ইংরেজি কী-বোর্ডের বিন্যাস a থেকে z পর্যন্ত না হয়ে কোয়ার্টি ফরম্যাট কেন হয়?
ধন্যবাদ প্রশ্নটির জন্য। ইংরেজি কি বোর্ড এর বিন্যাস এমন হওয়ার কারণ কি! লক্ষ্য করুন, স্পেস বাটন সবচেয়ে প্রশস্ত।
কেন? কারণ স্পেস বাটন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। যদি এটি ছোট হয়, তবে খুব সামান্য জায়গার উপর অতিরিক্ত চাপ পড়বে। ফলে মাদারবোর্ড এর এই জায়গায় সমস্যা হতে পারে।
ঠিক একই কারণে, কিবোর্ডের অন্যান্য বর্ণ গুলো ভিন্নভাবে সাজানো হয়েছে। যেসকল বর্ণ বেশি ব্যবহৃত হয়, সেগুলো এক জায়গায় না রেখে ছড়িয়ে দেওয়া হয়েছে মূলত পুরো বডিতে চাপকে বিন্যস্ত করে দেওয়ার জন্য। এতে আপনার আমার প্রিয় ল্যাপটপ, মোবাইলের স্বাস্থ্য ভাল থাকে।