নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
চ
(যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। এরূপ ধ্বনির উচ্চারণ গাম্ভীর্যহীন মৃদু হয়। আর অল্পপ্রাণ ধ্বনি হলো, যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না। কাজেই অঘোষ অল্পপ্রাণ ধ্বনির নিয়ম অনুসারে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো হল ক, চ, ট, ত, প। ‘ভ’ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি, ‘ঠ’ ও ‘ফ’ হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি।