ফোনের আনলক পাসওয়ার্ড ভুলে গেলে কী করণীয়?
আমি ফোনের পাসওয়ার্ড ভুলে গেছি। দোকান থেকে ফ্লাশ করা বাদে নিজে নিজে ঠিক করা যাবে কি?
আপনি ফোন রিসেট করার মাধ্যমে ফোন আনলক করতে পারবেন।
আপনি প্রথমে আপনার মোবাইলটি বন্ধ করে নিন । এরপর ডিভাইসটি চালু করার সময় Power button + Volume up অথবা Power button + Volume Down button একসাথে চেপে ধরে ডিভাইসটি অন করুন। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে।
বিভিন্ন কম্পানির ডিভাইসে এই পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে, তাই এটা কাজ না করলে নিচেরগুলো ট্রাই করুন।
- Volume Down+ Volume Up+ Power button
- Volume Down+ Power button
- Volume Up+ Power button
- Volume Up+ Camera button
- Volume Up+ Home+ Power button
- Home+ Camera button
- Home+ Power button
উপরের যে কোন একটি কম্বিনেশন অবশ্যই কাজ করবে বলে আশা করি। এই কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড-এ যাবেন সেখানে “wipe data/ factory reset/ factory format/backup data/ restore data/ reboot system” স্মার্টফোন ভেদে এজাতীয় যে কোন কিছু লেখা দেখা যাবে, তা সিলেক্ট করুন। (এখানে টাচ কাজ করবে না, এজন্য আপনাকে ভলিউম আপ ডাউন বাটনের সাহায্য নিতে হবে।) সিলেক্ট করার পর ইয়েস এবং নো অফশন থেকে “Yes” সিলেক্ট করতে হবে।
এছাড়াওসিলেক্ট করার জন্য ব্রান্ডভেদে হোম বাটন বা পাওয়ার বাটন কাজ করতে পারে। সবশেষে সেটটি রিবুট করুন । আশা করি বুঝতে পেরেছেন।
(বিঃদ্রঃ ফোনটি অন করার পর গুগল একাউন্ট স্ক্যান করতে চাইবে এরজন্যে কিছু গুগল একাউন্ট জনিত ইনফরমেশন পাসওয়ার্ড লাগবে। সুতারাং, সবকিছু নিজ দ্বায়িত্বে করবেন।)