কিভাবে বিনামূল্যে ওয়েবসাইট খুলব?
বিনামূল্যে ওয়েবসাইট খুলতে প্রথমে আপনার প্রয়োজন হবে,
একটি ডোমেন এর। যা সম্ভব না। তবে আপনি ফ্রী তে আপনার ওয়েব সাইটটির নিদির্ষ্ট কিছু নিয়ম এর মাধ্যমে সাইট তৈরি করে ডেভেলপমেন্ট করতে পাড়েন। কিন্তু সেখানে, আপনার ওয়েব সাইটটি নিজের মত করে কাস্টমাইজ করতে পারবেন না। সেখানে পাবেন অনেক সীমাবদ্ধতা। এবং সাইট টি নিজের অধীনও হবে না। তাই খুব কম খরচে একটি ডোমেন নিয়ে বিনামূল্যে Bloger হোস্ট করতে পারেন। সেক্ষেত্রে অনেক ডোমেন হোস্টিং কম্পানী কম দামে ডোমেন ও হোস্টিং প্রোভাইড করে থাকে। যেখানে আপনি মাত্র ১৬৫-৮৫০ টাকায় ডোমেন নিতে পারেন। তবে আপনি চাইলে খুব কম দামে মাসিক হারেও আপনার হোস্টিং চার্জ দিতে পারেন।
এমন কোম্পানি গুলোর মধ্যে আছে IT Nut Hosting