ওয়েব ডিজাইনে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বলতে কী বোঝায়?
ফেসবুক আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি যেহুতু ফেসবুক একটি ওয়েবসাইট, তাই উদাহরণসরূপ আমরা ফেসবুক কে ধরতে পারি।
ফ্রন্ট এন্ড : ফেসবুক.কম লেখার পর আমরা চোখের সামনে যা দেখতে পাই তাই হলো ফ্রন্ট এন্ড। ফেসবুকে গেলে আমরা কি দেখতে পাই? সুন্দর সুন্দর ডিজাইন,রিয়াক্ট বাটন,কমেন্ট করার অপশন আরো কত কি। আবার মোবাইলে ফেসবুক এক রকম, ট্যাবে আরেক রকম, কম্পিউটারে অন্যরকম ডিজাইন, এই সব কিছুই ফ্রন্ট এন্ড ডিজাইন। এক কথায় যদি বলি, ইউজার কোন ওয়েব সাইটে প্রবেশ করার পর যা যা দেখতে পায় তার সব কিছুই ফ্রন্ট এন্ড।
ফ্রন্ট এন্ডের জন্য:
- এইচটিএমএল
- সিএসএস
- বুটস্ট্রাপ
- জাভাস্ক্রিপ্ট
- ফটোশপ
ব্যাক এন্ড: ব্যাক এন্ডের কাজ চলে মূলত ইউজারের দৃষ্টির আড়ালে। একজন নরমাল ইউজার কখনোই ধরতে পারবে না ব্যাক এন্ডে কি চলছে, তাঁরা শুধু ফ্রন্ট এন্ড পার্ট টুকুই দেখতে পারে। কারো পোস্টে লাইক দিচ্ছেন আপনার একটিভিটিতে জমা হয়ে থাকছে, ৫ বছর আগে ছবি আপলোড করেছিলেন সেটা আজকে মেমোরিতে শো করছে, কয়েক মিনিট পর পর নটিফিকেশন আসছে, আপনে নওগাঁতে আপনার গার্লফ্রেন্ড নোয়াখালীতে ম্যাসেজ করছেন মুহূর্তের মধ্যে চলে চাচ্ছে এইসব কিছুই ব্যাক এন্ডের কাজ। বিহাইন দ্যা সিন সব কিছু ঘটছে।
ব্যাক এন্ডের জন্য :
- এইচটিএমএল
- সিএসএস
- জাভাস্ক্রিপ্ট
- যে কোন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ + ফ্রেমওয়ার্ক
- ডেটাবেজ ম্যানেজমেন্ট