ফ্যান কম স্পিডে চালালেও যেই বিল হবে, বেশি স্পিডে চালালেও একই বিল আসবে, এর কারন কী?
ফ্যানের স্পিড কম বা বেশি হলেও ইলেকট্রিক বিল একই আসে কথাটা সম্পূর্ণ ঠিক নয়। ফ্যানের স্পিড কমানো বা বাড়ানোর জন্য আমরা সাধারণত দুই ধরনের রেগুলেটর ব্যবহার করি।
- ইলেকট্রিক্যাল রেগুলেটর
- ইলেকট্রনিক রেগুলেটর।
ইলেকট্রিক্যাল রেগুলেটরে ট্যাপিং যুক্ত ইন্ডাক্টর ব্যবহার করা হয়। ফ্যান চলার সময় রেগুলেটর এর মান কমিয়ে দিলে ফ্যানের ঘূর্ণন মান কমে যায়।
- আমরা জানি,
- V=IR.
- R=V/I. এখানে R হলো রোধ,I হলো বিদ্যুৎ প্রবাহ,V হলো বিভব।
রেগুলেটর এর মান কমে যাওয়া মানে রোধ বেড়ে যাওয়া, আর রোদ বেড়ে যাওয়া মানে বিদ্যুৎ প্রবাহ কমে যাওয়া (সমীকরণ থেকে)। আর বিদ্যুৎপ্রবাহ কমার কারণে ফ্যানের ঘূর্ণন মান কমে। কিন্তু রোধের কারণে রেগুলেটর উত্তপ্ত হয়। আর এই অপ্রয়োজনীয়’ উত্তাপের কারণে পাওয়ার লস হয় যে কারণে ঘূর্ণন মান কমলেও ইলেকট্রিক বিল প্রায় একই আসে।
পক্ষান্তরে, ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে।
এই কারণে ইলেকট্রনিক রেগুলেটরে উত্তাপ অতি নগন্য হওয়ায় ইলেকট্রিক্যাল পাওয়ার লস প্রায় হয় না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি বাড়ালে বিদ্যুতের বিল বেশি আসে এবং বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুতের বিলও কম আসে।
তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহারের ফলে ফ্যানের গতি কমালে বিদ্যুতের খরচ কম হয়।
তথ্যসূত্র[1]
ছবি[2]
ফুটনোটগুলি