টাকার অঙ্ক ৫০ হোক বা ৫০ লাখ, শেষে মাত্র লেখা হয় কেন?
টাকার অংক যখন শব্দের সাহায্যে লেখা হয় ( in words ), তাতে যাতে অসদুপায়ে কেউ টাকার পরিমাণ বৃদ্ধি না করতে পারেন, সে উদ্দেশ্যেই টাকার পরিমাণ লেখার শেষে, “মাত্র” লেখার রেওয়াজ।
সাধারণত: ব্যাংক বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে, এটি একটি আর্থিক নিরাপত্তামূলক ব্যবস্থা।
টাকার পরিমাণ শুধু পঞ্চাশ হাজার লিখলে, তার পেছনে, আরো টাকার পরিমাণ যোগ করার সুবিধে থাকে। পঞ্চাশ হাজারের পেছনে, লিখে দেওয়া যেতে পারে, নয়শো নিরানব্বই, বা পঞ্চাশ লাখের পেছনে লিখে দেওয়া যেতে পারে, নিরানব্বই হাজার নয়শো। কিনতু, পঞ্চাশ হাজারের পেছনে মাত্র লিখলে, তার পেছনে আরো টাকার পরিমাণ লিখলে, এ নিয়ে প্রশ্ন উঠবে যে “মাত্র” লেখার পরে আবার টাকার পরিমাণ আসবে কেন ?
কেউ টাকার পরিমাণ, পঞ্চাশ লিখলে এবং শেষে মাত্র না লিখলে, পঞ্চাশ শব্দটির পিছনে, হাজার বা লক্ষ বা কোটি শব্দগুলি যোগ করার সুবিধে থাকছে।
আর্থিক লেনদেনের ক্ষেত্রে, অসদুপায় অবলম্বনের চেষ্টাকে প্রতিহত করতেই এ ব্যবস্থা এবং টাকার যে কোনো পরিমাণের ক্ষেত্রেই, পরিমাণ শব্দের সাহায্যে লেখার পর, “মাত্র” প্রযোজ্য।