কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
মেরু অঞ্চলে
(একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভর বলে। কোনো বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। যে স্থানে অভিকর্ষক ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। আর যে স্থানে অভিকর্ষজ ত্বরণ কম বস্তুর ওজন ও সে স্থানে কম । ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে বা নিচে যাওয়া যায় ততই g – এর মান কমতে থাকে। সে জন্য পাহাড়ে বা খনির ভেতরে g – এর মান কম। আবার মেরু অঞ্চলে g – এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি। সুতরাং মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি।