বিনামূল্যে কল করার কোনো অ্যাপ আছে কি?
ফ্রি কলিং অ্যাপস -ব্রিলিয়ান্ট কানেক্ট :
আপনি হয়তো ফ্রি তে বিভিন্ন সৌস্যাল মিডিয়া ব্যবহার করে কথা বলতে পারেন, এমন কিছু অ্যাপস যেমন – হোয়াটস অ্যাপস মেসেন্জার, ইমো, ভাইবার তো আমাদের হাতের কাছেই রয়েছে । তাহলে প্রশ্ন করতে পারেন কেন আমি বারবার ফ্রি কলিং অ্যাপস এর কথা বলছি ।
আচ্ছা বলুন তো আপনার অ্যাপস গুলোতে কি ডায়াল প্যাড আছে? যেমন টা আমাদের ফোনে থাকে? নিশ্চয়ই নেই । যে ব্যক্তির হোয়াটস অ্যাপ, মেসেন্জার, ইমো, ভাইবার আইডি নেই, তাদেরকে কি আপনি এই অ্যাপস গুলো থেকে কল বা মেসেজ করতে পারেন ?
পারেন না নিশ্চয়ই । কারণ যে অ্যাপস আপনি ব্যবহার করেন, তা কোন কলিং অ্যাপস না ।
আমরা আজ পরিচিত হবো বাংলাদেশ সরকারের বিটিআরসি কর্তৃক অনুমোদিত ( যেমন টা গ্রামীনফোন, বাংলালিংক, রবি ) ব্রিলিয়ান্ট কানেক্ট ফ্রি কলিং অ্যাপস এর সাথে । ফ্রি কল করুন সারাদেশে- ব্রিলিয়ান্ট কানেক্ট