পৃথিবীর সবচেয়ে পানির অভাব কোন দেশে?
বিশ্বের দেশগুলোর মধ্যে পানি রিজার্ভের স্বল্পতায় সবচেয়ে অভাবী দেশ হল কাতার। তারা ভীষণ ঝুঁকিতে রয়েছে। (1)
আমাদের পাশের দেশ ভারতের 1.35 বিলিয়ন মানুষের মধ্যে 1.4 বিলিয়ন মানুষ জলের সমস্যায় আছে। এমনিভাবে পাকিস্তানের ২০৪ মিলিয়ন পানির সংকটে ভুগছে।
আর পানি রিজার্ভে সবচেয়ে এগিয়ে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। (2)
মজার বিষয় হল, কাতার জ্বালানী তেলের রিজার্ভে শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে ১৩ নাম্বারে! ২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী তাদের মজুদ রয়েছে 25,244,000,000 ব্যারেল ক্রুড ওয়েল!