কোম্পানির নামের পাশে কেন লিমিটেড লেখা থাকে?
কোম্পানি সংগঠনের নামের শেষে লিমিটেড(Ltd.) শব্দটি ব্যাবহার করা হয়। এর অর্থ সীমাবদ্ধ।
কোম্পানি সংগঠন দুই ধরনের। ১/ প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং ২/ পাবলিক লিমিটেড কোম্পানি।
কোম্পানির কোনো একক মালিক থাকে না। কোম্পানির মূলধনকে শেয়ারে বিভক্ত করা হয়। উক্ত শেয়ার মালিকগনই কোম্পানির মালিক। শেয়ার মালিকদের শেয়ার হোল্ডার বলা হয়।
একজন শেয়ার হোল্ডারের দায় তার শেয়ার মূল্যের মধ্যেই সীমাবদ্ধ। কোনো কোম্পানিতে একজন ব্যক্তির যেই পরিমান শেয়ার আছে, সেই পরিমান দায় বহন করে। কোম্পানি যদি কখনো অতিরিক্ত লোকসান করে বা ঋনগ্রস্ত হয়ে পরে, সে ক্ষেত্রে শেয়ার হোল্ডার তার ব্যাক্তিগত তহবিল থেকে উক্ত লোকসান বা ঋন বহনে বাধ্য নয়।
ধরুন কোনো কোম্পানি তে আমার ৫০০০ টাকার শেয়ার আছে। কোম্পানি যদি কোনো সময় লোকসান করে বা ঋনগ্রস্ত হয় তখন আমার শুধু এই পাচ হাজার টাকাই লোকসান হবে। আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে আর একটি টাকাও কোম্পানির পাওনাদার কে পরিশোধ করতে বাধ্য নই। আমার দায় উক্ত ৫০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ।
শেয়ার হোল্ডারদের এই সীমাবদ্ধ দায় কে লিমিটেড শব্দ দ্বারা প্রকাশ করা হয়।
এক কথায় বলতে গেলে, কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ বিধায় কোম্পানির নামের শেষে লিমিটেড(Ltd) শব্দ ব্যবহার করা হয়।
অন্য কেউ হয়তো আরো ভালো ভাবে বুঝাতে পারবে।