ইউটিউব ও ফেসবুক ভিডিওর বিজ্ঞাপন ব্লক করার কোন উপায় আছে?

Block ads

Add Comment
  • 1 Answer(s)

    আপনি যদি কম্পিউটার ব্যবহার কারী হোন, তাহলে আপনি ব্যবহার করতে পারেন নিচের এক্সটেশন গুলোঃ

    গুগোলে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

    1. Adblock Plus (এটি আমার পছন্দের )
    2. Adblock
    3. Adblocker for chrome
    4. AdGuard
    5. uBlock Origin

    আপনি যদি এন্ড্রয়েড ব্যবহারকারী হোন এবং ইউটিউব এপসটি কোনো বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করতে চান তাহলে ইন্সটল করুন, YouTube Vanced apk যেহেতু এটি গুগোলের ট্রামস & কন্ডিশন বিরোধী, তাই এটি আপনি প্লে স্টোরে পাবেন না। YouTube Vanced লিখে গুগোলে সার্চ করুন এবং ডাউনলোড করে ইন্সটল করুন।

    ফেসবুকের বিজ্ঞাপন রিমোভ করতে আপনার প্রোফাইল সেটিংস-এ যান তারপর Ads-এ যান এরপর Ad Preferences অপশন থেকে যাবতীয় সকল কিছু Not Allowed করে দিন।

    আশা করছি এইবার আপনি ফেসবুকের ভিডিওতে এডস এর প্যারা থেকে মুক্তি পাবেন।

    Answered on April 26, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.