নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহওয়ার অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলোর মধ্যে অক্ষাংশ উচ্চতা, সমুদ হতে দূরত্ব, বায়ুপ্রবাহের দিক , বৃষ্টিপাত , সমুদ্রের স্রোত পর্বতের অবস্থান , বনভূমি ঢাল ও মাটির বিশেষত্ব ইত্যাদি উল্লেখ্যযোগ্য । দ্রাঘিমারেখা কোনো অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না।