এমন কিছু ইউটিউব চ্যানেলের নাম বলবেন কি, যা থেকে আমি নতুন কিছু শিখতে পারি?
TED-ed : ওভারঅল বেস্ট। এই চ্যানেলে সব পাবেন। সবকিছু এনিমেশনের মাধ্যমে সুন্দর করে ব্যাখ্যা করা হয়।
Vice : ভাইস এর ডকোমেন্টারিগুলো একেকটা জোস। তাদের জার্নালিস্টগুলো অনেক সাহসী এবং পরিশ্রমী।
Vox: অনেক ভাল একটি চ্যানেল। রাজনীতি, বিজ্ঞান, টেকনোলজি সবকিছু নিয়ে তারা ভিডিও তৈরি করে থাকে।
Kurzgesagt – In a nutshell: এটি অসাধারণ একটি চ্যানেল। তারা বিভিন্ন বিষয় নিয়ে গভীর অলোচনা করে থাকে। বিশেষ করে তারা অনেক কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকে।
(এই চ্যানেলের অনেক ভিডিওতে বাংলা সাবটাইটেলও পাবেন)
What If: এইটাও অনেক ভাল চ্যানেল। “কি হলে কি হতো” এমন কিছু থিওরি নিয়ে আলোচনা করে তারা।
(আরো অনেক ভাল ভাল চ্যানেল আছে যেমন- PolyMatter, TEDx, The School of Life, Nas Daily, Knowledgia, Roar-বাংলা, The Infographics Show etc.)