ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর উপায় কী?
২০০১ এ যখন সেনা বাহিনী নামানো হয় দেশ জুড়ে, তখন খুব ছোট ছিলাম!
সেনাদের যেতে দেখলেই বলতাম, ছিনা টাইট, বডি টাইট, রেপ রাইট রেপ রাইট!
কথাটা বললাম এই কারণে যে, আগে ভিডিওর কোয়ালিটি ঠিক রাখতে হবে তারপর মারকেটিং এ নামতে হবে।
ভিউয়ারকে ধরে রাখার জন্য জত ধরনের ট্যাক্টিস আছে, সেটা প্রয়োগ করুন। সেটা হতে পারে পাঞ্চ লাইন হতে পারে জোক্স ,হতে পারে গ্রাফিক্স এড করার মাধ্যমে, হতে পারে ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে, সাউন্ড এফেক্স এর মাধ্যমে ইত্যাদি।
ভিডিওর ওয়াচ টাইম জত বেশি থাকবে ভিডিও তত দ্রুত ভাইরাল হবে। এটা ইউটিউবের একটা এলগোরিদম।
সাবজেক্ট রিলেটেড গ্রুপে ভিডিও পোস্ট করতে পারেন। জাস্ট পরিচিতি লাভ করার জন্য, সাথে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন।
আশে পাশের ইউটিউবারদের সাথে কলাব করতে পারেন, কিংবা পরিচিত কোন ইউটিউবারকে রিকোয়েস্ট করতে পারেন আপনার চ্যানেলের একটু প্রমোশন করে দিতে।
ইউটিউব স্টোরিতে ভিডিও লিঙ্ক দেয়ার মাধ্যমে, কিংবা ফেসবুক এর বড় বড় পেইজে এডমিন দারা শেয়ার দিয়ে।
বুস্ট করে।
প্লে স্টোরে অনেক অ্যাপ আছে জেগুলো দিয়ে আপনি ভিউয়ের বদলে ভিউ নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে যদি আপনি ৫মিনিটের ভিডিওতে ৫ মিনিট দেখা বাধ্যতামুলক করে দেয়ার অপ্সহন থাকে এবং সে অনুযায়ী ভিউ করাতে পারেন, তবে লাভ আছে নইলে উল্টো ক্ষতি!
খতির কারন হচ্ছে, ৫ মিনিটের ভিডিও যদি ১০০ জন ১ মিনিট করে দেখে তবে আপনার এভারেজ ভিউ রেটিং কমে যাবে। এবং রাঙ্কিং এর তলানিতে গিয়ে ঠেকবে। এবং যে কারণে ইউটিউব নিজ থেকে যে সাজেশন লিস্টে আপনার ভিডিওটা রাখতো সেটা কমিয়ে দিবে, ফ্লপ ভিডিও ভেবে। যে কারণে বলবো এটা না করাই উত্তম।