে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

    • 924 views
    • 1 answers
    • 0 votes