আমি কি আমার ফোনে কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওর্য়াড কোনোভাবে দেখতে পাবো?

show connected wifi password

 

Asked on October 2, 2020 in Mobile.
Add Comment
  • 2 Answer(s)

    দুটো উপায় বলছি।

    প্রথমটা হল QR code-এর মাধ্যমে-

    শুরুতে আপনার কানেক্টেড ওয়াইফাই ক্লিক(নিচের ছবির মত) করলে একটা QR code দেখাবে

    এরকম QR code আসলে স্ক্রিনশট রেখে যেকোন একটা QR code scanner এ্যাপ দিয়ে (প্লেস্টোরে এমন অনেক এ্যাপ পাবেন; আমি আমার মোবাইলের সিস্টেম এ্যাপ ব্যবহার করেছি ) স্ক্যান করলেই নিচের ছবির মত কিছু একটা আসবে এ্যাপভেদে-

    এমন ছবি আসলে স্টারগুলোতে ক্লিক করলেই পাসওয়ার্ড শো করবে নিচের ছবির মত-

    বিঃদ্রঃ এই পদ্ধতিটি সব মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য না। কিছু কিছু মোবাইলেই QR code শো করে না। তবে Xiaomi মোবালের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবেই।

    দ্বিতীয় পদ্ধতি,

    কানেক্টেড ওয়াইফাইয়ের পাশের অপশনে ক্লিক করুন(নিচের ছবি দ্রষ্টব্য)

    ক্লিক করার পর নিচের ছবির মত একটা উইন্ডো আসবে

    এই ছবিতে মার্ক করা Gateway IP কপি করে যেকোন একটা ব্রাউজারে গিয়ে প্যাস্ট করে এন্টার করুন। তারপরে User Name এবং Password সম্বলিত একটা পেজ আসবে সেখানে default পাসওয়ার্ড এবং ইউজার নেইম যেটা থাকেঃ admin সেটা দিন। নিচের মতো-

    User Name: admin

    Password: admin

    তারপর এন্টার করলেই আপনার কানেক্টেড ওয়াইফাইয়ের নাম, পাসওয়ার্ড সব তথ্য পেয়ে যাবেন।

    বিঃদ্রঃ এই পদ্ধতি শুধু তখনই কার্যকর হবে যখন ওয়াইফাই রাউটারের ওনার যদি ডিফল্ট পাসওয়ার্ড(admin) পরিবর্তন না করে।

    বর্ণিত দুটো পদ্ধতি একটাতেও যদি আপনি সফল না হোন তাহলে আপনি রুট করা মোবাইলের জন্য প্রযোজ্য পদ্ধতি অনুসরণ করতে পারেন। ইউটিউবে এমন অনেক ভিডিও পাবেন।

    ধন্যবাদ।

    Answered on October 2, 2020.
    Add Comment

    দুটো উপায় বলছি।

    প্রথমটা হল QR code-এর মাধ্যমে-

    শুরুতে আপনার কানেক্টেড ওয়াইফাই ক্লিক(নিচের ছবির মত) করলে একটা QR code দেখাবে

    এরকম QR code আসলে স্ক্রিনশট রেখে যেকোন একটা QR code scanner এ্যাপ দিয়ে (প্লেস্টোরে এমন অনেক এ্যাপ পাবেন; আমি আমার মোবাইলের সিস্টেম এ্যাপ ব্যবহার করেছি ) স্ক্যান করলেই নিচের ছবির মত কিছু একটা আসবে এ্যাপভেদে-

    এমন ছবি আসলে স্টারগুলোতে ক্লিক করলেই পাসওয়ার্ড শো করবে নিচের ছবির মত-

    বিঃদ্রঃ এই পদ্ধতিটি সব মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য না। কিছু কিছু মোবাইলেই QR code শো করে না। তবে Xiaomi মোবালের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবেই।

    দ্বিতীয় পদ্ধতি,

    কানেক্টেড ওয়াইফাইয়ের পাশের অপশনে ক্লিক করুন(নিচের ছবি দ্রষ্টব্য)

    ক্লিক করার পর নিচের ছবির মত একটা উইন্ডো আসবে

    এই ছবিতে মার্ক করা Gateway IP কপি করে যেকোন একটা ব্রাউজারে গিয়ে প্যাস্ট করে এন্টার করুন। তারপরে User Name এবং Password সম্বলিত একটা পেজ আসবে সেখানে default পাসওয়ার্ড এবং ইউজার নেইম যেটা থাকেঃ admin সেটা দিন। নিচের মতো-

    User Name: admin

    Password: admin

    তারপর এন্টার করলেই আপনার কানেক্টেড ওয়াইফাইয়ের নাম, পাসওয়ার্ড সব তথ্য পেয়ে যাবেন।

    বিঃদ্রঃ এই পদ্ধতি শুধু তখনই কার্যকর হবে যখন ওয়াইফাই রাউটারের ওনার যদি ডিফল্ট পাসওয়ার্ড(admin) পরিবর্তন না করে।

    বর্ণিত দুটো পদ্ধতি একটাতেও যদি আপনি সফল না হোন তাহলে আপনি রুট করা মোবাইলের জন্য প্রযোজ্য পদ্ধতি অনুসরণ করতে পারেন। ইউটিউবে এমন অনেক ভিডিও পাবেন।

    ধন্যবাদ।

    Answered on October 2, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.