ফ্রিল্যান্সিং শেখা এবং করার জন্য কোনটি সেরা, পিসি নাকি ল্যাপটপ?
অবশ্যই পিসি সেরা কারণ:-
- ল্যাপটপ কেনার থেকে যদি তুমি পিসি এর আলাদা আলাদা parts কিনে নিজে পিসি বিল্ড করো তবে ল্যাপটপ এর থেকে অনেক কম দামে অনেক ভালো পিসি বিল্ড করতে পারবে |
- পিসি তে তুমি নিজের ইচ্ছা মত parts upgrade করতে পারবে, যেটা ল্যাপটপ এ করতে পারবে না ল্যাপটপ এ RAM, Storage upgrade করা যায় কিন্তু তার জন্যে সার্ভিস সেন্টার এ নিয়ে যেতে হবে বাট পিসি তে ওগুলো নিজেই করতে পারবে |
- পিসি বিল্ড করলে তুমি নিজের ইচ্ছা মত parts লাগাতে পারবে তোমার প্রয়োজন অনুসারে যেটা ল্যাপটপ এ পারবে না, কোম্পানি যা inbuilt দিবে সেটিই নিতে হবে |
- আর বাজেট এর দিক থেকেও পিসি এই বেটার হবে কারণ তুমি 10k এর মধ্যেই একটি পিসি built করতে পারবে ল্যাপটপ এ যেটা বলতে গেলে অসম্ভব এই |
- যদি তুমি video এডিটিং এর কাজ করতে চাও তবে ল্যাপটপ এর থেকে পিসি বেটার হবে কারণ পিসি তে নিজের ইচ্ছা মত বড় সাইজ এর মনিটর নিতে পারবে কিন্তু ল্যাপটপ এর স্ক্রিন সাইজ ফিক্সড থাকবে এর ক্ষেত্রে external মনিটর লাগাতে হবে আর external মনিটর ও একটা এই লাগাতে পারবে |
- আর performance এর দিক থেকেও পিসি বেস্ট হবে কম বাজেট এ বেটার performance দিবে, দেখবে যত বড় বড় gammer বা ভিডিও এডিটর আছে সবাই পিসি এই ইউজ করে, হা ল্যাপটপ এও বেটার performance পাবে কিন্তু ওটার জন্যে দামী ল্যাপটপ লাগবে আর তুমি যখন বলছো যে এখন কাজ শিখবে তাই তোমার জন্যে পিসি বেস্ট হবে কারণ পরে তোমার দরকার অনুযায়ী parts আপগ্রেড করে নিবে |