পশুপাখির রক্তের গ্রুপ কী?

Asked on August 24, 2020 in Health.
Add Comment
  • 1 Answer(s)

    বিড়ালের রক্তের গ্রুপ হল এ, বি, এবি। একটি বিড়াল বছরে চারবার রক্ত দিতে পারে।

    কুকুরের রক্তের গ্রুপ ১৩ টি। মানুষের যেমন লোহিত রক্তকণিকায় বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ঠিক তেমনি ভাবে কুকুরের লোহিত রক্তকণিকায় বিভিন্ন অ্যান্টিজেনের উপর ভিত্তি করে কুকুরের রক্তকে ১৩ টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। কুকুরের রক্তের গ্রুপ গুলো হলোঃ-

    Dog Erythrocytes Antigen 1.1
    DEA 1.2
    DEA 3
    DAE 4 ( সার্বজনীন দাতা )
    DAE 5
    DAE 6
    DAE 7
    DAE 8
    DAE 9
    DAE 10
    DAE 11
    DAE 12
    DEA 13

    গরুর রক্তে রয়েছে ১১টি প্রধান রক্তের গ্রুপ। এগুলো হল- A, B, C, F, J, L, M, R, S, T ও Z। তার মধ্যে কেবলমাত্র B গ্রুপটিরই রয়েছে ৬০ এর বেশি অ্যান্টিজেন। এর বাইরেও রয়েছে আরও কিছু অপ্রধান গ্রুপের রক্ত যেগুলো সচরাচর পাওয়া যায় না। অর্থাৎ, গরুর রক্ত মানুষের দেহে তো দূরের কথা, এক গরুর রক্ত অন্য গরুতে সঞ্চালন করাই দূরহের ব্যাপার।

    অন্য দিকে ঘোড়ার ব্লাড গ্রুপ হয় ৮ ধরনের। মানুষের রক্তে যেমন RBC, WBC আছে তেমনি জন্তু জানোয়ারের রক্তেও আছে, পার্থক্য সুধু একটাই সেটা হল মানুষের রক্তে নিউক্লিয়াস থাকে না। তবে Crocodile icefishes প্রজাতির প্রানীদের রক্তে RBC থাকে না, এরা পর্যাপ্ত পরিমান অক্সিজেন যুক্ত শীতল পানিতে বেঁচে থাকে।

    Answered on August 24, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.