বাংলাদেশে সবচেয়ে বড় হ্যাকার কে?
সবচেয়ে বড় হ্যাকার বলতে কিছু আমরা পাবো না।
তবে বাংলাদেশে আমার জানা সাড়া ফেলানো কিছু লেজেন্ডারি হ্যাকার আছে, যেমনঃ
১. TIGER-M@TE : গুগল, মাইক্রোসফট সহ নানান বড় বড় সাইট হ্যাক করে মোট প্রায় ৭ লাখ এর মতো ওয়েবসাইট হ্যাক করেছে। ২০১১ তে হ্যাকিংয়ে বিশ্ব রেকর্ড করে সে। ptwusa, bikemanhattan, nolck, headborough, fanta kenya, yahoo, Google Malaysia, Google Bangladesh, inmotionhosting ইত্যাদি হ্যাক করেছে। সে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার।
২. Mr.GH05T : ট্রিকবিডির মতো ওয়েবসাইটও তার দ্বারা হ্যাক হয়েছে, আরও অনেক ওয়েবসাইট হ্যাকিংয়ের রেকর্ড আছে তার। সে সাধারনত Eagle Cyber Army গ্রুপের মেম্বার। (Grey hat hacker)
৩. Abdur Rahman Bikash “The A.R.B.” : Bangladesh Elite Hackers নামের এক গ্রুপের CEO এবং একমাত্র এডমিন ছিল The A.R.B., গ্রুপটি বর্তমানে নেই। সে Pakistan Cricket Board সাইটের ভার্নাবিলিটি, Daily pakistan, Indira Gandi National Tribal Website, even Google Translate সহ অসংখ্য সাইটের ভার্নাবিলিটও খুজে পায় এবং ল্যামিংকৃত Yokai hackers দের অফিসিয়াল সার্ভার হ্যাক করে। ২০১৯ সালে সে অফিসিয়ালি তার পরিচয় প্রকাশ করে দেয়। সে একজন এথিক্যাল হ্যাকার।