ট্রুকলার অ্যাপ কিভাবে কাজ করে?
অনেকেই এই ট্রুকলার অ্যাপটির কথা জানেন নিশ্চয়ই, যারা জানেন না তাদের বলছি এই অ্যাপ আপনার ফোনে থাকলে অজানা নাম্বার থেকে কল এলে কলারের নাম, ঠিকানা দেখতে পারবেন।তাহলে প্রশ্ন হলো তাদের কোম্পানী এগুলোর তথ্য কোথা থেকে পায়?
সোজা উত্তর হলো এই তথ্য (নাম, ঠিকানা, নম্বর) গুলো অ্যাপ ব্যবহার কারীদের কাছ থেকে পায়। কারণ ওরা ফোন কন্টেক্ট এর পারমিশন নেয়, এবং সেগুলো ডাটা অ্যারেঞ্জ করে গ্রাহকদের কাছে আনে।
মনে করুন আমার ফোন নাম্বার +৯১ ৬০০xxxxxx নাম – অভীক দত্ত। আমার বন্ধু ট্রুকলার ব্যবহার করে ওর ফোন সেব করা অভীক লিখে, আরেক বন্ধুও ট্রুকলার ব্যবহার করে তার ফোনে লিখা অভীক দত্ত, তাহলে ওরা আমার নাম সম্পূর্ন পেয়ে গেলো। এই পদ্ধতিকে crowd-sourced বলে।
তাই অ্যাপটি ব্যবহার না করে ওয়েবসাইট ভিজিট করা শ্রেয়।