ইতালিতে রি-এন্ট্রি ভিসা নিতে কি কি প্রয়োজন ?

রি-এন্ট্রি ভিসা

Add Comment
  • 1 Answer(s)
    রি-এন্ট্রি ভিসা এর জন্য চেক লিষ্টসহ,ভিসা ফি সম্পূর্ণ
    🌟🌟কারা আবেদন করবেন?
    দেশে গিয়ে যাদের সোজ্জর্ণের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের রি এন্ট্রি ভিসা নিয়ে আসতে হবে যেটি সম্প্রতি নোটিশ জারি করেছে বাংলাদেশ এ অবস্থিত ইতালিয়ান দূতাবাস এবং ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
    👉আবেদনকারী যিনি ইতালি গিয়েছেন কিন্তু বর্তমানে ১২ মাসের চেয়ে বেশি সময় ধরে বাংলাদেশে থাকছেন (Soggiorno) তাকেও পুন:প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে।
    👉Permesso di Soggiorno ধারী প্রবাসী বাংলাদেশে ৬ মাস এর থেকে বেশি সময় বাস করেন এবং Carta di Soggiorno ধারী প্রবাসী বাংলাদেশে ১২ মাসের বেশি সময় বাস করেন তাকেও পুন:প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে।
    চেক লিস্ট রি-এন্ট্রী ভিসা ইতালির জন্য।
    ১) ন্যাশন্যাল “ডি” টাইপ ভিসা
    ফরমের ২৯,৩১ ও ৩২ খালি ঘর গুলো ইতালিতে যারা থাকেন তাদের জন্য নয়।
    ২) সদ্য তোলা ছবি যার ব্যাকগ্রারাওন্ড সাদা হবে(৪.০×৩.৫) সেন্টিমিটার।
    ৩)কমপক্ষে পাসপোর্টের মেয়াদ ৩ মাস বা তার বেশী থাকতে হবে। এরপর ইতালি থেকে পাসপোর্টে বহির্গমনের সিলের ফোটকপি লাগবে। তারপর পাসপোর্টের ১ম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত ফোটকপি করতে হবে।
    ৪) ৪নং টা যাদের soggiorno / passport হারিয়েছে গেছে তাদের জন্য।
    ৫) একটা আবেদন পত্র লাগবে (আবশ্যক) ইতালিয়ান / ইংরেজী ভাষায়।
    ৬) এরার লাইন টিকিট বুকিং এর কাগজ লাগবে।
    ৭) ৩০ হাজার ইউরোর হেলথ ইন্সুরেন্স লাগবে।
    ৮)ভিসা ফি প্রদান করতে হবে।
    ৯।ভিসা ফি প্রায় ১৩০০০ হাজার টাকার মতো।
    Answered on July 1, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.