ইংরেজি বুঝতে পারি, লিখতেও কিছু পারি, কিন্তু সেইভাবে বলতে পারি না কেন? আপনি কি এমন কোনো পরামর্শ দেবেন, যেটা ইংরেজি ভালোভাবে বলার জন্য সহায়ক হবে?

English Speaking Weakness

Add Comment
  • 1 Answer(s)

    আমি কতগুলো সাধারণ অভ্যেসের কথা বলব এখানে, যেগুলো আপনারা মেনে চলতে পারেন। আমি নিজে যেহেতু এগুলো থেকে উপকৃত হয়েছি, আশা করছি আপনারাও হবেন।

    • নিয়মিত কিছুটা সময় ইংরেজি আওয়াজ করে পড়া অভ্যেস করুন। নিজের গলায় ইংরেজি আপনার কানে গেলে এই ব্যাপারে আপনার অস্বস্তি কিছুটা কমবে।
    • সাবটাইটেল সহ ইংরেজি সিনেমা বা কোনও ইংরেজি অনুষ্ঠান দেখুন টিভিতে বা মুঠোফোনে। যখন দেখছেন তখন অনুষ্ঠান বা সিনেমাতে বলা কথাগুলো নিজেও আওয়াজ করে বলুন। এতে আপনার উচ্চারণ যেমন শুধরে যাবে, তেমনি ইংরেজি বলার সময় অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন।
    • ফাঁকা সময়ে কখনো কখনো আপনার ভাবনা-চিন্তাগুলো ইংরেজিতে করুন। দিনে তো আমরা কত কিছু নিয়েই ভাবি। তার কিছুটা ইংরেজিতে করুন। যদি ঘরে কেউ না থাকে, ভাবনাগুলো কথায় প্রকাশ করুন।
    • রাস্তায় বেরিয়ে আশপাশে ঘটে যাওয়া নানা দৃশ্য ইংরেজিতে নিজেকেই বলুন মনে মনে।
    • কখনো কখনো এভাবে বলা কথাগুলো নিজের মুঠোফোনে রেকর্ড করে নিজেই শুনবেন। এতে নিজের বলার প্রতি আত্মবিশ্বাস আরো বেড়ে যায়।
    • সর্বোপরি, এই অভ্যাসগুলো চালু করে দু-এক দিন পরে হঠাৎ থামিয়ে দেবেন না। আপনার মনে হতে পারে এতে কী হবে। কিন্তু সেই ভাবনা আপনার উৎসাহে যেন ভাটার টান না নিয়ে আসে।

    একটি ভাষায় কথা বলা অভ্যেসের উপরেই নির্ভর করে। তাই প্রাথমিক পর্যায়ে জনসমক্ষে কথা বলতে না পারলেও নিজের সাথেই কথা বলা চালিয়ে যান। কিংবা খুঁজে নিতে পারেন সমমনস্ক কোন বন্ধু বা পরিচিত কে। তার সাথে, ভুল হোক কি ঠিক, নিয়মিত কিছু সময় ইংরেজিতে কথা বলা অভ্যেস করুন।

    Answered on August 5, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.