কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কই বলা হয়?
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় —-
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান – প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। স্বল্প সংখ্যক টেলিফোনের একটির সাথে আরেকটির সংযোগকে ইন্টারকম বলে। অর্থাৎ ইন্টারকম হল এক বিশেষ ধরনের টেলিফোন নেটওয়ার্ক। ইন্টারকম ব্যবস্থায় টেলিফোনের কেবল একটি মাত্র বোতাম টিপলেই এক কক্ষ থেকে অন্য কক্ষে কথা বলা যায়। আজকাল বৃহদাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থানে সহজ যোগাযোগের জন্য ইন্টারকম ব্যবস্থার অশ্রয় নেওয়া হয়। ই – মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই – মেইল পেতে প্রথম দিকের ই – মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই – মেইলগুলোতে এই সমস্যা নেই।