গুগলে কতজন বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন?
গুগলে আনুমানিক ৭০-৮০ জন বাংলাদেশী ইঞ্জিনিয়াররা চাকুরী করছে বর্তমানে। তাদের সবাইকে হয়তো চেনা যাবেনা, তবে কিছু জানুন।
- ১। গুগলের প্রথম বাংলাদেশী ইঞ্জিনিয়ার শিশির খান (১৯৯৮ ব্যাচ)। তিনি ১০ম শ্রেণী পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রে পড়াশোনার পর গুগলে যোগদান করেন।
- ২। বুয়েটঃ
- ফারহানা আশারাফ (২০০০ ব্যাচ)
- সাব্বির ইউসুফ সানি (২০০৩ ব্যাচ)
- মোঃ নাজমুল হাসান (২০০৭ ব্যাচ),
- জুলকারনাইন মাহমুদ (২০০৮ ব্যাচ)। বুয়েট এর আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করে দক্ষিন কোরিয়ার গুগলে কাজ করছেন।
- সাদিয়া নাহরিন (২০০৯ ব্যাচ)
- সাদিয়া নাহরিন (২০১০ ব্যাচ), ক্যালিফোর্নিয়াতে কাজ করছেন।
- সাকিব সাফায়েত (২০১০ ব্যাচ), তিনি সানফ্রানসিসকোতে কাজ করছেন।
- শ্রীজয় হালদার (২০১০ ব্যাচ), তিনি আয়ারল্যাণ্ডের ডাবলিনে কাজ করছেন।
- মোঃ মুন্তাকিম সাদিক (২০১০ ব্যাচ), তিনি লন্ডনে কাজ করেন।
- রাফি কামাল (২০১১ ব্যাচ), যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুগলে।
- নাদিমুল আবরার (২০১৩ ব্যাচ)
- ফাহিম ফেরদাউস (২০১৪ ব্যাচ), তিনি ব্র্যাকের লেকচারার ছিলেন।
- মোঃ কায়সার আব্দুল্লাহ (২০১৪ ব্যাচ) ,তিনি লন্ডনে কাজ করছেন বর্তমানে।
- অনিক সরকার (২০১৪ ব্যাচ)। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আয়ারল্যান্ডে কাজ করছেন তিনি।
- ৩। (AIUB):
- জাহিদ সবুর (AIUB): গুগলের বাংলাদেশীদের সর্বোচ্চ পর্যায়ে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন। ২০০৭ সালে ভারতের ব্যাঙ্গালুরুতে গুগলের ব্যাকেন্ড সিস্টেমে যোগদান করলেও বর্তমানে রয়েছে গুগলের সদর দপ্তরে।
- ৪। চুয়েটঃ
- ২০০১ ব্যাচের ফাইজুর রহমান
- ২০০৭ ব্যাচের শিক্ষার্থী আক্কাস উদ্দীন জিসান
- ২০১৪ ব্যাচের ইয়ামিন ইকবাল। তিনি তাইওয়ানে গুগলের অফিসে রয়েছেন।
- ৫। কুয়েটঃ
- ২০০৪ ব্যাচের আরমান সিদ্দিকী
- ২০১০ ব্যাচের সাদ খান
- ২০১০ ব্যাচের কাইদুল ইসলাম। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের গুগলের যোগদান করেন।
- ৬। ঢাবিঃ
- ২০০৮ ব্যাচের মমন্থ মাসহাক মৃন্ময়
- ২০১৩ ব্যাচের শাহেদ শাহরিয়ার, ডাবলিনে কাজ করেন।
- ২০১৩ ব্যাচের তামিম আদদারি
- ৭। NSU:
- ২০০১ ব্যাচের নাজাহ নাজি
- ২০০২ ব্যাচের এস এম আদনান, তিনি ক্যালিফোর্নিয়াতে কাজ করছেন।
- ২০১৩ ব্যাচের নাবিলা আহমেদ
- ২০১৪ ব্যাচের মোহাম্মাদ সামিউল ইসলাম, তিনি লন্ডনে রয়েছেন।
- ২০১৫ ব্যাচের হাসিব আল মোহাইমিয়ান। ইতিপূর্বে তিনি সিঙ্গাপুরের গ্রাবে কাজ করতেন।
- ২০১৫ ব্যাচের লাবিব রাশিদ
- ৮। জাবিঃ
- আরিফ জামান ( ২০০২ ব্যাচ)
- অনিন্দ মজুমদার (২০১০ ব্যাচ), তিনি ক্যালিফোর্নিয়ার মাউনটেইনভিউয়ে যোগদান করবেন।
- নাফিস সিদ্দিকী ( ২০১১ ব্যাচ)
- রাইয়াত জামান নিলয় (২০১২ ব্যাচ)
- মোঃ শাহেদুল ইসলাম সোহেল, (২০১৩ ব্যাচ), তিনি যুক্তরাজ্যে কর্মরত।
- ৯। সাস্টঃ
- লিটন কবির (২০০৪ ব্যাচ), তিনি লন্ডনে কাজ করছেন
- মারুফা রাহমি (২০০৪ ব্যাচ)
- মো. সাবির ইসমাঈল (২০০৫ ব্যাচ), তিনি যুক্তরাষ্ট্রে কর্মরত রয়েছেন
- মোঃ সাব্বির ইসমাইল (২০০৫ ব্যাচ), তিনি পড়াশোনা শেষ করে সাস্টে শিক্ষকতা করছিলেন, গুগল থেকে অফার পেলে শিক্ষকতা ছেড়ে দেন।
- মাওলানা ভাসানি প্রযুক্তি বিঃ
- সাদিলি রিথম (২০১১ ব্যাচ), আয়ারল্যান্ডে কাজ করছেন তিনি।