‘ইউটিউব’-এ কত ‘ভিউ’ হলে কত টাকা আসে?
আগে যেটা জানতে হবে, গুগল এডসেন্স (Youtube) আমাদের বিশেষ করে ৫ টি জিনিসের ওপরে নির্ভর করে টাকা দেয়।
এই জিনিস গুলো হলো:-
১। এড ভিউ
২। CPC কত হচ্ছে
৩। CPM কত হচ্ছে
৪। Traffic Country
৫। কিওয়ার্ড (Keyword)
১০০০ ভিউস হউক ১০,০০০ভিউস হউক, ইউটিউবেরর কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলো ইউটিউব অনুসরণ করে।
তাই, ইউটিউবে ১০০০ ভিউ তে কত টাকা কামানো যাবে বা আমরা Youtube এ কত টাকা আয় করতে পারব সেটা একমাএ তখনি বুঝতে পারব যখন Youtube এর এই টাকা দেওয়ার প্রক্রিয়া আমরা জানব।
এতে আপনারা একদম পরিষ্কার ভাবে বুঝে যাবেন যে Youtube এ কত ভিউতে কত টাকা আয় করতে পারবেন।
আপনার, ১০০০ ভিউতে কখনো হয়তো ৫ ডলার কামিয়ে নিতে পারবেন বা কখনো হয়তো ২ ডলারও হবেনা।
আবার, হয়তো ৭০০ ভিউতে ৪ থেকে ৫ ডলার হয়ে যেতে পারে কিন্তু, আবার হয়তো ১০,০০০ ভিউতেও ২ ডলার কামাতে পারবেন না।
তাই, Youtube এ কত টাকা আয় করা যাবে সেটা একমাএ YOUTUBE এর টাকা দেয়া প্রক্রিয়ার ওপরে নির্ভর।