বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?
বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?
শুষ্ক মৌমুসে ক্রমাগত ২০ দিন বা এর বেশি দিন ধরে কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলা হয়। বাংলাদেশের উত্তর – পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী , চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর বগুড়া ও কুষ্টিয়া জেলা অতি খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। খরার ফলে ফসলের ফলন শতকরা ১৫ – ৯০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।