চীনারা বাংলাদেশকে কী নামে ডাকে? কেন ডাকে?

china bangladesh

Asked on August 23, 2020 in Education.
Add Comment
  • 1 Answer(s)

    চীনারা বাংলাদেশকে 孟加拉国 বলে ডাকে।

    ইংরেজিতে একে Mèngjiālā guó বলা যায় আর বাংলাতে এর উচ্চারণ হবে মংচিয়ালা গুও।

    国 হাঞ্জিটির উচ্চারণ হল গুও এবং এর অর্থ হল দেশ। চাইনিজ অক্ষরগুলোকে হাঞ্জি বলা হয়।

    মজার ব্যাপার হল, চীনা ভাষায় বেঙ্গল টাইগারকে বলা হয় মংচিয়ালা হু। হু অর্থ হল বাঘ। তার মানে দাঁড়াচ্ছে চীনারা ‘বাংলা’কে মংচিয়ালা বলে থাকে।

    কিন্ত এর কারণ আসলে কি?

    চাইনিজ উপভাষাতে মং অনেক সময় বং এর মত উচ্চারিত হয়। আর চিয়া কে অনেকক্ষেত্রে গা উচ্চারণ করা হয় এমনকি এখনও দক্ষিণ চায়নার উপভাষায় চিয়া কে গা বলা হয়।

    এভাবে একটা ব্যখ্যা দেয়া যেতে পারে যার সাহায্যে মংচিয়ালা গুও দাঁড়ায় বংগালা গুও, বা বাংলাদেশ।

    এখন থেকে কোনো চীনা ব্যক্তিকে দেখলে নি ইও ছ্যুগো মংচিয়ালা গুও মা? বলতে ভুলবেন না যেন! 😉

    Answered on August 23, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.