কম্পিউটার অন করলে অনেকে refresh করে। এই refresh এর কাজ কী? না করলে কী হবে?

এটির কাজ কি? এটি করলে কি উইন্ডোজের কাজের গতি বাড়ে? উইন্ডোজ স্মুথ ভাবে চলে?

Asked on July 20, 2020 in Computer.
Add Comment
  • 1 Answer(s)

    উইন্ডোজ ডেস্কটপে মাউস দিয়ে রাইট ক্লিক করলে Refresh নামে একটি অপশন পাওয়া যায়।

    এটির কাজ কি? এটি করলে কি উইন্ডোজের কাজের গতি বাড়ে? উইন্ডোজ স্মুথ ভাবে চলে?

    না, এগুলোর কিছুই হয়না এটি দিয়ে।

    ডেস্কটপ হচ্ছে মূলত একটি ফোল্ডার, প্রত্যেক ফোল্ডারের বৈশিষ্ট হচ্ছে ফোল্ডারে কিছু পরিবর্তন হলে অপারেটিং সিস্টেম ফোল্ডারটি স্বয়ংরিফ্রেশ করে, অর্থাৎ নতুন হালনাগাদ কার্যকর করে। যদি কোনো কারনে এ স্বয়ংক্রিয় রিফ্রেশ না হয় তখনই ম্যানুয়ালি অর্থ্যাৎ নিজ থেকে রাইট ক্লিক করে রিফ্রেশ করতে হয়।

    তো রিফ্রেশ করা হয় বা করতে হয় শুধু তখনই, যখন ডেস্কটপে বা কোনো ফোল্ডারের ভিতর কোনো ফাইল/ফোল্ডারে পরিবর্তন করা হলে তা ঠিক মত দেখা যায়না বা দেখায় না। এসময় রিফ্রেশ করলে অপারেটিং সিস্টেম পরিবর্তনটি ঠিক করে ফেলে এবং মনিটরে আপডেটেড ফলাফল দেখায়।

    তো আপনি এতদিন যা শুনে এসেছেন যে রিফ্রেশ কম্পিউটারে গতি বৃদ্ধি করে বা এরকম কিছু, তা ভুল। তো ডেস্কটপে বার বার রিফ্রেশ করে কোনো লাভ নেই। উল্টা আপনার পিসিতে যদি কোনো কাজ সম্পূর্ণ শক্তি নিয়ে চলতে থাকে, তাহলে এ রিফ্রেশের ফলে ঐ কাজের গতি ঐ সময়ের জন্য কিছুটা কমে যাবে, কারন রিফ্রেশ করতেও কিছুটা শক্তি দরকার।

    তো অযথা আর রিফ্রেশ করবেন না।

    Answered on July 20, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.