এসএমএস পাঠিয়ে কি মোবাইল ফোন ব্লাস্ট করা সম্ভব?
এই প্রশ্নের উত্তর দেয়া মানে আপনাকে আমি খারাপ কাজে সাহায্য করছি।😓
বর্তমান মোবাইল ফোনগুলো এত উন্নত যে ফাঁকে থেকে এসএমএস এর মাধ্যমে কন্ট্রোল করা যায়। যেমন: ফোন বেজে ওঠা, লক করা,সমস্ত ডাটা মুছে ফেলা। কিন্তু এমন কোন কোড এখনও আবিষ্কার হয় নি যা মোবাইলকে ব্লাস্ট করতে পারে। এখন কার উন্নত প্রযুক্তির ফলে সারারাত মোবাইল চার্জে রাখলেও কোন সমস্যা হয় না।
তবে যদি এই ধরনের কোড আবিষ্কার করা যায় যে একটা মেসেজ দিলেই ফোনের ভেতরে কোন ম্যালওয়্যার বা ভাইরাস ফোনকে খুব গরম করে দিবে তাহলে সম্ভব হতে পারে। তবে বর্তমান সময়ে এটা করা সম্ভব না।
কোন ভাবে সম্ভব হলেও যে এই কাজ টা করবে তাকে খুব দ্রুত আইনের আওতায় আনা যাবে।
এধরনের কাজ করা থেকে বিরত থাকুন।