আমার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি মোবাইল সিম রেজিস্ট্রার আছে তা কিভাবে জানতে পারবো?
জ্বী জানতে হলে আপনাকে যেকোনো সিম কার্ড থেকে*১৬০০১# ডায়াল করতে হবে তারপর আপনার ভোটার আইডি কার্ডের শেষের চারটি সংখ্যা চাইবে/ দিতে হবে,তারপর ফিরতি মেসেজের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডের আন্ডারে যতগুলো নাম্বার বায়োমেট্রিক করা আছে সব দেখানো হবে।।
এক্ষেত্রে কোন চার্জ কর্তন করা হবে না
ধন্যবাদ