কম্পিউটারে ভিডিও এডিটিং করার জন্যে সবচেয়ে ভাল এবং ফ্রী সফটওয়্যার কোনটা?
ভিডিও এডিটিং করার জন্যে সবচেয়ে ভাল এবং ফ্রী সফটওয়্যার
ফ্রি ভিডিও এডিটিং এর সফ্টওয়্যার এর ব্যবহার খুবই কম। তবে ফ্রি বলতে আমি আপাতত Windows Movie Maker এর নাম বলতে পারবো। এটা মাইক্রোসফ্ট উইন্ডোজ এর প্যাকেজ এর সাথে আসে।
হালকা ছোট সাইজ এর অল্প দামের কিছু প্রোগ্রাম এর মধ্যে আছে Filmora, Movavi, Camtasia। ভিডিও এডিটিং এর মাদার সফ্টওয়্যার গুলা সবই দামী দামী কোম্পানির। যেমন Adobe Premier Pro, After Effect, Final Cut Pro, Power Director।
Filmora দিয়ে এডিটিং করার সময়কার স্ক্রিনশট
Camtasia দিয়ে এডিটিং করার সময়কার ইন্টারফেস
আমি এর আগেও বলেছি এখনো বলছি, ভিডিও এডিটিং এর বেসিক মুটামুটি একই। ট্রিম করা, কালার এডজাস্ট করা, লেয়ার যোগ করা, ট্রানজিশান দেওয়া, ক্রপ করা, ক্রোমা কি এর ব্যবহার সহ সাধারন কিছু ফাংশন ভিন্ন নামে প্রায় সব সফ্টওয়্যারেই থাকে। আপনার পছন্দ মতো একটা বেছে নিয়ে সেটা দিয়ে ৪-৫ দিন কাজ করলেই দেখবেন সব চেনা চেনা হয়ে গেছে।
আমি নিজে সহ যতজনকে দেখেছি Filmora, Movavi, Camtasia, Adobe Premier Pro, After Effect, Power Director এসব সফ্টওয়্যার এর ক্র্যাক ভার্সন ইউজ করছে। আপনি কিছু কিছু ফাংশন ফ্রি তে পাবেন, তবে সেখানে বড় করে তাদের লোগো ওয়াটারমার্ক থেকে যাবে।