কোনটি বেশি স্থিতিস্থাপক?

কোনটি বেশি স্থিতিস্থাপক?

Add Comment
  • 1 Answer(s)

    ইস্পাত
    বাইরে থেকে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তু যে ধর্মের ফলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে স্থিতিস্থাপকতা বলে এবং উক্ত বস্তুটিকে স্থিতিস্থাপক বস্তু বলে । যেসব বস্তুর ক্ষেতে পীড়ন এবং বিকৃাতর অনুপাত বেশি অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি সেসব বন্তু বেশি স্থিতিস্থাপক । আর যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাত কম, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম সেসব বস্তু কম স্থিতিস্থাপক । ইস্পাতের ক্ষেত্রে অধিক পীড়ন দেয়া সত্ত্বেও বিকৃতির মান যৎসামান্য হয় । কিন্তু রবার, কাচ ও পানির ক্ষেত্রে অল্প পীড়ন দিলেই বিকৃতির মান অনেক বেশি হয় । সুতরাং রবার, কাচ ও পানির ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির অনুপাত তুলনামূলকভাবে অনেক কম । অতএব, রবার, কাচ ও পানি অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক ।

    Answered on December 26, 2023.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.