ডাক্তাররা এতো ওষুধের নাম কিভাবে মনে রাখেন?

ওষুধের নাম কিভাবে মনে রাখে?

Asked on July 11, 2020 in Health.
Add Comment
  • 1 Answer(s)

    এই প্রশ্নটি অনেকবার অনেকের কাছে শুনেছি। আর যখন সত্যি কথা বলেছি কেউ বিশ্বাস করেনি। যে সত্যি সব ওষুধের নাম আমাদের মনে থাকেনা। রাখা সম্ভবও না।

    যেগুলি খুব কমন ওষুধ, জ্বরের বা গ্যাসের বা পেটব্যথার, সেগুলি এমনিই মনে থাকে।যেগুলি অতোটা বেশি লাগেনা, যেমন কিছু অ্যান্টিবায়োটিক, ঘুমের ওষুধ সেগুলো কষ্ট করে মনে রাখতে হয়। যে বিষয় নিয়ে কাজ করি, যেমন আমি চর্মরোগ বিশেষজ্ঞ, তার ওষুধগুলি বারবার দিতে দিতে অভ্যেস হয়ে যায়।

    ব্র্যান্ড নাম মনে রাখার জন্য মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ দের কিছুটা দরকার হয়। কনফারেন্স বা সেমিনারে ডিসকাশন করে জানা যায় কোন ব্র্যান্ড কত ভালো কাজ করে-আজকাল ফেসবুক ফোরাম আর হোয়াটসঅ্যাপ গ্রূপে যে যার অভিজ্ঞতা জানালে তার থেকেও শেখা যায়।

    সবশেষে ভরসা গুগল। আমার পেশেন্টরা প্রায়ই এসে বলেন তাঁরা অমুক কোম্পানির সিরাম লাগাচ্ছেন বা তমুক ব্র্যান্ডের মলম মাখছেন। কোনটায় কি কম্পোজিশন সেটা মনে রাখা অসম্ভব।

    ডাক্তারি পড়লে সারাজীবন নতুন জিনিস শিখতেই কেটে যায়। প্রত্যেক বছর আরো নতুন ওষুধ বেরোচ্ছে।

    Answered on July 11, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.