এমন কোনও পদ্ধতি আছে কি, যার মাধ্যমে আমার সিমে কোনও কল আসবে না, তবে ঐ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে?
একটা উপায় আছে তবে তার জন্য কিছু শর্ত আছে,
- আপনার ফোনে VoLTE বন্ধ থাকতে হবে বা এর আওতামুক্ত হতে হবে।
- আপনার সেট এবং সিম 4G সাপোর্টেড হতে হবে।
যদি শর্তগুলো পূরণ হয় তবে কাজটা করা যাবে।
প্রথমেই একটা ব্যপার ক্লিয়ার করি, আমরা 4G ব্যবহার করলেও তা শুধুমাত্র ইনটারনেট ইউজ করার কাজে ব্যবহার হয়, ফোন কল হয় 2G/3G এর মাধ্যমে। তাই যদি আপনি এমন একটা সিস্টেম করতে পারেন যে, আপনার সেটে শুধুমাত্র 4G নেটওয়ার্ক থাকবে তবে আপনার কাজটি সম্পন্ন হবে অর্থাৎ শুধু নেট ইউজ করা যাবে কোন কল আসবেনা।।
এখন প্রশ্ন হচ্ছে এটা কীভাবে করবেন?
সেটিং অপশন এ এমন একটা অপশন আছে যেটা দিয়ে আমরা ফোনে কোন নেটওয়ার্ক আসবে সেটা মেনেজ করতে পারি, তবে এর কিছু লিমিটেশন আছে এবং তা হলো , যদি কল আসে অটোমেটিক 4G অফ হয়ে যাবে আর কর রিসিভ হবে।। তাই এর জন্য অন্য একটা অপশন এ কাজ করতে হবে। এই সেটিংস টা সাধারণত হাইড করা থাকে।। আপনি যদি শাওমি ব্র্যান্ড এর ফোন ইউজ করে থাকেন তবে এই লিঙ্ক এর ধাপ গুলো অনুসরণ করে সহজেই কাজটি করতে পারবেন।। এতে করে আপনি সিম দিয়ে শুধু নেট করতে পারবেন এবং কোন কল আসবেনা।