আমি যদি কাউকে ইমেজ শেয়ার করতে চাই তবে কোন মাধ্যমে করলে ছবির মান নষ্ট হবে না?

File sharing

Asked on February 11, 2021 in Internet.
Add Comment
  • 1 Answer(s)

    আপনি অনেক মাধ্যমেই ছবি শেয়ার করতে পারেন ছবির মান নষ্ট হওয়া ব্যতীত।

    • যদি কাছাকাছি হয় তবে আপনি ব্লুটুথ কিন্তু “শেয়ার ইট” এর মতো অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারেন।

    আর যদি দূরবর্তী কোথাও হয় তবে আপনি এই সমস্ত সার্ভিসের মাধ্যমে ছবির মান নষ্ট হওয়া ব্যতীত ছবি শেয়ার করতে পারেন👇👇

    জিমেইল: এটি অন্যতম একটি মাধ্যম ছবির মান নষ্ট হওয়া ব্যতীত ছবি শেয়ার করার।

    গুগল ড্রাইভ: এখানে ছবি রেখে তারপর তার লিঙ্ক শেয়ার করার করতে হবে।

    মেগা: এটি নিউজিল্যান্ড ভিত্তিক ক্লাউড সার্ভিস। এটির গুগল ড্রাইভের মতই। তবে এখানে গুগল ড্রাইভের চেয়েও বেশি ফাইল স্টোরেজ করতে পারবেন। প্রায় ৫০ জিবি।

    এছাড়াও আরো অনেক ক্লাউড সার্ভিস রয়েছে যার মাধ্যমে আপনি ওখানে ফাইল কিংবা ছবি আপলোড করে তার লিংক শেয়ার করতে পারেন ছবির মান নষ্ট হওয়া ছাড়াই।

    Answered on February 11, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.