কেন কিছু কিছু এপ্স কে প্লে-স্টোরে এডিটর চয়েজ স্ট্যাটাস দেওয়া হয়?
“Editor’s Choice” ট্যাগটি দেয়ার কারণ হচ্ছে, এটি গুগল প্লে কর্তৃপক্ষ শুধু সে সকল এপকেই দেয় যেগুলোর ব্যবহার করা মোটামোটি সব বয়সী ব্যবহারকারীর জন্যই সহজ। আর যেই সকল এপ/গেমের ডিজাইন দেখতে এবং ব্যবহার করতে সুন্দর হয় সেগুলোতে এবং যদি সেগুলোতে নতুনত্ব ও সৃজনশীলতা থাকে। একটা এপ এডিটরস চোয়েস ট্যাগ পেলে লোকে এপটির কোয়ালিটি বুঝতে পারে এবং ভালো লাগলে ডাউনলোড করে। এটাই এডিটরস চোয়েস দেয়ার একমাত্র উদ্দেশ্য।
শধু নয় ও এডিটরস চোয়েস আছে, যেটার চিন্হ এরকম-
image:GooglePlayStoreEditor′sChoiceimage:GooglePlayStoreEditor′sChoice