ইংরেজিতে কথা বলা শেখার জন্য উপযুক্ত অ্যাপ অথবা অনলাইন ক্লাস-এর জন্য সাজেশন দেবেন কি?
ইংরেজি শেখার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে বলা এবং শোনা। বাঙ্গালীর মধ্যে অন্য ভাষার প্রতি বিদ্বেষ প্রকাশ ঘটতে দেখা যায় অহরহ। কেউ ইংরেজি বললে তাকে নিয়ে যথারীতি হাসি ঠাট্টা শুরে হয়ে যায়।কিন্তু আপনি যদি এই ভাষা শেখার প্রতি ডেডিকেটেড হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেউ সফলতা পাবেন। আপনাকে নিয়মিত ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে।আপনার মতো আপনার যদি অন্য কোন বন্ধু ইংরেজি শিখতে চায় তার সাথে নিয়মিত ইংরেজিতে কথা বলতে পারেন।আর যদি কথা বলার কেউ না থাকে তাহলে আমি দুটি মোবাইল এপ্লিকেশনে সাজেস্ট করবো আপনি নিয়মিত সেখানে চর্চা করলে প্রতিনিয়ত একটু একটু করে আপনার স্পোকেন স্কিল বৃদ্ধি পাবে।
1.Cambly
এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইংরেজি টিচার দের সাথে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলতে পারবেন।আপনি তাদের থেকে ইংরেজি শেখার টিপস নিতে পারবেন।আপনি একদম বেসিক ইংরেজি জানলেই তাদের সাথে কমিউনিকেশন চালিয়ে যেতে পারবেন।তারা খুবই বন্ধুত্বপূর্ণ,তাই ভয় না পেয়ে এখনি শুরু করে দিন ইংরেজি যাত্রা।
লিংকঃ Practice English with native speakers on Cambly. Here’s a 10 minute free lesson.
arfinthe0 আমার এই রেফার কোডটি ইউজ করলে আপনি পাবেন ফ্রি দশ মিনিট।
2.Opentalk
লিংক ঃঃ Live Audio Chat: Make new friend & Improve English – Apps on Google Play