ফুডপান্ডা আয় করে কিভাবে?
মনে করুন আপনি একটি রেস্টুরেন্টের মালিক। আপনি কাচ্চি বিরিয়ানি ১০০ টাকা প্লেট বিক্রি করেন। ফুডপান্ডা আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে ডিল করলো ফুডপান্ডা থেকে আপনার কাচ্চির যতগুলো অর্ডার হবে তার দাম প্রতি প্লেট ৮৫ টাকা করে নিতে হবে।
মানে ফুড পান্ডা আপনার কাছ থেকে ১০০ টাকার কাচ্চি ৮৫ টাকায় কিনে কাস্টমারের কাছে ১০০ টাকায় বিক্রি করলো। কাস্টমার দেখলো চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে কষ্ট করে না গিয়ে ঘরে বসেই ১০০ টাকায় কাচ্চি ১০০ টাকাতেই পাচ্ছি সুতরাং রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার।