পুরুষদের সকালে লিঙ্গ উত্থিত হওয়া সুস্থতার লক্ষন। কিন্তু আমার গত দুই থেকে তিন মাস ধরে সকালে সকালে লিঙ্গ উত্থিত থাকে না। এখন আমার কী কোনো সমস্যা হয়েছে বা আমার করনীয় কী? অবিবাহিত, বয়স প্রায় ১৮।

পুরুষদের সকালে লিঙ্গ উত্থিত হওয়া সুস্থতার লক্ষন। কিন্তু আমার গত দুই থেকে তিন মাস ধরে সকালে সকালে লিঙ্গ উত্থিত থাকে না। এখন আমার কী কোনো সমস্যা হয়েছে বা আমার করনীয় কী? অবিবাহিত, বয়স প্রায় ১৮।

Asked on November 21, 2023 in Health.
Add Comment
  • 1 Answer(s)

    টেস্টোস্টেরন হরমোন স্বাভাবিক মাত্রার চেয়ে কম হলে অথবা কোন Chronic disease থাকলে এরকম হতে পারে। আপনার বযস কম তাই আপনার হরমোনের মাত্রা কম হওয়ার কথা নয়। তবে রাত জাগবেন না, পর্যাপ্ত ঘুমের দিকে খেয়াল রাখবেন। হস্তমৈথুন ও Anxiety মুক্ত থাকতে হবে। সুষম খাবার ও শরীরচর্চা করতে হবে। কিছু খাবার আছে যা টেস্টোস্টেরন হরমোনের জন্য সহায়ক

    Answered on November 22, 2023.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.