বিনামূল্যে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ আপগ্রেডিং কিভাবে করবো?
অটোমেটিক আপডেট চালু রাখুন, আপডেট চেক করুন। আপনার উইডন্ডোজ জেনুইন হলে এবং আপনার ডিভাইসের জন্যে উইন্ডোজ ১১ প্রস্তুত থাকলে সহজেই আপডেট করে 10 থেকে 11 -এ আপগ্রেড হয়ে যাবে।
আপনার ডিভাইসের জন্যে উইন্ডোজ রিলিজ না হয়ে থাকলে সময় লাগবে, অপেক্ষা করতে পারেন।
আর এই মুহুর্তে উইন্ডোজ ১১ পেতে চাইলে আপনাকে উইন্ডোজ ইনসাইডার প্রগ্রাম একটিভ করতে হবে। সেক্ষেত্রে নীচের স্টেপ গুলো ফলো করতে পারেন:
Start>>Settings>>Update & Security>> Windows Insider Program>>Get Started.
এর পর আপনার মাইক্রোসফ্ট একাউন্টে লগইন করুন। সকল প্রসিডিউর শেষ করে পিসি রি-স্টার্ট দিন এবং আপডেট চেক করুন।